বাজেট ফ্রেন্ডলি সেরা রেডমি গেইমিং ফোন

বাজেট ফ্রেন্ডলি সেরা রেডমি গেমিং ফোন

আচ্ছা ভাবুন তো, আপনি ফ্রি ফায়ার বা PUBG খেলছেন ঠিক সেই মুহূর্তে হঠাৎ আপনার ফোনটি হ্যাং করে গেলো বা, গেমের মাঝেই কোন জরুরি কল আসছে, কিন্তু ফোনে মাল্টি-টাস্কিং সাপোর্ট না থাকায় ধরতে পারছেন না। এসব সমস্যা গেমারদের কাছে দুঃস্বপ্নের মতো। তাই দরকার এমন একটি স্মার্টফোন, যেটা বাজেট ফ্রেন্ডলি হওয়ার পাশাপাশি দেবে স্মুথ গেমিং এক্সপেরিয়েন্স। আর সেই সমাধান নিয়ে এসেছে রেডমি, ২০২৫-এর সেরা গেমিং ফোনগুলো। যা আপনাকে গেইমিং এর সেরা অভিজ্ঞতা প্রদান করবে। বর্তমানে এন্ড্রয়েড এ গেম খেলার জন্য গেইমার রা এই ফোনগুলো  বেশি পছন্দ করছে।

আজকের লেখাটিকে আমরা সাজিয়েছি রেডমির সেরা গেইমিং ফোনগুলোকে নিয়েই যাতে  কেনার সময় আপনাকে কোন সমস‍্যায় না পরতে হয়। চলুন তবে জেনে নেওয়া যাক।

৬টি সেরা রেডমি গেমিং ফোন তালিকা

রেডমির সেরা বাজেটের গেইমিং ফোনগুলোর ফিচারস ও অন‍্যান‍্যর বিস্তারিত

নিচে রেডমির সেরা বাজেটের গেইমিং ফোনগুলোর ফিচারস ও অন‍্যান‍্য বিষয় নিয়ে আলোচনা করা হলো। 

Redmi Note 14 Pro Plus 5G 

সেরা বাজেট ফ্রেন্ডলি গেইমিং ফোনগুলোর মধ‍্যে Redmi note 14 pro 5G একটি বেস্ট রেটেড ফোন। বাংলাদেশের বাজারে এটির দাম ৪২,৫০০ টাকা থেকে ৪৪,৫০০ এর কাছাকাছি বা তারও বেশি হয়ে থাকে। এ ধরনের ফোনগুলো মূলত দ্রুতগতিতে গেইম খেলা বা তার চেয়েও হাই রেজ‍্যুলেশনের গেইমিং ভিডিও এক্সপেরিয়েন্সের জন‍্যে ব‍্যবহৃত হয়ে থাকে। 

এর অন‍্যতম কারণ হচ্ছে এতে থাকছে Qualcomm Snapdragon 7S Gen-3 processor, সাথে থাকছে 6.67 inch Amoled display, সাথে থাকছে 120Hz refreshing rate সহ 6200 mAh এর ব‍্যাটারি যাতে করে আপনি অনেক সময় নিয়ে গেইম খেললেও বারবার চার্জিং এর বিড়ম্বনায় পরতে হবেনা। এছাড়াও এর ডিসপ্লেটি amoled এর তৈরি হওয়ায় এটি বেশ উন্নত, মসৃণ এবং ঝকঝকে দেখায়। তাই সেরা বাজেটের মধ‍্যে উচ্চমানের পারফরম্যান্স যার জন‍্যে এই ফোনটি সবার পছন্দের তালিকায় এক নম্বরে রয়েছে।

Redmi Note 14 Pro Plus 5G

Redmi Note 14 Pro Plus 5G

  • ডিসপ্লে – 6.67 inch Amoled display
  • প্রসেসর – Qualcomm Snapdragon 7S Gen-3 NM processor
  • র‍্যাম – 8GB / 12GB / 16GB
  • স্টোরেজ – 8/128 GB, 8/256 GB, 12/256 GB, 12/512 GB
  • ব‍্যাটারি – 6200 mAh, 90 W charging
  • ক‍্যামেরা – 50+50+8 MP
Shop Now

সুবিধা: 

  • হাই-এন্ড গেইম খেলার জন‍্যে সেরা
  • ভিডিও এবং ক‍্যামেরার পার্ফম‍্যান্স দুর্দান্ত 
  • দ্রুতগতিতে কাজ করতে সক্ষম

কাদের জন‍্য ফোনটি উপযুক্ত নয়? 

এই ধরনের ফোনগুলোতে ব‍্যাটারি হেভি গেমিংয়ে দ্রুত ড্রেইন হয়। তাই যারা অনেক ভ্রমণ করেন, তাদের জন্য এটি উপযুক্ত নয়।

আরও পরুনঃ- ১০,০০০ হাজার টাকার গেমিং ফোন

Redmi Note 13 pro plus 5G 

রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫ জি সেরা বাজেট ফ্রেন্ডলি গেইমিং ফোনগুলোর মধ‍্যে বেস্ট টাইপের একটি ফোন। এই ফোনটি তারা বেশি  পছন্দ করবে যাদের বাজেট মুলত ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার কাছাকাছি। এই বাজেটের মধ‍্যে এই ফোনটিতে আপনি পেয়ে যাচ্ছেন লেদার টেক্সচারড ফিনিশিং, গোরিলা গ্লাস ভিকটাস প্লাস এ‍্যামোলেডের ডিসপ্লে যা একে করেছে  অধিক মজবুত ও টেকসই। 

প্রসেসর হিসাবে এখানে যোগ করা হয়েছে Mediatek  ৭২০০ আলট্রা চিপসেটের সাথে অক্টাকোর এর সিপিইউ, যা এই ফোনকে দ্রুতগতিতে যে কোন কাজ সমাধান করতে সহায়তা প্রদান করে থাকবে। আরও থাকছে ৫০০০ mAh এর ব‍্যাটারি যা আপনাকে উন্নত মানের চার্জিং সুবিধা প্রদান করবে।

Redmi Note 13 Pro Plus 5G

Redmi Note 13 Pro Plus 5G

  • ডিসপ্লে – AMOLED, 120Hz, Dolby Vision HDR10+, 1800 Nits
  • প্রসেসর – Mediatek Dimensity 7200 Ultra, Octa-core CPU
  • র‍্যাম – 12GB / 16GB
  • স্টোরেজ – 256GB+12GB, 512GB+12GB, 512GB+16GB
  • ব‍্যাটারি – 5000 mAh
  • ক‍্যামেরা – 200+8+2 MP (Rear), 16MP (Front)
Shop Now

সুবিধা: 

  • ভালো পার্ফম‍্যান্স
  • বেশি স্টোরেজ সুবিধা 
  • উন্নত কোয়ালিটি বেইসড ক‍্যামেরা 

কাদের জন‍্য ফোনটি উপযুক্ত নয়? 

অনেক বেশি সময় ধরে ব‍্যবহার করলে ফোনটি তাৎক্ষণিকভাবে গরম হয়ে যাবার প্রবণতা রয়েছে। তাই এটি যাদের অনেক বেশি সময় পযর্ন্ত মোবাইলে গেইম খেলার অভ‍্যাস রয়েছে তাদের এড়িয়ে যাওয়াই উত্তম। তারা চাইলে শাওমি ফোনের আরও ভালো অপশন হিসেবে অন‍্য মডেল দেখতে পারেন।  

Redmi note 13 4G 

এই ফোনটিও গেইম খেলার জন‍্যে বেশ কোয়ালিটি বেইসড একটি ফোন। রেডমির সেরা গেইমিং ফোনগুলোর মধ‍্যে এটিকে বলা যেতে পারে ফোর রেটিং এর একটি বেস্ট রিভিউড ফোন। কেননা, রেডমির অন‍্যান‍্য ফোনের ফিচারগুলোর মধ‍্যে মিল থাকলেও এর মধ‍্যে আনা হয়েছে বিশেষ কিছু ভিন্নতা। যার অন‍্যতম কারণ এতে রয়েছে 6.67 inch’s Amoled display যার ঝকঝকে, নজরকাড়া স্ক্রিনিং আপনাকে দেবে নেটফ্লিক্স, এ‍্যামাজন প্রাইম উপভোগ এর মতো বাড়তি এন্টারটেইনমেন্ট সুবিধা। এছাড়াও এতে থাকছে Qualcom 685 snapdragon processor যা দ্রুতগতিতে যে কোন অফিশিয়াল এবং আনঅফিশিয়াল সবধরনের কাজ করতে সক্ষম। 

পাশাপাশি এতে থাকছে ট্রিপল ক‍্যামেরা সেটআপ এবং এর রেজ‍্যুলেশন ও 2400×1800 এর কাছাকাছি যা একেবারে ক্রিস্টাল ক্লিন ছবি তুলতে সক্ষম। পাশাপাশি এই ফোনটিতে 5000 mAh এর ব‍্যাটারি সাথে 33W এর ফাস্ট চার্জিং সুবিধা। 

Redmi Note 13 4G INT

Redmi Note 13 4G – INT

  • ডিসপ্লে – AMOLED display
  • প্রসেসর – Qualcomm Snapdragon 685
  • র‍্যাম – 6GB / 8GB
  • স্টোরেজ – 6GB+128GB, 8GB+128GB, 8GB+256GB
  • ব‍্যাটারি – 5000 mAh
  • ক‍্যামেরা – 108+8+2 MP (Rear), 16MP (Front)
Shop Now

সুবিধা: 

  • কোয়ালিটি ফুল ডিসপ্লে
  • ফাস্ট চার্জিং সুবিধা 
  • লাইট ওয়েট

কাদের জন‍্যে ফোনটি উপযুক্ত নয়? 

এই ফোনটি তে HDR সিস্টেম নেই। তাই যারা হাই-পারফরম্যান্স প্রসেসর, 5G কানেক্টিভিটি বা খুব হেভি গেমিং চান,   তাদের জন‍্য Redmi Note 14 Pro+ 5G মডেলটি বেশি উপযোগী হবে।

Redmi Note 13 

রেডমি নোট-১৩ রেডমির অন‍্যান‍্য গেইমিং ফোনগুলোর মতোই সেরা বাজেটের একটি ফোন। তবে তফাৎ হচ্ছে এই ফোনটি বেশ লাইটওয়েটের এবং এতে ৬.৬৭ ইঞ্চির এ‍্যামোলেডের ডিসপ্লেটিও বেশ ক্রিস্ট‍্যাল, ক্লিয়ার এবং মজবুত। আরও পার্থক্য হচ্ছে, এতে উন্নত প্রসেসর এর পাশাপাশি যোগ করা হয়েছে আপগ্রেডেটড এন্ড্রয়েড-১৩, ১৪ এর হাইপার ওএস, ফলে গেইম খেলতে গিয়ে আপনার আর কোন ধরনের জটিলতায় পরতে হবে না। 

মিড রেঞ্জের বাজেটের এই গেইমিং ফোনটিকে বেশ ভালো বলার আরও একটি কারণ হচ্ছে এর প্রসেসর এবং সিপিইউ। এর Mediatek প্রসেসর এবং অক্টাকোর সিপিইউ দুটোই আপনাকে নিরবচ্ছিন্নভাবে যে কোন ধরনের থ্রিডি থেকে ফোর’ডি এর মতো গেইম উপভোগ করতে বিশেষ সুবিধা প্রদান করে থাকেন। তার সাথে ১০৮+৮+২ মেগাপিক্সেল এর ক‍্যামেরা থাকায় এর ভিডিও রেজ‍্যুলেশন ও অন‍্যান‍্য এন্ড্রয়েড ফোন থেকে বেশ ভালো। এই ফোনটি আপনাকে যে কোন কম্পিউটারের স্ক্রিনের মতোই মোবাইল গেইমিং কে উপভোগ্য করে তুলবে। 

Redmi Note 13

Redmi Note 13

  • ডিসপ্লে – AMOLED
  • প্রসেসর – Mediatek, Octa-core CPU
  • র‍্যাম – 6GB / 8GB / 12GB
  • স্টোরেজ – 12GB+6GB, 128GB+8GB, 256GB+8GB, 256GB+12GB
  • ব‍্যাটারি – 5000 mAh
  • ক‍্যামেরা – 108+2+8 MP (Rear), 16MP (Front)
Shop Now

সুবিধা: 

  • গোরিলা গ্লাস প্রটেক্টর 
  • ক্রিস্ট‍্যাল ক্লিন ক‍্যামেরা 
  • ফাস্ট চার্জিং সুবিধা 

কাদের জন‍্যে এই ফোনটি উপযুক্ত নয়? 

এই ফোনটিতে এইচডিআর সাপোর্ট নেই। তাই যাদের গেমিং এর পাশাপাশি অনেক বেশি হাই কোয়ালিটির ভিডিও করার শখ রয়েছে তাদের জন‍্যে এটি উপযুক্ত নয়।

আরও পরুনঃ- ১৩০০০ থেকে ১৫০০০ টাকায় সেরা গেমিং ফোন

POCO X-7 Pro 5G

আপনার যদি এমন একটা ফোনের সন্ধান চাই যা একি সাথে আপনাকে গেইম খেলার পাশাপাশি পাওয়ার, ইনোভেশন, স্টাইল সবকিছু একসাথে প্রদান করবে তাহলে এই ফোনটিই হতে পারে আপনার সেই কাঙ্খিত মূলধন। গেমিং ফোকাসড এই ফোনটিতে দারুণ প্রসেসর কুলিং সিস্টেম আছে তাই আমার মতে গেমারদের জন্য এটা বাজেট অনুযায়ী বেস্ট। এই ফোনটিতে আপনি পাবেন গেইম খেলা, ভিডিও বা মুভি দেখার পাশাপাশি স্টানিং ছবি তোলার সুবিধা। Redmi POCO X-7 টিতে প্রসেসর হিসাবে ব‍্যবহৃত হয়েছে সুপার ফাস্টেস্ট Mediatek Dimensity 8400 Ultra (4 nm), এবং Octa core এর সিপিইউ। যার ফলে ফোনটি ফাংশনও করে থাকে বেশ দ্রুত।

৬.৬৭ ইঞ্চির আলট্রা থিন ডিজাইনের সাথে এডজাস্টেড এ‍্যামোলেড স্ক্রিনের জন‍্যে গেইম খেলার সময় আপনার চোখের কোন সমস‍্যা হবেনা। এর পাশাপাশি এটিতে পাচ্ছেন ৫০-মেগাপিক্সেল ক‍্যামেরার সাথে ফিঙ্গারপ্রিন্ট, এসিলোমিটার ইত‍্যাদি সেন্সর সমূহের সুবিধা। 

POCO X7 Pro 5G

POCO X7 Pro 5G

  • ডিসপ্লে – AMOLED display
  • প্রসেসর – Mediatek Dimensity 8400 Ultra
  • র‍্যাম – 12GB
  • স্টোরেজ – 256GB+8GB, 256GB+12GB, 512GB+12GB, 512GB
  • ব‍্যাটারি – 6000 mAh
  • ক‍্যামেরা – 108+8 MP (Rear), 20MP (Front)
Shop Now

সুবিধা: 

  • গেইমের খেলার জন‍্যে দুর্দান্ত 
  • ফাস্ট চার্জিং
  • উন্নত পার্ফম‍্যান্স

কাদের জন‍্য এই ফোনটি উপযুক্ত নয়? 

ফোনটি সাধারণত যাদের ভালো মানের সেলফি ক‍্যামেরা প্রয়োজন তাদের জন‍্যে নয় কেননা এই ফোনটির সেলফি ক‍্যামেরা খুব বেশি উন্নতমানের নয়। 

Redmi 15C 

Redmi 15C ফোনটিতে আপনি মূলত পেয়ে যাচ্ছেন চার রকমের সুবিধা তন্মধ্যে রয়েছে বড় মাপের ডিসপ্লে, শক্তিশালী ব‍্যাটারি, স্মুথ গেইমিং এর অভিজ্ঞতা সহ আরও অন‍্যান‍্য সকল সুবিধা। প্রতিদিনের ব‍্যবহারের জন‍্যেও এই ফোনটি সবার জন‍্যে উপযোগী বলা বাহুল‍্য। শুধু তাই নয়, এই ফোনটিতে পাচ্ছেন ৬.৯ ইঞ্চির IPS LCD’র ডিসপ্লে, ১২০ হার্জের রিফ্রেশিং রেট সুবিধা যা আপনাকে স্ক্রল করতে বিশেষ সুবিধা দিয়ে থাকবেন। সেই সাথে, আপনি এতে পাবেন ৬০০০ mAh এর ব‍্যাটারি, ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। 

বাড়তি আর্কষণের জন‍্যে এই ফোনটিতে আপনি পাচ্ছেন Helio Ultra G-81 chipset যার ফলে এতে সমস্ত ধরনের এন্ড্রয়েড এ‍্যাপ্লিকেশন এবং সফটওয়্যার গুলো রান করাতে কোন ধরনের সমস‍্যায় পরতে হবেনা। ৫০ মেগাপিক্সেল এর ক‍্যামেরা সেট করা থাকার কারণে এই ফোনটিতে যে কোন ধরনের সেলফিও তুলা যাবে চমকপ্রদভাবে। আর এটি গেইম খেলার সময়েও আপনাকে নির্ভেজাল সুবিধা প্রদান করে থাকেন। 

Redmi 15C

Redmi 15C

  • ডিসপ্লে – IPS LCD
  • প্রসেসর – Mediatek Helio G-81 Ultra
  • র‍্যাম – 4GB / 8GB
  • স্টোরেজ – 128GB+4GB, 256GB+4GB
  • ব‍্যাটারি – 6000 mAh
  • ক‍্যামেরা – 50MP (Rear), 8MP (Front)
Shop Now

সুবিধা: 

  • গেইমিং এবং ছবি তোলার জন‍্যে বেস্ট
  • বাজেট ফ্রেন্ডলি
  • উন্নত পার্ফম‍্যান্স এবং সফটওয়্যার এ‍্যাপ্লিকেশন সুবিধা 

কাদের জন‍্য ফোনটি উপযুক্ত নয়? 

যাদের খুব বেশি হাই-এন্ড গেইম খেলার জন‍্যে মোবাইল প্রয়োজন তারা রেডমির অন‍্যান‍্য মডেলগুলো দেখতে পারেন কেননা এটি হাই-এন্ড গেইমিং এর  জন‍্য উপযুক্ত নয়।

এক নজরে-

  • Redmi note 14 pro plus 5G   হাই-রেজোলিউশন গেমিং এর জন্য সেরা। 
  • Redmi note 13 pro plus 5G  যারা বেস্ট বাজেটের মধ্যে ব্যালান্সড পারফরম্যান্স ও স্টোরেজ চান।
  • Redmi note 13 4G মিড-রেঞ্জ গেমিং ও নরমাল ইউজারদের জন্য বেশ ভালো অপশন।
  • Redmi note 13 সাধারণ গেমিং ও দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী।
  • POCO X-7 Pro 5G  প্রো-লেভেল গেমারদের জন্য, ফোন হ্যাং করবে না এবং হাই পারফরম্যান্স দিবে।
  • Redmi 15C বাজেট ফ্রেন্ডলি, লাইট থেকে মিড গেমিং করার জন্য সেরা।

উপরের সমস্ত ফোনগুলো বাজেট-ফ্রেন্ডলি হলেও পারফরম্যান্সে দিক দিয়ে দুর্দান্ত। এ ফোন গুলো যে কোন গ্রাহক যেমন, স্টুডেন্ট থেকে  মধ‍্যবিত্ত সকলের সাধ‍্যের মধ‍্যে। তবে যদি আপনার মূল ফোকাস PUBG বা হেভি গেম হয়, আমি বলব Redmi Note 14 Pro+ 5G অথবা POCO X7 Pro 5G নিন। আশা করি এই গাইডটি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং আপনি চাইলে অন্যান্য ফোনগুলো দেখতে ভিজিট করতে পারেন – www.applegadgetsbd.com/

FAQ

রেডমির গেইমিং ফোনগুলো কি খুব সহজেই ওভারহিট হয়ে যায়?

এটা শুধুমাত্র রেডমির ফোনগুলোর ক্ষেত্রেই প্রযোজ‍্য নয়। বরং, গেইম খেলা যায় এরকম সব ধরনের ফোনই গেইম খেলার সময় কিছু টা গরম হয়ে যায়। রেডমির বাজেট ও মিড-রেঞ্জ ফোনগুলো দীর্ঘক্ষণ হাই-গ্রাফিক্স গেম খেললে সহজেই ওভারহিট হয়। কিন্তু প্রো বা ফ্ল্যাগশিপ সিরিজ ফোনগুলোতে কুলিং সিস্টেম ভালো থাকায় তুলনামূলক কম গরম হয়। ফোনের কভার কিছুক্ষণের জন‍্যে খুলে রাখলে ফোনের তাপমাত্রা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

গেইম খেলার জন‍্যে কি রেডমির ফোনগুলো বেস্ট নাকি নয়? 

হ‍্যা, মোটামুটি উচ্চমানের  গেইম খেলার জন‍্যে রেডমির ফোনগুলোই উপযুক্ত। তবে খুব বেশি হাই কোয়ালিটির গ্রাফিক্সের ফোর ডি লেভেলের গেইম খেলার জন‍্যে আরেকটু বাড়তি ফিচার এবং হাই কোয়ালিটির ফোন, ট‍্যাব বা ল‍্যাপটপ প্রয়োজন যা মূলত রেডমির থেকেও একটু বেশিই টপ নচ হয়ে থাকে। 

কোন মডেলের রেডমি বা শাওমি ফোন “পাবজি” খেলার জন‍্যে বেস্ট?

Xiaomi 15 Ultra অন‍্যান‍্য মডেলের ভেতরে পাবজি গেইম খেলার জন‍্যে বেস্ট। কেননা এ ধরনের ফোনের মধ‍্যে ৬.৭৩ ইঞ্চির এ‍্যামোলেড এর ডিসপ্লে রয়েছে যা গেইম খেলার সময় আপনার স্কিনকে সবসময় স্বচ্ছ এবং পরিষ্কারভাবে উপস্থাপন করে থাকে। 

কোন কোন ধরনের ফোনের প্রসেসর গেইম খেলার জন‍্যে উপযুক্ত?

গেইম খেলার জন‍্যে স্ন‍্যাপ ড্রাগন এবং Mediatek  এর প্রসেসরগুলো অনেক বেশি ভালো। এ ধরনের প্রসেসর থাকা ফোনগুলো গেইম খেলার সময় সহজে হ‍্যাঙ্গ হয়ে যায় না। উপরন্তু, এগুলো অনেক স্মুথলি এবং দ্রুতগতিতে ফাংশন করে থাকে।

রেডমির মধ‍্যে কি গেইমিং টার্বো রয়েছে?

হ‍্যা, রেডমির মধ‍্যে গেইমিং টার্বো রয়েছে যা ফোনের গেইমিং পার্ফম‍্যান্স আগের চাইতেও উন্নত করতে সহায়তা প্রদান করে থাকেন। এটিতে রয়েছে সিপিইউ এবং জিপিইউ যা গেইম খেলার সময় ফ্রেইম রেটস, ল‍্যাগিং হ‍্রাস করে থাকে। 

Similar Posts