iPhone 16 Review

আইফোন ১৬ রিভিউ

একটা আইফোন রিলিজ হওয়ার পর পরেই আরেকটা আইফোন রিলিজ হওয়ার আগ পর্যন্ত সবার মাঝেই অনেক এক্সাইটমেন্ট থাকে। তেমনি ইতিমধ্যে রিলিজ হয়ে গিয়েছে আইফোন এর নতুন ডিভাইস iPhone 16. টেক লাভারদের মধ্যে বরাবরের মত এবারো আইফোন নিয়ে অনেক মন্তব্য রয়েছে। আসুন এক নজরে দেখে নেই নতুন আইফোনে কি কি থাকছে !!!

কনটেন্ট টেবিল

আইফোন ১৬: ডিজাইন ও বিল্ড কোয়ালিটি

প্রথমেই আলোচনা করবো ডিভাইসটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এবারের আইফোন ১৬ এর সবচেয়ে বড় পরিবর্তন ছিলো এর ডিজাইনে, ডিভাইসটির শেইপ একদম ফ্ল্যাট, আলমুনিয়াম ফ্রেম এর ডিভাইসটির ব্যাক সাইডে এ থাকছে গ্লাস এবং নতুন পিল শেইপের ক্যামেরা মডিউল।

আইফোন ১৬: ডিজাইন ও বিল্ড কোয়ালিটি

ডিভাইসটির লেফট (বাম) সাইডে থাকছে এর অ্যাকশন বাটন ও ভলিউম আপ/ডাউন।  এবং রাইট ( ডান ) সাইডে থাকছে পাওয়ার বাটন এবং নতুন ক্যামেরা কন্ট্রোল বাটন। 

এবং ডিভাইসটির  নিচের দিকে থাকছে এর ইউএসবি টাইপ সি , মাইক্রোফোন এবং স্পিকার। 

অ্যাকশন বাটনটি দিয়ে Silent mode, Focus, Camera, Flashlight, Voice Memo, Recognize Music, Translate, Magnifier, Controls, Shortcut, or Accessibility এর মত কাজগুলো করা যাবে এবং 

নতুন ক্যামেরা কন্ট্রোল বাটন দিয়ে Exposure, Depth, Zoom, Camera, Styles, Tone কন্ট্রোল করা যাবে। 

ডিভাইসটির ওজন ১৭০ গ্রাম হওয়াতে এটি বেশ লাইটওয়েট, এবং আইপি৬৮ ওয়াটার/ডাস্ট রেসিস্ট্যান্ট হওয়ার ফলে পানির ৬ মিটার নিচে ৩০ মিনিট পর্যন্ত থাকবে নিরাপদ। তাই বৃষ্টি  কিংবা সুইমিংপুলে নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন। 

আইফোন ১৬: ডিসপ্লে

ডিভাইসটিতে থাকছে ৬.৩ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ও এলইডি ডিসপ্লে। এটি ৬০ হার্জের একটি ডিসপ্লে এবং এর সর্বোচ্চ ব্রাইটনেস ২০০০ নিটস। ডিসপ্লেটি বেশ ব্রাইট হওয়াতে আপনি বাইরে কিংবা সরাসরি সূর্যের নীচেও খুব সহজে ব্যবহার করতে পারবেন।

আইফোন ১৬: ডিসপ্লে

ডায়নামিক আইল্যান্ড এর ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও ৮৬.৪% যার বলে এর ব্যাজেল ছিলো বেশ ন্যারো। ১৯.৫ঃ ৯ অনুপাতের  ডিসপ্লেটির রেজুলেশন ১১৭৯ x ২৫৫৬ পিক্সেল এবং এর  পিপিআই ডেনসিটি ৪৬১, যার ফলে এটি বেশ ক্লিয়ার এবং কালারফুল।

ডিসপ্লেটিকে প্রোটেক্ট করার জন্য অ্যাপেল এতে দিয়েছে নতুন সিরামিক সিল্ড গ্লাস এর প্রোটেকশন ( ২০২৪ জেন ) । যা ধুলাবালি কিংবা যেকোনো হার্ড স্ক্রেছ থেকে খুব সহজেই আপনার ডিভাইসটিকে সুরক্ষা দিবে। 

আইফোন ১৬: পারফরম্যান্স

লেটেস্ট আইফোন ১৬ তে এবার প্রথমবারের মত ব্যবহার করা হয়েছে নতুন A18 চিপ। হেক্সা কোরের এই প্রসেসরটিতে আছে ৬ টি সিপিউ কোর, ২ টি পারফরমেন্স কোর এবং ৪ টি এফিশিয়েন্স কোর।

আইফোন ১৬: পারফরম্যান্স

চিপসেট টিতে গ্রাফিক্স সাপোর্ট হিসেবে আছে ৫ কোরের অ্যাপেল জিপিউ এবং এআই সবকিছু ম্যানেজ করার জন্য আছে ১৬ কোরের নিউরাল ইঞ্জিন। 

প্রসেসরটি দিয়ে আপনি ডেইলি টাস্ক গুলার পাশাপাশি, মাল্টিটাস্কিং এবং পছন্দের সব গেমগুলো খেলতে পারবেন বেশ স্মুথলি। 

ডিভাইসটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যাপেল এর নতুন আই ও এস ১৮। নতুন এই ওএস টিতে থাকছে দারুণ সব ফিচার। যা আপনার এই প্রসেসরের সাথে খুব ভালো পারফরমেন্স দিতে সক্ষম। 

আইফোন ১৬: নতুন সফটওয়ার আই ও এস ১৮

আইফোন ১৬ সিরিজের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এই অপারেটিং সিস্টেমটি। এই নতুন iOS-এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল AI Powered Apple Intelligence. যার মাধ্যমে আইফোন ১৬-এর সবকিছু, অডিও থেকে ভিডিও, ক্যামেরা থেকে পারফরম্যান্স, এবং গেমিং থেকে শুরু করে সব কিছুই আরো উন্নত হয়েছে।

আইফোন ১৬: নতুন সফটওয়ার আই ও এস ১৮

এই AI প্রযুক্তি ফোনের বিভিন্ন সেন্সর এবং ডেটা ব্যবহার করে ব্যবহারকারীর পছন্দ বুঝতে পারে। এর ফলে ফোনটি ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী নিজেকে অ্যাডজাস্ট করে।  AI ক্যামেরার সেটিংসকে স্বয়ংক্রিয়ভাবে এমনভাবে পরিবর্তন করতে পারে যাতে আপনি সবসময় সেরা ছবি তুলতে পারেন।  ফোনের বিভিন্ন অ্যাপ এবং প্রসেসগুলিকে অপটিমাইজ করে যাতে ফোনটি আরও দ্রুত এবং স্মুথলি চলে। এবং গেমিং অভিজ্ঞতাকে আরও ইমারসিভ এবং রিয়েলিস্টিক করে তোলে।

আইফোন ১৬: ক্যামেরা 

ক্যামেরা সেকশনে নতুন আইফোন ১৬ এর রেয়ার ডুয়াল ক্যামেরা সেটাপে আছে ৪৮ মেগা পিক্সেল মেইন ক্যামেরা, এর এপাচ্যার সাইজ f/1.6, যা দিয়ে ডেলাইট কিংবা লো লাইটে আপনারা অসাধারণ ছবি তুলতে পারবেন।

আইফোন ১৬: ক্যামেরা

পাশাপাশি এতে থাকছে ১২ মেগা পিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, f/2.2 এপাচ্যার সাইজের ক্যামেরাটি ১২০˚ পর্যন্ত ওয়াইড। যা দিয়ে আপনারা একটা ফ্রেমেই অনেক জায়গা নিয়ে ছবি তুলতে পারবেন। গ্রুপ ফটো কিংবা ল্যান্ডস্কেইপ অনেক শট এই ক্যামেরা দিয়ে খুব ভালো ভাবে নেয়া সম্ভব।

ডিভাইসটির সেলফিতে থাকছে ১২ মেগা পিক্সেলের এর সেন্সর, এর এপাচ্যার সাইজ  f/1.9 হওয়াতে পাওয়া যাবে  সার্প কোয়ালিটির ইমেজ এবং এটি দিয়ে আপনারা খুব সহজেই লার্জ এবং ওয়াইড সেলফি নিতে পারবেন।

পেছনের ও সেলফি দুটি ক্যামেরা দিয়েই ভিডিও শুট করা যাবে সর্বোচ্চ 4k রেজুলেশনে ৬০ এফপিএস এ। রেয়ার এবং ফ্রন্ট ক্যামেরায় ও আই এস এবং জাইরো- ই আই এস থাকার ফলে খুব স্টাবেলিটির সাথে ভিডিও রেকর্ড করা সম্ভব। 

এবারের আইফোনে ডেডিকেটেড ক্যামেরা কন্ট্রোল বাটন থাকায়, আপনি খুব সহজেই প্রফেশনাল ফটোগ্রাফি করতে পারবেন। ডেডিকেটেড এই বাটনটি অপারেট করে এক্সপোজার, ডেপথ, যুম, ক্যামেরা সুইচ, টোন কন্ট্রোল এবং লং প্রেস করে ভিডিও রেকর্ড করা যাবে। বাটনটি থাকায় আপনি খুব সহজেই দ্রুততম সময়ের মধ্যে ক্যামেরা এক্সেস করতে পারবেন। 

আইফোন ১৬: ব্যাটারি

এবারের আইফোন ১৬ তে কত এম এ এইচ ব্যাটারি আছে তা এখনো পর্যন্ত কোথাও জানা যায়নি, তবে গতবারের চেয়ে এবারের আইফোনের ব্যাটারি থাকবে আগের চেয়েও লার্জার। চার্জিং এর ক্ষেত্রেও ওয়ার্ডের ওয়াট এখনো জানা যায়নি, তবে আইফোনটিকে ২৫ ওয়াটে ওয়ারলেস ম্যাগসেফে চার্জ করা যাবে।  এবং ১৫ ওয়াট ওয়ারলেসলি চার্জ করা যাবে।

আইফোন ১৬: ব্যাটারি

অন্যান্য ফিচার

অন্যান্য ফিচার হিসেবে এবারের আইফোনে ই-সিম সুবিধার পাশাপাশি, থাকছে স্যাটেলাইট কানেকটিভিটি সাপোর্ট এবং ইমার্জেন্সি এসওএস মেসেজিং সাপোর্ট।

Similar Posts