দ্রুত চার্জ দিতে ব্যবহার করবেন যে সকল চার্জার
বর্তমান সময়ে স্মার্টফোনের সাথে খুব কমই বক্সে চার্জার দেয়া থাকে, সেক্ষেত্রে আমাদের ফোনের জন্য বাইরে থেকে আলাদা ভাবে চার্জার কিনে ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে ফোন ঠিকঠাক মত চার্জ হয় না, স্লো চার্জিং এর প্রব্লেম থাকে, যেন তেন চার্জার ব্যবহার করার ফলে আবার ফোনের ব্যাটারি হেলথ কমে যায় এমন নানান সমস্যা থাকে। সেক্ষেত্রে আপনার উচিত ফোন কেনার পর পরেই ফোনের জন্য একটি অথেনটিক এবং ভালো ব্রান্ড এর চার্জার ক্রয় করা।
ভালো ব্রান্ড এর অথেনটিক চার্জার কেন কিনবেন তা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে, আসুন জেনে নেই কেন ভালো মানের ফোন চার্জার ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ব্যাটারির আয়ু বাড়ায়: ভালো মানের চার্জার সঠিক ভোল্টেজ এবং কারেন্ট সরবরাহ করে, যা ব্যাটারিকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে এবং এর আয়ু বাড়ায়। আপনি যদি ভালোমানের চার্জার না করেন সেক্ষেত্রে হাই ভোল্টেজের কারণে অল্প সময়েই ফোনের ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়। আইফোনের ক্ষেত্রে অরিজিনাল বা সার্টিফাইড চার্জার না ব্যবহার করার ফলে অনেক তাড়াতাড়ি ব্যাটারি হেলথ কমে যায়, তাই এইসব ক্ষেত্রে ভালো মানের চার্জার ব্যবহার করা অনেক বেশি গুরত্বপূর্ণ। অনেক সময় ভুল চার্জার ব্যবহার করলে ব্যাটারি ফুলে যাওয়া, কম চার্জ থাকার মত ইত্যাদি সমস্যা হতে পারে।
ফাস্ট চার্জিং: অনেক ভালো চার্জার ফাস্ট চার্জিং সুবিধা দেয়, যাতে আপনি কম সময়ে ফোন পুরোপুরি চার্জ করতে পারেন। ভালো মানের চার্জারে QC, QC 2.0 , QC 3.0 , QC 4.0 , IQ , PD , VOOC, Warp সহ অনেক চার্জিং প্রোটোকল থাকে। এইসব প্রোটোকল আপনার ফোনের প্রয়োজন অনুযায়ী সঠিক ভোল্টেজে ফোন চার্জ করতে পারে, যার ফলে আপনি ফাস্ট চার্জিং এর সুবিধা পেয়ে থাকেন।
নিরাপদ: ভালো মানের চার্জারে নিরাপত্তা ফিচার থাকে, যেমন ওভারহিটিং প্রোটেকশন, শর্ট সার্কিট প্রোটেকশন ইত্যাদি। এটি আপনার ফোন এবং নিজেকে বিপদের হাত থেকে রক্ষা করে। যদি এইসব চার্জিং প্রোটেকশন ফোনে না থাকে তা ফোনের জন্য অত্যন্ত ক্ষতিকর, তাই ভালো চার্জার ব্যবহারের সুবিধা হলো এই প্রোটেকশন থাকায় আপনি আপনার ফোন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।
অন্যান্য ডিভাইস চার্জ: অনেক ভালো চার্জারে একাধিক পোর্ট থাকে, যাতে আপনি একই সাথে একাধিক ডিভাইস চার্জ করতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি অনেকগুলো ডিভাইস ব্যবহার করে থাকেন একসাথে ফোন, ইয়ারপডস, স্মার্টওয়াচ চার্জ করার জন্য কয়েকটা চার্জারের প্রয়োজন হয় সেক্ষেত্রে এই ধরনের চার্জার ব্যবহার করতে পারেন।
দীর্ঘস্থায়ী: ভালো মানের চার্জার সাধারণত বেশি টেকসই হয় এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়, সেক্ষেত্রে ভালো ব্রান্ড এর চার্জারগুলো আপনাকে লম্বা সময় ধরে ভালো একটা আউটপুট দিবে।
আজকের ব্লগে আপনার জন্য আমরা বেশ কিছু চার্জার রেকোমান্ড করতে পারি যা দিয়ে আপনি আপনার স্মার্টফোন এবং অন্যান্য ডিভাইসগুলো খুব ভালো ভাবে চার্জ করতে পারবেন।
বাজার সেরা কিছু ফোন চার্জার এর তালিকা নীচে দেওয়া হল:-
- Anker 511 Charger Nano 3 – 30W
- Apple 20W USB-C Power Adapter 2 Pin (New)
- Samsung 25W USB-C Wall Charger 2 Pin – Black
- Google 30W Type-C Charger – Non Authorized (New)
- Samsung 45W USB C Wall Charger With Type C Cable 2 pin – 5A/1.8M – Black
১. Anker 511 Charger Nano 3 – 30W
আইফোন, স্যামসাং, পিক্সেল সহ অন্যান্য ব্রান্ড এর স্মার্টফোন চার্জ করার জন্য Anker 511 Charger Nano 3 – 30W বেশ জনপ্রিয় একটি চার্জার। ছোট সাইজের এই চার্জারটি ৩০ ওয়াট ভোল্টেজ সাপোর্ট করে এবং এটি অ্যাপেল এম এফ এস সার্টিফাইড। এই চার্জারটি আপনার আইফোন ছাড়াও আইপ্যাড, এয়ারপডস, অ্যাপেল ওয়াচ সহ বাকি এক্সেসরিজ গুলো খুব সহজেই চার্জ করতে পারবে। এই এডাপটারিতে ActiveShield 2.0 প্রোটেকশন থাকায় আপনার যেকোনো ডিভাইস থাকবে একদম সেইফ।
২. Apple 20W USB-C Power Adapter 2 Pin
আপনার আইফোন কে যদি ঠিকঠাক মত চার্জ করতে চান তবে অ্যাপেল এর এই চার্জটার টি হাইলি রিকমেন্ডেড এটি অরিজিনাল অ্যাপেল এর চার্জার হওয়ায় আপনি আপনার আইফোন ছাড়াও আইপ্যাড, এয়ারপডস, অ্যাপেল ওয়াচ সহ অন্যান্য গেজেটস কিংবা অ্যাক্সেসরিজ গুলো চার্জ করতে পারবেন একদম নিশ্চিতে।
৩. Samsung 25W USB-C Wall Charger 2 Pin – Black
আপনি যদি একজন স্যামসাং ফোন ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে এই চার্জারটি আপনার ফোনকে সঠিক ভাবে চার্জ করতে পারবে। আপনি এই চার্জারটি দিয়ে আপনার যেকোনো 25W ফাস্ট সাপোর্টেড যেকোনো স্যামসাং ডিভাইস খুব সহজেই ফাস্ট চার্জ করতে পারবেন। তাছাড়া এতে PD 3.0 চার্জিং প্রোটোকল সাপোর্ট থাকার কারণে আপনি অন্যান্য PD সাপোর্টেড ডিভাইসগুলো এই চার্জার দিয়ে বেশ সহজে চার্জ করতে পারবেন।
৪. Samsung 45W USB C Wall Charger With Type C Cable 2 pin – 5A
তবে আপনি যদি মাল্টিপল স্মার্টফোন কিংবা ডিভাইস ব্যবহার করেন। স্মার্টফোন ছাড়াও আপনার ট্যাব চার্জ করতে হয় সেক্ষেত্রে আপনি Samsung 45W এই চার্জারটি ব্যবহার করতে পারেন। এটি আপনাকে আরো ফাস্ট চার্জ করতে হেল্প করবে।
৫. Google 30W Type-C Charger – Non Authorized (New)
এবং আপনি যদি একজন গুগল পিক্সেল স্মার্টফোন ইউজার হয়ে থাকেন, তবে আপনার জন্য আইডিয়াল হতে পারে Google 30W এই চার্জারটি। এটি আপনার স্মার্টফোনকে PD 3.0 প্রোটোকলের সাহায্যে তে খুব স্বল্প সময়ে ফুল চার্জ করতে সক্ষম।
আসুন দেখে নেই কার জন্য কোন চার্জারটি কিনবেন:
For All Smartphone | Anker 511 Charger Nano 3 – 30W | ||
For iPhone | Anker 511 Charger Nano 3 – 30W | Apple 20W USB-C Power Adapter | |
For Samsung | Anker 511 Charger Nano 3 – 30W | Samsung 25W USB-C Wall Charger | Samsung 45W USB C Wall Charger |
For Google Pixel | Anker 511 Charger Nano 3 – 30W | Google 30W Type-C Charger |
ভালো মানের ফোন চার্জার ব্যবহার করা আপনার ফোনের ব্যাটারির আয়ু বাড়াতে, ফাস্ট চার্জিং সুবিধা দিতে এবং আপনার ফোনকে নিরাপদ রাখতে সাহায্য করবে। তাই, ফোন কেনার সময় অথবা চার্জার নষ্ট হয়ে গেলে ভালো মানের চার্জার বেছে নিন। একটা ভালো মানের চার্জার আপনার ফোনকে সুরক্ষিত রাখার পাশাপাশি আপনাকে সঠিক ভাবে চার্জ করতে সাহায্য করবে। ব্লগটি শুধুমাত্র আপনাকে চার্জার কেনার ক্ষেত্রে একটা রেকোমেনডেশন মাত্র, আপনার ফোনের ক্ষেত্রে চার্জার কেনার পূর্বে ফোনটি কত ওয়াট এবং কোন চার্জিং প্রোটোকল সাপোর্ট করে তা অবশ্যই যাচাই করে নিবেন। ব্লগটি ভালো লাগলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন।
Rasel Ahmed is a Copywriter at Bangladesh-based leading gadget-selling e-commerce and retail gadget chain called Apple Gadgets.
He is Passionate About Content & Copywriting. He has gained experience in various fields, including digital marketing, social media management, and content creation. He is skilled at collaborating with others and adapting to new challenges. Rasel is highly motivated and actively seeks opportunities to contribute his skills and knowledge to new projects.