২০২৫ সালের জনপ্রিয় ৫টি মোবাইল ফোন
প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয় উপাদানের মধ্যে মোবাইল ফোন গুরুত্বপূর্ণ একটি উপাদান। দৈনন্দিন জীবনের সাথে যা ওতপ্রোতভাবে জড়িত। তাই নিত্যনতুন ফোন নিয়ে কারও আগ্রহের কমতি নেই। সেই হিসেবে কোম্পানিগুলো নতুন বছরে কোন ফোন বাজারে নিয়ে আসবে তা নিয়েই চলতে থাকে জল্পনা কল্পনা। নতুন বছরে কোন কোন ফোনগুলো নজর কাড়া ফিচার নিয়ে আসতে চলেছে তারই অল্প একটু ধারণা দিব আজকের ফিচারে। যদিও সবগুলো তথ্যের সত্যতা শতভাগ তার নিশ্চয়তা দিতে পারছিনা। তাই লোকমুখে শোনা রিউমার থেকেই অনুমান করে একটু বিশ্লেষণ করার চেষ্টা করেছি।
১. Samsung Galaxy S25 Ultra

শুরু করা যাক Samsung Galaxy S25 Ultra নিয়ে। স্যামসাং গ্যালাক্সি S25 আল্ট্রা নিয়ে বর্তমানে বেশ কিছু রিউমার শোনা যাচ্ছে। ডিভাইসটি সম্ভাব্যভাবে টাইটানিয়ামের টেকসই কাঠামো এবং কর্নিংয়ের গ্লেয়ার-ফ্রি গ্লাস দিয়ে তৈরি হবে। এতে থাকবে একটি ৬.৮ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে, যা ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ৫০১ পিপিআই হাই পিক্সেল ডেনসিটি অফার করবে। স্ক্রিন-টু-বডি রেশিও হবে ৯০.৩%, যা ব্যবহারকারীদের বড় এবং স্পষ্ট অভিজ্ঞতা দেবে। ফোনটির ওজন ২১৯ গ্রাম এবং পুরুত্ব ৮.২ মিমি হতে পারে। এটি চারটি রঙে আসবে—টাইটানিয়াম ব্ল্যাক, ব্লু, গ্রে এবং সিলভার।
পারফরম্যান্সের দিক থেকে ফোনটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ চিপসেট দ্বারা চালিত হবে। এতে দুটি সিম কার্ডের স্লট থাকবে, তবে কোন মেমোরি কার্ড স্লট থাকছেনা। ধারণা করা হচ্ছে, ডিভাইসটি শক্তিশালী মাল্টিটাস্কিং এবং হেভি গেমিংয়ের জন্য বেশ দারুণ হবে। ব্যাটারির ক্ষেত্রে, গ্যালাক্সি S25 আল্ট্রায় ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং তারবিহীন চার্জিং সাপোর্ট করবে বলা হচ্ছে। চার্জিং পোর্ট হিসেবে থাকবে ইউএসবি-সি।
ক্যামেরার ক্ষেত্রে এই ডিভাইসটি দুর্দান্ত ফিচারের হবে বলে ধারণা করা হচ্ছে। পিছনের ক্যামেরাটি ২০০ মেগাপিক্সেলের, যা ভিডিও রেকর্ডিং এবং ফটোগ্রাফির ক্ষেত্রে বেশ দারুণ অভিজ্ঞতা দেবে। সামনের দিকে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, যা সেলফি এবং ভিডিও কলের জন্য বেশ ভালো হতে পারে। যারা মুটোফোনোগ্রাফি পছন্দ করেন তাদের জন্য এটি বেশ দারুণ একটি ডিভাইস হতে পারে।
ডিভাইসটির অন্যতম আকর্ষণ হতে পারে ইন্টিগ্রেটেড এস পেন। এছাড়া এতে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং উন্নতমানের সাউন্ড কোয়ালিটি। ফোনটি IP68 রেটিংপ্রাপ্ত হওয়ায় এটি পানি এবং ধূলাবালি প্রতিরোধে সক্ষম।
কেন ফোনটি নিবেন?
গ্যালাক্সি S25 আল্ট্রার সম্ভাব্য ডিজাইন এবং ফিচারগুলো গ্রাহকদের জন্য এক নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে। তবে স্যামসাং এখনো অফিসিয়ালভাবে এটি কবে আসতে পারে তার তারিখ প্রকাশ করেনি। রিউমার অনুযায়ী, এটি স্যামসাং-এর এই সিরিজের অন্যতম শক্তিশালী এবং উন্নত স্মার্টফোন হতে যাচ্ছে। সংক্ষেপে বলতে গেলে এই ফোনটি ডিজাইন, পারফরম্যান্স এবং ক্যামেরাসহ একটি পূর্ণাঙ্গ প্যাকেজ হিসেবে বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে।
২. Realme 14X

রিয়েলমি 14X 5G সম্প্রতি বাজারে আলোড়ন তুলেছে এর উন্নত ফিচার এবং সাশ্রয়ী মূল্যের কারণে। চলুন রিউমারের ভিত্তিতে একটু কাটাছেঁড়া বিশ্লেষণ করা যাক।
এর দুর্দান্ত ডিজাইন সবাইকে আকর্ষণ করবে। এটি তিনটি রঙে পাওয়া যায়: জুয়েল রেড, ক্রিস্টাল ব্ল্যাক এবং গোল্ডেন গ্লো। ফোনটির পুরুত্ব বলা হচ্ছে ৮ মিমি-এর কম, যার ফলে আপনি খুব সহজেই এটি বহন করতে পারবেন। এই ফোনটিও IP68 এবং IP69 সার্টিফিকেশনপ্রাপ্ত, যা পানি ও ধূলা প্রতিরোধে সক্ষম। বলা হচ্ছে ফোনটি MIL-STD-810H সামরিক মানের শক রেজিস্ট্যান্স টেস্ট পাস করেছে, যার ফলে আপনি সহজেই এর উপর বিশ্বাস রাখতে পারেন।
এতে ৬.৬৭ ইঞ্চি HD+ IPS ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট বলা হচ্ছে ১২০ হার্টজ। এটি ৬২৫ নিট পর্যন্ত পিক উজ্জ্বলতা প্রদান করে, যার ফলে এটি উজ্জ্বল আলোতেও পরিষ্কারভাবে দেখা নিশ্চিত করে।ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট দ্বারা চালিত। এতে ৬ জিবি বা ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে, এবং আলাদা মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে বাড়ানো যাবে।
এর পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে প্রধান ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের। সামনের দিকে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। যার ফলে বলা যায় এর ছবি তোলার ক্ষমতা বেশ ভালোই হবে। ফোনটিতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা দীর্ঘসময় ফোনের ব্যবহার নিশ্চিত করবে। এতে ৪৫ ওয়াট সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, যা দ্রুত চার্জ হতে সাহায্য করবে। রিয়েলমি বলছে, এই ব্যাটারি লম্বা সময় ব্যবহারের পরেও ৮০% চার্জ ধারণক্ষমতা বজায় রাখতে সক্ষম।
এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি UI ৫.০-এ চলে। কোম্পানি প্রতিশ্রুতি দিয়েছে এতে দুটি অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট এবং ৩৬ মাসের রিয়েলমি UI আপডেট দিবে।
কেন ফোনটি নিবেন?
রিয়েলমি 14X 5G সাশ্রয়ী মূল্যের মধ্যে একটি উন্নত ফিচার সমৃদ্ধ স্মার্টফোন, যা ডিজাইন, পারফরম্যান্স এবং টেকসই ক্ষমতার কারণে ব্যবহারকারীদের জন্য বেশ দারুণ চয়েজ হতে পারে।
৩. OnePlus 13R

OnePlus 13R-এর আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও এটি নিয়ে বেশ কিছু রিউমারস শোনা যাচ্ছে। তারই ভিত্তিতে চলুন কিছু বিশ্লেষণ করা যাক:
বলা হচ্ছে, এতে ৬.৮২ ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকবে, যার রেজুলিউশন ২৭৮০ x ১২৬৪ পিক্সেল এবং রিফ্রেশ রেট থাকবে ১২০ হার্টজ। এটি HDR সমর্থিত হবে এবং স্ক্র্যাচ প্রতিরোধের জন্য কর্নিং গরিলা গ্লাস ৭i দিয়ে তৈরি হবে।
ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট দ্বারা চালিত হতে পারে, যা ১২ জিবি বা ১৬ জিবি LPDDR5X র্যাম এবং ২৫৬ জিবি UFS ৪.০ স্টোরেজ যুক্ত হতে পারে। এতে থ্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে, যার প্রধান ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স অন্তর্ভুক্ত। সেলফি ক্যামেরাটি ৩২ মেগাপিক্সেল হতে পারে।
ডিভাইসটিতে ৬,০০০ mAh ব্যাটারি থাকতে পারে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং ক্ষমতা বিশিষ্ট হবে। যার ফলে এটি দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফের নিশ্চয়তা দিবে। এর পুরুত্ব হবে ৮ মিমি পাতলা, সামনে এবং পিছনে গরিলা গ্লাস ৭i এবং অ্যালুমিনিয়াম ফ্রেমের সমন্বয়ে তৈরি হবে। এটি “নেবুলা নোয়ার” এবং “অ্যাস্ট্রাল ট্রেইল” দুটি রঙে পাওয়া যাবে।
এছাড়াও বলা হচ্ছে, ডিভাইসটি IP65 রেটিংসহ পানি এবং ধূলা প্রতিরোধী হতে পারে। এবং, উন্নত আল্ট্রাসনিক আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং উন্নত ব্লুটুথ রেঞ্জের মতো ফিচারও থাকতে পারে।
কেন ফোনটি নিবেন?
সংক্ষেপে বলতে গেলে, রিউমারস অনুযায়ী One plus 13R বেশ দারুণ একটি অভিজ্ঞতা দিতে পারে। যারা ভালো রেঞ্জের ফোন খুঁজছেন সবরকম উন্নত ফিচারসহ তাদের জন্য বেশ দারুণ চয়েজ হতে পারে।
৪. Apple iPhone SE 2025

Apple প্রেমীদের জন্য iPhone SE 2025 আসামী আগেই বেশ গুঞ্জন তৈরি করেছে। বলা হচ্ছে এটি একটি বাজেট ফ্রেন্ডলি ডিভাইস হতে যাচ্ছে। বিভিন্ন রিউমার থেকে পাওয়া তথ্য অনুযায়ী ডিভাইসটি নিয়ে চলুন বিশ্লেষণ করা যাক:
এই মডেলটি iPhone 14-এর মতো ফ্ল্যাট এজ ডিজাইনের হতে পারে, যা আগের মডেল গুলোর চেয়ে দুর্দান্ত হবে। এতে 6.1-ইঞ্চি OLED প্যানেল ব্যবহার করা হতে পারে, যা উচ্চ মানের কালার এবং আরও ভালো কন্ট্রাস্ট প্রদান করবে। এর ডিসপ্লেতে ইন-বিল্ট Touch ID বা Face ID যুক্ত হতে পারে। এর পারফরম্যান্স নিয়ে বলতে গেলে, এতে A16 Bionic চিপ ব্যবহৃত হতে পারে, যা iPhone 14 Pro-তে দেখা গিয়েছিল। যা ডিভাইসটিকে বেশ দ্রুত এবং শক্তিশালী করবে। এটি iOS 18 অপারেটিং সিস্টেমের সাথে আসতে পারে।
এতে 48 MP প্রধান ক্যামেরা সেন্সর থাকতে পারে, যা ছবি তোলা এবং ভিডিও ধারণের ক্ষেত্রে দারুণ অভিজ্ঞতা দেবে। ফ্রন্ট ক্যামেরাটিও বেশ উন্নত হবে। দীর্ঘস্থায়ী ব্যাটারি সক্ষমতা দেওয়ার জন্য এতে উন্নত ব্যাটারি টেকনোলজি ব্যবহার করা হতে পারে। এতে MagSafe সাপোর্ট থাকতে পারে, যা দ্রুত এবং নির্ভরযোগ্য চার্জিং সাপোর্ট দেবে।
উন্নত কানেক্টিভিটি এবং ফাস্ট ব্রাউজিংয়ের জন্য এতে 5G সাপোর্ট থাকবে। চার্জিংয়ের জন্য এতে USB-C পোর্ট থাকতে পারে।
কেন ফোনটি নিবেন?
সর্বোপরি বলা গেলে, রিউমারস অনুযায়ী ফোনটি Apple ইউজারদের জন্য বেশ দারুণ একটি ডিভাইস হতে যাচ্ছে।
৫. Samsung Galaxy A36

Samsung Galaxy A36 নিয়ে সম্প্রতি অনেকগুলো গুঞ্জন শোনা যাচ্ছে। ডিভাইসটি Samsung-এর A-সিরিজের পরবর্তী সংস্করণ হিসেবে বাজারে আসতে পারে। যদিও কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি, তবে বিভিন্ন রিউমারের ভিত্তিতে চলুন অল্প বিশ্লেষণ করা যাক:
শুরুতেই ডিসপ্লে নিয়ে বলা যাক। বলা হচ্ছে এতে 6.5-ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট হতে পারে 120Hz। এটি ব্যবহারকারীদের মসৃণ এবং প্রাণবন্ত দেখার অভিজ্ঞতা দেবে। এই ডিভাইসে কোয়াড ক্যামেরা সেটআপ থাকতে পারে। প্রধান ক্যামেরাটি হতে পারে 64 MP, সাথে 12 MP আলট্রা-ওয়াইড, 5 MP ডেপথ সেন্সর এবং 5 MP ম্যাক্রো লেন্স থাকতে পারে। সেলফি তোলার জন্য সামনের ক্যামেরাটি 32 MP হতে পারে।
পারফরম্যান্সের জন্য Galaxy A36-এ ব্যবহার করা হতে পারে Exynos 1380 বা Snapdragon 7 Gen 1 চিপসেট, যা 5G সাপোর্ট করবে। ডিভাইসটি 8GB RAM এবং 128/256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যেতে পারে।
ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে এই ফোনো 5000mAh ব্যাটারি এবং 25W ফাস্ট চার্জিং ক্ষমতা থাকতে পারে। সফটওয়্যার হিসেবে Android 14-এর ওপর ভিত্তি করে One UI 6 আসার সম্ভাবনা রয়েছে এমনটা বলা হচ্ছে।
ডিজাইনের দিক থেকে এটি হবে স্লিম এবং বেশ প্রিমিয়াম। Gorilla Glass প্রটেকশন এবং IP67 ওয়াটার রেজিস্ট্যান্স ফিচার ফোনটিকে আরও আকর্ষণীয় এবং ডিমান্ডিং করবে।
কেন ফোনটি নিবেন?
Samsung Galaxy A36 এই ডিভাইসটি স্যামসাং ইউজারদের জন্য একটি দারুণ অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। এখন কেবল অফিশিয়াল ঘোষণা আসার পালা।
পরিশেষে বলা যায়, উপরে আলোচিত ফোনগুলো ২০২৫ এ মোবাইল প্রেমীদের জন্য বেশ বাড়তি সংযোজন নিয়ে আসবে। যদিও সবগুলো তথ্য হিউমারের ভিত্তিতে লেখা। তবে এর যদি আশিভাগও সত্যি হয়ে থাকে তবে মোবাইলপ্রেমীরা বেশ ভালো ফিচার সম্পন্ন কিছু মোবাইল পেতে যাচ্ছে নতুন বছরে। যা মুঠোফোন হাতে দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ করবে।

Mohammad Shariful Islam is the CEO and MD of Apple Gadgets, a leading e-commerce and retail chain for gadgets in Bangladesh. He has a passion for technology, entrepreneurship, and holds a decade of experience in gadget E-Commerce. He’s committed to providing the best possible shopping experience for customers by delivering the latest and trendy gadgets.