ভালো ক্যামেরা ফোন

ভালো ক্যামেরা ফোন

আপনি যদি ভেবে থাকেন, কোন ফোনের ক্যামেরা ভালো অথবা ভিডিও করার জন্য কোন মোবাইল ফোন ভালো? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। আজ আমরা ছবি তোলার পাশাপাশি ভিডিও রেকর্ডিংয়েও দারুণ পারফর্ম করে এমন কিছু সেরা ক্যামেরা ফোন এর রিভিউ দেখব। আমরা জানব, কোন ফোন ফটোগ্রাফি এবং ভিডিওর জন্য বেশি পারফেক্ট, কোনটা লো-লাইটে বা ডে-টাইমে দারুণ কাজ করে, আর কোনটা সাধারণ থেকে প্রিমিয়াম আউটপুট দিতে পারে। তাহলে চলুন শুরু করা যাক।

৬টি ভালো ক্যামেরা ফোন তালিকা

iPhone 17 Pro Max

স্মার্টফোন ক্যামেরা বললেই যেটা সবার আগে মাথায় আসে তা হলো iPhone। প্রতি বছরই Apple ক্যামেরা কোয়ালিটিতে নতুন কিছু তৈরি করে, আর এবার iPhone 17 Pro Max সেই ধারাটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে। তিনটি 48MP সেন্সর – Wide, Ultra-Wide আর Periscope Telephoto মিলে এই ফোনটা এখন যেন পকেটের ভেতরেই একটা ছোট DSLR!

ফটো হোক কিংবা ভিডিও, প্রত্যেক ক্লিকে আছে একধরনের প্রিমিয়াম ফিল। Apple-এর নিজস্ব Image Processing Engine আর ProRAW ফিচার একসাথে কাজ করে ছবিকে আরও ডিটেইলে তুলে ধরে।

দুপুরের রোদে কিংবা মেঘলা আলোতে, ছবির ডিটেইলস এতটাই পরিষ্কার আসে যে জুম করে দেখলেও শার্পনেস হারায় না। কালার রিপ্রোডাকশনও থাকে একদম ন্যাচারাল। সবুজ গাছ, নীল আকাশ বা স্কিন টোনসহ সবকিছুই ব্যালান্সড।

Apple এবার সেন্সর টিউনিংয়ে অনেক উন্নতি করেছে। Dynamic Range আগের চেয়ে আরও Wide, ফলে ছায়াযুক্ত জায়গাতেও ডিটেইল ভালোভাবে ধরে রাখতে পারে। HDR অন থাকলে উজ্জ্বল আর ডার্ক অংশের এক্সপোজার সুন্দরভাবে ব্যালান্স হয়। অতিরিক্ত হোয়াইটনেস বা ব্ল্যাক ক্রাশ চোখে পড়ে না।

Apple ProRAW মোডে শট নিলে ফটো এডিটিংয়ের সময় অসাধারণ ফ্লেক্সিবিলিটি পাওয়া যায়। RAW ইমেজে ডিটেইল এত বেশি থাকে যে Lightroom বা Snapseed-এ কালার টিউন করলেও কোয়ালিটি নষ্ট হয় না।

নাইট ফটোগ্রাফিতে iPhone সবসময়ই একধাপ এগিয়ে থাকে। কম আলোতে ছবিগুলোতে ডিটেইল অবিশ্বাস্যভাবে ভালো থাকে। লাইট সোর্সের চারপাশে glow আসে দারুণ, কিন্তু lens flare একদমই চোখে পড়ে না। HDR অন থাকলে অন্ধকার জায়গার শ্যাডোও সুন্দরভাবে হাইলাইট করে।

পোর্ট্রেট মোড এতটাই ন্যাচারাল যে চোখে দেখলে মনে হয় DSLR দিয়ে তোলা। স্কিন টোন ন্যাচারাল, আর ডিটেইলিং অসাধারণ। লাইটিং ঠিক থাকলে সাবজেক্টের চারপাশে এজ ডিটেকশন প্রায় নিখুঁতভাবে কাজ করে। নতুন সেন্সর আর ইমেজ প্রসেসিংয়ের জন্য ইনডোরেও ছবি নরমাল আলোয় দারুণ আসে। এছাড়াও  Night Portrait মোডে edge detection একদম নিখুঁত; background blur আর subject separation দারুণ স্মার্ট।

iPhone-এর 18MP ফ্রন্ট ক্যামেরা ডে-লাইটে দারুণ কাজ করে। স্কিন টোন একদম ন্যাচারাল, আর ডিটেইল এক কথায় নিখুঁত। Portrait selfies-এ background separation স্মুথ থাকে।

ভিডিও রেকর্ডিংয়ে iPhone 17 Pro Max যথেষ্ট ভালো। এতে 4K 60FPS-এ ভিডিও তুললে সিনেম্যাটিক স্মুথনেস পাওয়া যায়। OIS থাকার কারণে চলন্ত অবস্থাতেও ভিডিও একদম স্ট্যাবল থাকে। পাশাপাশি এতে থাকা ProRes Video Mode, Audio Zoom আর Action Mode মিলে একদম প্রোফেশনাল ভিডিওর মতো ফিল দেয়। 

Camera Specification: 

Specs Details 
Camera Setup Triple
Primary Camera48 MP
Telephoto Camera48 MP
Ultra-Wide Angle Camera48 MP
Selfie Camera18 MP
iPhone 17 Pro Max

iPhone 17 Pro Max

  • Display: 6.9″ Super Retina XDR with 3000 nits peak brightness for crystal-clear visuals
  • Camera: Triple 48MP Pro system with LiDAR for stunning photos and 3D video capture
  • Performance: A19 Pro chip (3nm) delivers unmatched speed and multitasking power
  • Connectivity: Supports ultra-fast 5G and the latest Wi-Fi 7 standard
  • Durability: Stronger yet lighter body with Ceramic Shield 2 and IP68 protection
Buy It Now

আরও পরুনঃ- ৩০ হাজার টাকার মধ্যে ভালো ক্যামেরা ফোন

Galaxy S25 Ultra

এবার Galaxy S25 Ultra মোবাইল ফটোগ্রাফির সীমাটাকেই ভেঙে দিয়েছে। 200MP মেইন সেন্সর, 50MP আল্ট্রা-ওয়াইড আর দুইটা টেলিফটো লেন্স Samsung-এর নিজস্ব Image Processing Engine-এর সাথে মিলে প্রতিটা ক্লিকে এনে দেয় সিনেম্যাটিক ফিল। ফটো, ভিডিও, নাইট মোড কিংবা জুম – সবখানেই একটা স্মার্ট সেন্সরের আউটপুট পাবেন। 

Galaxy S25 Ultra-এর 200MP মেইন সেন্সর এক কথায় অসাধারণ! রোদে বা ছায়ায়, যেখানেই ছবি তোলা হোক না কেন, কালার ব্যালেন্স আর ডিটেইল দুই-ই অনবদ্য। ছবির শার্পনেস এমনই যে দূরের বিল্ডিংয়ের জানালার নকশাও স্পষ্ট দেখা যায়। কালার স্যাচুরেশন Samsung-এর নিজস্ব স্টাইলে কিছুটা উজ্জ্বল, তবে এবার সেটা অনেকটাই ন্যাচারাল রাখা হয়েছে।

Ultra-Wide লেন্সে 50MP সেন্সরটা দারুণ কাজ করে। Landscape বা গ্রুপ ফটোতে ডিটেইল নষ্ট হয় না, বরং কর্নার পর্যন্ত শার্পনেস সুন্দরভাবে বজায় থাকে। 

S25 Ultra নাইট ফটোগ্রাফিতে সত্যিই এক্সপার্ট! 200MP সেন্সর আর উন্নত Night Algorithm মিলে একদম কম আলোতেও অসাধারণ ক্ল্যারিটি দেয়। ছবিগুলোর tone নরমাল আলোয় তোলা ছবির মতোই ন্যাচারাল লাগে, যা অন্য ফোনে খুব কম দেখা যায়।

Periscope লেন্স দিয়েও low-light zoom shots তুললে ভালো ডিটেইল পাওয়া যায়, noise খুবই কম। এছারাও Samsung-এর Ultra Steady Night ফিচার থাকায় হাতে হালকা কাঁপনেও ছবিতে ব্লার হয় না। এটা অনেক বড় সুবিধা। 

Galaxy S25 Ultra পোর্ট্রেট মোডে বেশ ইমপ্রেসিভ। ২০০ মেগাপিক্সেল সেন্সর থেকে পাওয়া ডেটা আর AI Depth Mapping সিস্টেম মিলিয়ে ব্যাকগ্রাউন্ড ব্লার অত্যন্ত স্মুথ ও সিনেমাটিকভাবে হয়। স্কিন টোন iPhone-এর তুলনায় একটু বেশি ভাইব্র্যান্ট, তবে শার্পনেস আর ডিটেইল দারুণ। টেলিফটো লেন্স দিয়ে পোর্ট্রেট তুললে ব্যাকগ্রাউন্ড কমপ্রেশনও DSLR-এর মতো লাগে।

এর সেলফি ক্যামেরা 12MP হলেও Samsung এবার সফটওয়্যার প্রসেসিংয়ে অনেক উন্নতি করেছে। ডে-লাইটে সেলফিগুলো sharp, কিন্তু অতিরিক্ত smooth না। S25 Ultra-তে 8K পর্যন্ত রেকর্ডিং সাপোর্ট করে, আর Ultra Steady Video মোড অন রাখলে হ্যান্ডহেল্ড শটেও ভিডিও কাঁপে না।

Camera Specification: 

Specs Details 
Camera Setup Quad
Primary Camera200 MP
Telephoto Camera10 MP
Periscope Telephoto Camera50 MP
Ultra-Wide Angle Camera50 MP
Selfie Camera12 MP
Samsung Galaxy S25 Ultra 5G

Samsung Galaxy S25 Ultra 5G

  • Design: Sleek flat design on both sides with a durable titanium frame
  • Display: Large AMOLED screen with high refresh rate for smooth, vivid visuals
  • Performance: Powered by Snapdragon 8 Elite for lightning-fast speed
  • AI Features: Boost productivity with smart, AI-driven personalized insights
  • Camera: Quad-lens system captures detailed, professional-grade shots
Buy It Now

Nothing Phone (3)

Nothing সবসময়ই কিছু আলাদা করতে চায়, আর Nothing Phone 3-এর ক্যামেরা সেটআপও তার প্রমাণ। তিনটি 50MP সেন্সরঃ Wide, Periscope Telephoto আর Ultra-Wide মিলে ফোনটা এখন শুধু ডিজাইন ফোন নয়, বরং একটা ফুল-ফ্লেজড ক্যামেরা ডিভাইস।

এই ফোনে আছে OIS, 4K ভিডিও রেকর্ডিং আর 50MP সেলফি ক্যামেরা, যা আজকাল এমনকি কিছু ফ্ল্যাগশিপেও দেখা যায় না। Nothing-এর টিউন করা ইমেজ প্রসেসিং আর ন্যাচারাল কালার রিপ্রোডাকশন এই ফোনটাকে আলাদা করে রেখেছে।

ডে-লাইটে Nothing Phone (3)-এর 50MP মেইন সেন্সর সত্যিই দারুণ পারফর্ম করে। রোদে, ছায়ায় কিংবা ইনডোর আলোর নিচে, প্রতিটা অবস্থাতেই কালার টোন ন্যাচারাল এবং ব্যালান্সড। 

ছবির ডিটেইল একদম পরিষ্কার। দূরের অবজেক্টেও টেক্সচার আর শার্পনেস ঠিকঠাক থাকে। Ultra-Wide লেন্সে কালার টেম্পারেচার মেইন সেন্সরের সঙ্গে প্রায় একই, মানে Wide ও Ultra-Wide দুটোতেই একরকম রঙের ধারাবাহিকতা পাওয়া যায়। Landscape শটে কর্নার ডিস্টরশন একদম কম, যা দেখে সত্যি ভালো লাগে।

আর একটা দারুণ বিষয় হলো এর Periscope Telephoto লেন্স। 50MP রেজোলিউশন আর ডিজিটাল জুম মিলে দূরের অবজেক্টেও ছবির স্পষ্টতা অনেকটাই ধরে রাখে। 3x থেকে 5x জুমে কোয়ালিটি নষ্ট হয় না বললেই চলে।

এর Low-light condition-এ Noise control বেশ চমৎকার। ছবিগুলো সফট নয়, বরং স্পষ্ট ও কনট্রাস্টেড দেখা যায়। LED flash না থাকলেও ambient light ভালোভাবে কাজে লাগায়।

Nothing Phone (3)-এর 50MP ফ্রন্ট ক্যামেরা এই দামের ফোনের জন্য একদম হাইলাইট।
ছবিতে ডিটেইল দুর্দান্ত, স্কিন টোনও ন্যাচারাল। daylight বা ইনডোর লাইট দুটোতেই কনট্রাস্ট সুন্দরভাবে ধরে রাখে। Portrait selfie-তে ফেস আর ব্যাকগ্রাউন্ড আলাদা করে তুলে ধরে, আর blur effect যথেষ্ট smooth।

Nothing Phone (3)-এর ভিডিও রেকর্ডিং পারফরম্যান্সও প্রশংসনীয়। 4K 60FPS পর্যন্ত শুট করা যায়, আর ফুটেজগুলোতে কালার টোন খুবই ন্যাচারাল থাকে। 

Camera Specification: 

Specs Details 
Camera Setup Triple
Primary Camera50 MP
Periscope Telephoto Camera50 MP
Ultra-Wide Angle Camera50 MP
Selfie Camera50 MP
Nothing Phone (3) 5G

Nothing Phone (3) 5G

  • Camera: Triple 50MP pro lenses capture stunning detail and depth, day or night
  • Zoom & Video: 3x optical zoom and cinematic 4K60 recording on both front & rear cameras
  • Performance: Snapdragon 8s Gen 4 handles gaming and AI multitasking effortlessly
  • Speed: UFS 4.0 storage with up to 16GB RAM for instant app launches
  • Design: 489 programmable LEDs illuminate alerts, calls, and timers with a glow that speaks
Buy It Now

আরও পরুনঃ- ২৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন

Motorola Edge 60 Pro 

Motorola Edge 60 Pro ফটোগ্রাফির দিক থেকে বেশ ভালো একটি ডিভাইস। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরসহ তিনটি ক্যামেরার কম্বিনেশন এটিকে দারুণ ভারসেটাইল করেছে। 

ভালো আলোয় Motorola Edge 60 Pro দিয়ে তোলা ছবিগুলো এককথায় অসাধারণ। রঙে ন্যাচারাল টোন, ডিটেইলে শার্পনেস এবং এক্সপোজার হ্যান্ডলিংও যথেষ্ট ভালো। বিল্ডিং, আকাশ বা পোর্ট্রেট  সব জায়গায় কালার রিপ্রোডাকশন অনেকটা বাস্তবের মতোই। HDR মোডে শ্যাডো এবং হাইলাইটের ব্যালান্স চোখে পড়ার মতো সুন্দর।

রাতের ছবি তুলতে গেলে Edge 60 Pro নিজেকে দারুণভাবে প্রমাণ করেছে। f/1.8 অ্যাপারচার আর OIS থাকার কারণে লো লাইটেও যথেষ্ট আলো ধরা পড়ে। নাইট মোড অন করলে ছবিতে ব্রাইটনেস বাড়ে, Noise কমে যায়, আর ডিটেইলও স্পষ্ট দেখা যায়। রাস্তার আলো বা ইনডোর লাইটিংয়ের নিচেও ফটো কোয়ালিটি সত্যিই ইমপ্রেসিভ।

Edge 60 Pro পোর্ট্রেট মোডে ভালো রেজাল্ট দেয়। সাবজেক্ট আলাদা করে তুলে আনার জন্য ব্যাকগ্রাউন্ড সেপারেশন সুন্দরভাবে কাজ করে। রঙ ন্যাচারাল, স্কিন টোনও মসৃণ লাগে। তবে কম আলোতে সামান্য Noise দেখা যেতে পারে। সামগ্রিকভাবে পোর্ট্রেট মোডটি দারুণ ব্যালান্সড, বিশেষ করে ৫০ মেগাপিক্সেল সেন্সরটি এখানে ভালোভাবে পারফর্ম করে।

এক ফোনটির ফ্রন্টে থাকা ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সেলফি প্রেমীদের জন্য দারুণ। দিনের আলোতে তোলা সেলফিতে স্কিন টোন ন্যাচারাল এবং HDR পারফরম্যান্সও নিখুঁত। ইনডোর বা লো লাইটেও সেলফিগুলো শার্প ও ব্রাইট আসে। কোনো আর্টিফিশিয়াল বিউটি ইফেক্ট চোখে পড়ে না। একদম প্রিমিয়াম লুকের মতো আউটপুট পাওয়া যায়।

ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে Motorola Edge 60 Pro 4K পর্যন্ত 30fps সাপোর্ট করে। OIS থাকায় মুভমেন্ট অবস্থাতেও ভিডিও স্টেডি থাকে। ডে লাইটে ভিডিও রঙিন ও ডিটেইল-রিচ, আর নাইট শটেও ব্রাইটনেস মোটামুটি ভালোভাবে মেইনটেইন করে। এর ফ্রন্ট ক্যামেরায়ও 4K ভিডিও তোলা যায়।

Camera Specification: 

Specs Details 
Camera Setup Triple
Primary Camera50 MP
Telephoto Camera10 MP
Ultra-Wide Angle Camera50 MP
Selfie Camera50 MP
Motorola Edge 60 Pro 5G

Motorola Edge 60 Pro 5G

  • Display: 6.7″ P-OLED, 1B colors, 120Hz, up to 4500 nits peak brightness
  • Processor: Dimensity 8350 Extreme chipset for flagship performance and efficiency
  • Cameras: Triple system with 50MP ultra-wide + telephoto, Pantone validated color accuracy
  • Front Camera: Sharp 50MP selfie camera with 4K video for creators
  • Battery & Charging: 6000mAh with 90W wired and 15W wireless charging
Buy It Now

Honor 400 Pro 

Honor 400 Pro ক্যামেরা দিক থেকে সত্যিই ইমপ্রেসিভ। ২০০MP প্রাইমারি সেন্সরসহ তিনটি ক্যামেরার কম্বিনেশন এটিকে ফটো এবং ভিডিও দুই দিকেই সেরা করেছে। 

ডে-লাইটে Honor 400 Pro-এর ছবি একেবারে ডিডেইলে পাওয়া যায়। ২০০MP মেইন সেন্সর দিয়ে তোলা ছবিতে শার্পনেস, ডিটেইল এবং কালার রেন্ডারিং দারুণ। Wide, Telephoto এবং Ultra-Wide তিনটি লেন্সই ব্যালান্সড কালার দেয়। HDR মোড চালু করলে শ্যাডো ও হাইলাইটের ব্যালান্স চমৎকারভাবে ধরে রাখে। Ultra-Wide লেন্স দিয়ে তোলা ছবি কর্নার ডিস্টরশন কম হয়, আর রঙের ধারাবাহিকতা বজায় থাকে।

Honor 400 Pro নাইট ফটোগ্রাফিতে f/1.9 অ্যাপারচার এবং OIS-এর কারণে লো লাইটেও ছবিতে যথেষ্ট উজ্জ্বলতা এবং ডিটেইল রিটেইন করে। HDR এবং Noise Reduction ফিচারগুলো নাইট মোডে আরও ভালো পারফরম্যান্স দেয়। রাস্তার আলো বা ইনডোর শটেও ছবির কালার ন্যাচারাল থাকে, আর ওভার এক্সপোজার কম দেখা যায়। পাশাপাশি Night Portrait Mode-এ সাবজেক্ট স্পষ্ট এবং ব্যাকগ্রাউন্ড ব্লারও স্মুথ।

ফ্রন্টে থাকা ৫০MP + ২MP ডুয়াল ক্যামেরা একেবারে দারুণ। ডে-লাইটে স্কিন টোন ন্যাচারাল, আর HDR মোডে ফেস ও ব্যাকগ্রাউন্ডের এক্সপোজার ব্যালান্স থাকে। Portrait selfie-এ ফেস আলাদা করে তুলে আনা এবং background blur সুন্দরভাবে কাজ করে। কম আলোতেও সেলফিগুলো বেশ ভালোই আসে। ভিডিও রেকর্ডিংয়ে রঙ এবং এক্সপোজার উভয়েই ব্যালান্সড, HDR ভিডিওর ক্ষেত্রে লাইটিং ভালোভাবে ধরে রাখা হয়। 

Camera Specification: 

Specs Details 
Camera Setup Triple
Primary Camera200 MP
Telephoto Camera50 MP
Ultra-Wide Angle Camera12 MP
Selfie Camera50 MP + 2 MP
Honor 400 Pro 5G

Honor 400 Pro 5G

  • Performance: Snapdragon 8 Gen 3 processor ensures ultra-smooth and powerful performance
  • Display: 6.7″ AMOLED panel with HDR and 5000 nits peak brightness for vivid clarity
  • Camera: 200MP triple camera captures stunning detail in any lighting condition
  • Zoom: 50MP telephoto lens with 3x optical zoom and OIS for clear close-ups
  • Selfie: Dual front setup with 50MP wide lens delivers sharp, natural portraits
Buy It Now

Nothing Phone (3a)

Nothing Phone (3a) মিড-রেঞ্জ ক্যামেরা ফোন হলেও পারফরম্যান্সে বেশ শক্তিশালী। ৫০MP প্রাইমারি, ৫০MP টেলিফটো এবং ৮MP আল্ট্রা-ওয়াইড লেন্সের ট্রিপল কম্বিনেশন এটিকে দারুণ ভারসেটাইল করেছে। 

ডে-লাইটে Nothing Phone (3a) দিয়ে তোলা ছবির sharp এবং রঙের ব্যালেন্স ভালো। Wide এবং Ultra-Wide লেন্স উভয়ই ব্যাকগ্রাউন্ডে ডিস্টরশন কম রাখে। ২x optical zoom থাকায় টেলিফটো লেন্স দিয়ে ক্লোজ-আপ তুললেও ডিটেইল ঠিক থাকে। HDR মোডে শ্যাডো এবং হাইলাইট ব্যালান্স ঠিকভাবে ধরে রাখা হয়। ল্যান্ডস্কেপ, বিল্ডিং বা পোর্ট্রেট সব ক্ষেত্রে কালার ন্যাচারাল থাকে।

নাইট শটে Nothing Phone (3a) decent পারফরম্যান্স দেয়। f/1.9 অ্যাপারচার এবং OIS থাকায় কম আলোতেও ছবি উজ্জ্বল হয় এবং Noise তুলনামূলক কম থাকে। Night Mode ব্যবহার করলে স্কিন টোন ও রঙের ব্যালান্স ঠিক থাকে। ব্যাকগ্রাউন্ড ব্লারও মোটামুটি স্মুথ, যদিও একেবারেই অন্ধকার জায়গায় কিছুটা softness দেখা যায়।

ফ্রন্টে ৩২MP ক্যামেরা আছে। এর ডে-লাইটে সেলফি sharp এবং স্কিন টোন ন্যাচারাল। ইনডোর বা কম আলোতেও সেলফি তুলনামূলক ভালো, যদিও HDR বা লো-লাইট ফ্ল্যাশ নেই। Portrait selfies-এ ফেস আলাদা করা ও background blur যথেষ্ট স্মুথ, যা মিড-রেঞ্জ ফোন হিসাবে ভালো মানের আউটপুট দেয়।

ভিডিও রেকর্ডিংয়ে Nothing Phone (3a) 4K ভিডিও 30fps পর্যন্ত সাপোর্ট করে। H.264 ভিডিও কোডেক এবং OIS থাকায় হ্যান্ডহেল্ড শটেও ভিডিও স্টেডি থাকে। কালার এবং এক্সপোজার মোটামুটি ব্যালান্সড। ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p ভিডিও রেকর্ডিং করা যায়।

Camera Specification: 

Specs Details 
Camera Setup Triple
Primary Camera50 MP
Telephoto Camera50 MP
Ultra-Wide Angle Camera8 MP
Selfie Camera32 MP
Nothing Phone (3a)

Nothing Phone (3a)

  • Design: Transparent back design makes you stand out with Nothing’s signature style
  • Glyph Interface: Iconic LED patterns give visual cues for calls, notifications, and actions
  • Performance: Snapdragon 7s Gen 3 delivers smooth performance with smart efficiency
  • Display: Large AMOLED screen with deep contrast and ultra-slim symmetrical bezels
  • Brightness: 3000 nits peak brightness ensures vivid visibility even in direct sunlight
Buy It Now

স্মার্টফোন ক্যামেরার দুনিয়ায় আপনার প্রয়োজন অনুযায়ী সেরা ফোন বেছে নেওয়া এখন অনেক সহজ। ফটোগ্রাফি হোক বা ভিডিও শুটিং, এই লিস্টের ফোনগুলো আপনাকে একদম প্রফেশনাল মানের আউটপুট দিতে সক্ষম। তাই আর দেরি না করে নিজের বাজেট এবং প্রয়োজন অনুযায়ী আপনার প্রিয় ক্যামেরা ফোনটি এখনই কিনুন Apple Gadgets BD থেকে! এখানে পাবেন শতভাগ অরিজিনাল স্মার্টফোন সেরা দামে। ফাস্ট ডেলিভারি, সিকিউরড পেমেন্ট সিস্টেম আর নিশ্চিন্ত কেনাকাটার সুবিধা মিলবে একসাথে। বাজেরের ভালো ক্যামেরা ফোন কিনে প্রতিটি মুহূর্তকে করে তুলুন আলাদা কিছু।

Similar Posts