ফোন চুরি ঠেকানোর যেসব সুবিধা আসছে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে

ফোন চুরি ঠেকানোর যেসব সুবিধা আসছে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে

আমাদের ফোন হারিয়ে যাওয়া একটা বড় সমস্যা। একটা ফোন হারিয়ে যাওয়ার সাথে সাথে ইম্পরট্যান্ট ছবি, ডাটা, কন্টাক নাম্বার সহ আরো ডাটা লস হয় এবং আমাদের অনেক বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়। কিছু সময় ফোন হারিয়ে গেলে সেটা পাওয়ার সম্ভাবনাও থাকেনা। আইফোনে ফোন হারিয়ে গেলে, ফোন খোঁজার বেশ কিছু সিকিউরিটি ফিচার অনেক আগে থেকেই ছিল। তবে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য রিসেন্টলি গুগল ভালো কাজ করেছে। আপকামিং অ্যান্ড্রয়েড ১৫ এ ফোনের চুরি ঠেকাতে বেশ কিছু ফিচার এড করেছে। আসুন আজকের ব্লগে জেনে নেই এর বিস্তারিত।

১. লকডাউন মোড

অ্যান্ড্রয়েড ১৫-এ একটি নতুন লকডাউন মোড যুক্ত হচ্ছে, যা ফোনটি চুরি হলে তাৎক্ষণিকভাবে কার্যকর করা যাবে। আবার কিছু সময় আমাদের ফোন রিপেয়ারের সময় টেকনিশিয়ান যেন আমাদের ফোনের পার্সোনাল ডাটাগুলোতে এক্সেস না নিতে পারে তাই এই ফিচারটি তখন বেশ কাজে দিবে।
এই মোডটি চালু করলে:
ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলক সিস্টেম বন্ধ হয়ে যাবে।
শুধুমাত্র পাসওয়ার্ড বা পিন দিয়ে ফোন আনলক করা যাবে।
ফোনের সমস্ত নোটিফিকেশন এবং ব্যক্তিগত তথ্য লক হয়ে যাবে, যাতে অপরিচিত কেউ তথ্য দেখতে না পারে।


২. ফাইন্ড মাই ডিভাইসের উন্নত ফিচার

ফাইন্ড মাই ডিভাইস ফিচারটিকে আরও শক্তিশালী করা হয়েছে। নতুন আপডেটে, ফোনটি অফলাইন থাকলেও বা নেটওয়ার্ক কানেকশন না থাকলেও লোকেশন ট্র্যাক করা সম্ভব হবে। তবে রিসেন্টলি গুগল প্লে আপডেট এর মাধ্যমে অ্যান্ড্রয়েড ৯.০ থেকে তার উপরের ভার্শনের ফোনগুলোতে এই ফিচারটি এক্সেস করা যাচ্ছে। তবে নতুন আপডেটে এই ফিচারটি বিল্ট ইন থাকায় এবং হার্ডওয়ার এক্সেস থাকায় এটি আরো ভালো ভাবে কাজ করবে।
এই ফিচারের মাধ্যে একজন ইউজার জানতে পারবে:
ফোনটি কোথায় আছে তা জানা যাবে এবং যদি এটি চুরি যায়, তাহলে সহজেই ফোনটি লক করা বা রিসেট করার সুযোগ পাওয়া যাবে। ফোনটি বন্ধ হলেও একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এর অবস্থান ট্র্যাক করার সুবিধা থাকছে।


৩. অ্যান্টি-থেফট প্রোটেকশন

অ্যান্ড্রয়েড ১৫-এ একটি নতুন সিকিউর রিকভারি মোড আসছে যা ফোন চুরি হলে বা হারিয়ে গেলে তার পুনরুদ্ধার আরও কঠিন করবে। কেউ যদি ফোনটি চুরি করে ফ্যাক্টরি রিসেট করার চেষ্টা করে, তবুও ডিভাইসটি পুনরুদ্ধার না করা পর্যন্ত আনলক করা যাবে না। এটি বিশেষ করে ডিভাইসের হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে সংরক্ষণ করবে। বর্তমান ফোনগুলোতে যে কেউ চাইলে ফোনকে ফ্ল্যাশ করে নতুন সফটওয়্যার ইনস্টল করে ব্যবহার করতে পারে। তবে এই অ্যান্ড্রয়েড আপডেট এর ফলে কেউ ফোনকে রিসেট, ফ্ল্যাশ করলেও পুরাতন জিমেইল এক্সেস ছাড়া কেউ ফোনটি ব্যবহার করতে পারবেনা।


৪. এন্ড-টু-এন্ড এনক্রিপশন আপগ্রেড

আমাদের ব্যক্তিগত ডাটা আমাদের কাছে অনেক বেশি ইম্পরটান্ট। কিছু ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত ডাটা আমাদের প্রাইভেসিও বহন করে, সেক্ষেত্রে আপকামিং অ্যান্ড্রয়েড ১৫-এ এন্ড-টু-এন্ড এনক্রিপশন সিস্টেমকে আরও উন্নত করা হয়েছে, যার মাধ্যমে ফোন চুরি হলেও সেটির মধ্যে থাকা ডেটা পুরোপুরি সুরক্ষিত থাকবে। ফোন রিসেট হলেও ডেটা পুনরুদ্ধার করা সম্ভব হবে না, যদি না ফোনের মালিক সঠিক আইডেন্টিফিকেশন দিয়ে সেটিকে আনলক করেন। এই এনক্রিপশন এর ফলে সঠিক ইউজারের ছাড়া ডাটা কেউ কখনো এক্সেস করতে পারবেনা।


৫. অটো ডাটা ডিলিশন

ফোন চুরি হলে বা হারিয়ে গেলে, একটি নির্দিষ্ট সময় পরে ডিভাইসটি থেকে সমস্ত ডেটা স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার সুবিধা থাকবে নতুন অ্যান্ড্রয়েড ১৫-এ। একজন ইউজার চাইলে তার জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে তার ব্যক্তিগত ডাটাগুলো রিমুভ করে ফেলতে। এই ফিচারটি এখনো এক্সেস করা যায় তবে নতুন আপডেটে এটি আরো বেটার কাজ করবে। এই সমস্ত ফিচারগুলো ব্যবহারকারীদের ডিভাইসকে আরও সুরক্ষিত এবং নিরাপদ রাখতে সাহায্য করবে। ফোন চুরি বা হারিয়ে যাওয়ার পরেও এটি পুনরুদ্ধার করা বা অন্তত ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা সম্ভব হবে।


৬. প্রাইভেট স্পেস

এই ফিচারটি আপনাকে ফোনের একটি আলাদা স্থানে গুরুত্বপূর্ণ অ্যাপ ও তথ্য রাখতে দেবে, যা অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে না। এর ফলে আপনি আপনার প্রাইভেট ডাটা, ব্যক্তিগত তথ্য কিংবা পিন, পাসোয়ার্ডের মাধ্যমে সংরক্ষণ করতে পারবেন। প্রাইভেট স্পেস এর ডাটা গুলো এনক্রিপশন অবস্থায় থাকবে যার ফলে আপনি ছাড়া তৃতীয় কোনো পক্ষ এই ডাটার এক্সেস নিতে পারবেনা। আপনার ফোন যদি চুরিও হয়ে যায় আপনার যেকোনো তথ্য থাকবে একদম প্রাইভেট।

অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম ফোন চুরি ঠেকানোর ক্ষেত্রে একটি বড় ধাপ। এই নতুন ফিচারগুলো ব্যবহার করে আপনি আপনার ফোন এবং ব্যক্তিগত তথ্যকে আরও নিরাপদ রাখতে পারবেন। এবং যারা অ্যান্ড্রয়েড ৯.০ এর উপরের ইউজার আছেন তারা চাইলে বর্তমানে ফাইন্ড মাই ডিভাইস এর অফলাইন ফিচারটি ব্যবহার করতে পারবেন। ব্লগটি ভালো লাগলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন।

Similar Posts