ছেলেদের জন্য দারুণ কিছু ট্রাভেল ব্যাগ
ভ্রমণ মানেই নতুন অভিজ্ঞতা, নতুন স্মৃতি আর অফুরন্ত আনন্দ। কিন্তু এই আনন্দ যেন ঝামেলায় নষ্ট না হয়, তার জন্য দরকার একটা পারফেক্ট ট্রাভেল ব্যাগ। বিশেষ করে ছেলেদের জন্য ট্রাভেল ব্যাগ কেবল কাপড়-চোপড় বহনের জিনিস নয়, বরং এটা হয়ে ওঠে আপনার কমফোর্ট আর স্টাইলের প্রতিচ্ছবি।
কিন্তু বাজারে এত ধরনের ব্যাগের মধ্যে কোনটি আপনার জন্য সেরা হবে? চিন্তার কিছু নেই! এই আর্টিকেলে আমরা জানাবো ২০২৫ এর সেরা কিছু ছেলেদের ট্রাভেল ব্যাগ নিয়ে। তাহলে চলুন, শুরু করা যাক।
Bange
বর্তমানে ব্যাগের ব্র্যান্ডগুলোর মধে Bange বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই ব্র্যান্ডটি মূলত টেকসই এবং স্টাইলিশ ব্যাগ তৈরির জন্য দীর্ঘদিন ধরে পরিচিত। এদের ব্যাগ সাধারণত হাই কোয়ালিটির অক্সফোর্ড ফ্যাব্রিক, ওয়াটার-রেজিস্ট্যান্ট ম্যাটেরিয়াল এবং প্রিমিয়াম জিপার ব্যবহার করে তৈরি করা হয়। ফলে ব্যাগগুলো একদিকে যেমন টেকসই, অন্যদিকে তেমনি ভ্রমণের সময় বৃষ্টি বা পানির সংস্পর্শ থেকেও আপনার জিনিসপত্রকে সুরক্ষিত রাখবে। এছাড়াও এটি অনায়েসে কাপড় নেওয়ার ব্যাগ হিসেবে ব্যবহার করা যাবে।
BANGE BG2378 Travel & Gym Bag
- Material: Water-repellent Oxford fabric for protection from light rain
- Design: Dry & wet compartment separation for hygiene and organization
- Carrying Style: Switch easily between hand carry and shoulder strap
- Shoe Pocket: Independent waterproof pocket keeps odors contained
- Comfort: Removable honeycomb strap cushions for long-hour use
Bange ব্যাগের ডিজাইনও বেশ মডার্ন এবং ফ্যাশনেবল, যা ছেলেদের মিনি ট্রাভেল ব্যাগ বা অফিস ট্রিপে কাপড় নেওয়ার ব্যাগ হিসেবে একেবারে উপযুক্ত। ব্যাগটির ইনার সাইডে আছে একাধিক কম্পার্টমেন্ট, ল্যাপটপ স্লট, অ্যান্টি-থেফট পকেট, ইউএসবি চার্জিং পোর্ট ইত্যাদি। তাই লম্বা ভ্রমণ হোক কিংবা ছোট ট্রিপ, প্রয়োজনীয় সবকিছু সহজে গুছিয়ে রাখা যাবে।
সবচেয়ে বড় বিষয় হলো, Bange ব্রান্ডের ব্যাগগুলো বেশ লং লাস্টিং। ছেলেদের ব্যাগ কালেকশন-এ রাখার জন্য এই ব্যাগটি অথবা ক্রস বডি ব্যাগ গুলো একদমই পারফেক্ট।
BANGE BG2953 Travel Backpack
- Design: Boxy shape with smooth surface cloth for a premium feel
- Zipper: Premium YKK chain for smooth and reliable closure
- Protection: Water-repellent fabric shields from light rain & splashes
- Storage: Multiple compartments for laptop, clothes, books & more
- Comfort: Breathable sponge back & adjustable straps reduce fatigue
Ozuko
এই Ozuko ছেলেদের ব্যাগ কালেকশন-এর একটি জনপ্রিয় নাম। এই ব্র্যান্ডের ব্যাগগুলোতে ব্যবহার করা হয় উচ্চমানের অক্সফোর্ড ফ্যাব্রিক এবং ওয়াটার-রেজিস্ট্যান্ট কোটিং। Ozuko-এর ব্যাগগুলো বর্তমানে বাজারে লং লাস্টিং মিনি ট্রাভেল ব্যাগ হিসেবে পরিচিত। ব্যাগগুলোর ডিজাইনও একদম স্মার্ট। এতে আলাদা আলাদা কম্পার্টমেন্ট থাকায় ল্যাপটপ, জামাকাপড়, জুতো ও কাপড় নেওয়ার ব্যাগ হিসেবে ব্যবহার করতে পারবেন।
OZUKO 9641 Weekender Duffel Bag
- Design: Structured interior for effortless compartmentalization
- Lining: 420D waterproof layer protects from spills and rain
- Exterior: Sweat & water-repellent finish ideal for gym or travel
- Durability: Reinforced handles and straps with cushioned comfort
- Weight: Lightweight 1.85 kg build lets you pack more, carry less
এছাড়াও Ozuko ব্যাগে রয়েছে অ্যান্টি-থেফট জিপার সিস্টেম,। এটি ট্রাভেল করার সময় জিনিসপত্র নিরাপদ রাখতে সাহায্য করবে। কাঁধে ঝোলার স্ট্র্যাপগুলোতে এয়ার মেশ প্যাডিং পাবেন, ফলে ভারী জিনিস বহন করলেও কাঁধে চাপ কম পড়বে। যারা ভ্রমণের পাশাপাশি স্টাইলিশ লুক বজায় রাখতে চান, তাদের জন্য Ozuko-র ব্যাগগুলো দেখতে পারেন।
OZUKO 9590-L Anti-Theft Travel Backpack
- Material: Rugged Oxford fabric repels water and daily wear
- Organization: Multi-compartment layout with quick-access pockets
- Protection: Shockproof interior keeps gadgets & essentials safe
- Convenience: Dedicated laptop zone and side pockets for travel ease
- Comfort: Lightweight build with decompression support straps
Mark Ryden
Mark Ryden হলো একটি বিশ্বখ্যাত ব্র্যান্ড। এই ব্র্যান্ডের ব্যাগগুলোতে সাধারণত হাই কোয়ালিটির ওয়াটারপ্রুফ অক্সফোর্ড ফ্যাব্রিক ব্যবহার করা হয়, যা দীর্ঘসময় ব্যবহারযোগ্য। ডিজাইনে থাকে একাধিক কম্পার্টমেন্ট, হিডেন চেইন পকেট এবং ল্যাপটপসহ ইলেকট্রনিক গ্যাজেট রাখার জন্য আলাদা সেকশন।
Mark Ryden MR8920 Business & Travel Bag (50L)
- Capacity: 50L space fits clothes, shoes, laptop & gear effortlessly
- Protection: Waterproof and breathable fabric resists rain & sweat
- Durability: Shock-resistant build with load-reducing support
- Organization: Dedicated compartments for laptop, tablet & essentials
- Versatility: Use it as a backpack, gym bag, or flight hand luggage
এছাড়া ব্যাগগুলোতে অ্যান্টি-থেফট সিস্টেম, ইউএসবি চার্জিং পোর্ট এবং কম্ফোর্টেবল কুশনযুক্ত স্ট্র্যাপ থাকায় ট্রাভেল কিংবা এডভ্যেঞ্চারের জন্য বাড়তি সুবিধা যোগ করে। আধুনিক লুক ও বিল্ড কোয়ালিটির কারণে Mark Ryden ব্যাগ ছেলেদের জন্য একটি নির্ভরযোগ্য ট্রাভেল সঙ্গী হয়ে উঠেছে।
Mark Ryden MR9299YY Expandable Laptop Backpack
- Expandable Design: Carry more items easily with adjustable storage space
- Protection: Dedicated padded laptop compartment ensures safety on the go
- Build: Premium waterproof material ideal for all-weather durability
- Charging Port: Built-in USB port offers convenient on-the-go charging
- Organization: Multi-pocket layout keeps accessories neatly arranged
Arctic Hunter
Arctic Hunter একটি বেশ প্রিমিয়াম মানের ব্র্যান্ড, যা মূলত টেকসই ম্যাটেরিয়াল এবং আধুনিক ডিজাইনের জন্য পরিচিত। এদের ব্যাগগুলোতেও High-density customized polyester ফ্যাব্রিক, ওয়াটারপ্রুফ কোটিং এবং অ্যান্টি-স্ক্র্যাচ ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘদিন ব্যবহারেও থাকে নতুনের মতো। একাধিক কম্পার্টমেন্ট থাকায় বিশেষ করে ল্যাপটপ ব্যাগ ও ট্রাভেল ব্যাগের ক্ষেত্রে Arctic Hunter ইউজারদের বেশ কিছু চাহিদা পূরণ করে।
Arctic Hunter B00498 Business Travel Backpack
- Material: High-quality composite polyester fabric for long-lasting use
- Waterproof: Keeps laptops & documents dry in all weather conditions
- Capacity: Fits up to 15.6” laptops with reinforced padded protection
- Security: RFID protection safeguards your personal & financial data
- Anti-Theft: Hidden zipper design offers maximum travel safety
এছাড়াও এই ব্র্যান্ডের ব্যাগগুলোতে USB চার্জিং পোর্ট, অ্যান্টি-থেফট লক এবং আরগোনমিক শোল্ডার স্ট্র্যাপ দেওয়া থাকে, যা যেকোনো ভ্রমণ বা অফিস ব্যবহারের জন্য দারুণ কার্যকরী। পাশাপাশি ওয়াটারপ্রুফ ফিচার থাকার কারণে বৃষ্টির দিনে বা আউটডোর ট্রাভেলে জিনিসপত্র ভিজে যাওয়ার চিন্তা করতে হয় না।
সার্বিকভাবে, Arctic Hunter হলো এমন একটি ব্র্যান্ড যা স্টাইল, টেকসই বিল্ড, এবং আধুনিক ফিচারের চমৎকার সমন্বয় ঘটিয়েছে। যারা নিয়মিত ভ্রমণ করেন বা দৈনন্দিন ব্যবহারের জন্য নিরাপদ ও স্টাইলিশ ব্যাগ খুঁজছেন, তাদের জন্য Arctic Hunter হতে পারে সবথেকে সেরা চয়েজ।
Arctic Hunter B00451 Lock Hard Shell Backpack
- Design: Compact, sleek form factor for effortless and stylish carrying
- Durability: Hard shell build ensures outdoor protection and impact resistance
- Security: Anti-theft locking design offers peace of mind while traveling
- Organization: Spacious interior keeps your essentials neatly arranged
- Protection: Weatherproof confidence for daily business or urban travel
Apple Gadgets–এ পাচ্ছেন ছেলেদের ব্যাগ কালেকশন। কোয়ালিটিফুল, ট্রেন্ডি ও টেকসই ব্যাগ কিনতে এখনই ভিজিট করুন Apple Gadgets এবং আপনার স্টাইলকে নিন আরও এক ধাপ এগিয়ে।
ভালো ব্যাগের বৈশিষ্ট্য
একটি ভালো ব্যাগ কেবল বাহ্যিক সৌন্দর্যের জন্য নয়, বরং ব্যবহারিক সুবিধার দিক থেকেও গুরুত্বপূর্ণ। প্রথমত, ভালো ব্যাগের ম্যাটেরিয়াল হতে হবে টেকসই ও ওয়াটার-রেজিস্ট্যান্ট, যাতে দীর্ঘদিন ব্যবহারেও সহজে নষ্ট না হয় এবং বৃষ্টিতে ভেতরের জিনিসপত্র ভিজে না যায়।
দ্বিতীয়ত, চেইন ও লক সিস্টেম স্ট্রং এবং স্মুথ হতে হবে, যাতে ব্যবহার করতে কোনো ঝামেলা না হয়। তৃতীয়ত, ভালো ব্যাগে পর্যাপ্ত কম্পার্টমেন্ট ও স্মার্ট অর্গানাইজেশন সিস্টেম থাকতে হয়, যাতে ল্যাপটপ, ট্যাবলেট, চার্জার, বই বা কাপড় আলাদা করে গুছিয়ে রাখা যায়।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কমফোর্টেবল স্ট্র্যাপ ও ব্যাক প্যাডিং। এটা দীর্ঘ সময় ব্যাগ বহনে কাঁধ ও পিঠে চাপ কমায়। লেটেস্ট মডেলের ভালো ব্যাগে সাধারণত ইউএসবি চার্জিং পোর্ট, অ্যান্টি-থেফট ডিজাইন, ওয়াটারপ্রুফ জিপার এবং এরগোনোমিক ডিজাইন থাকে। এগুলো একজন ইউজারকে বেশ কিছু সুবিধা দিয়ে থাকে। সব মিলিয়ে, একটি ভালো ব্যাগ মানে হলো টেকসই, আরামদায়ক, নিরাপদ এবং আধুনিক সুবিধাসম্পন্ন একটি ব্যাগ।
দীর্ঘদিন ব্যাগ ভালো রাখার টিপস
একটা ভালো ব্যাগ কিনে নিলে সবাই চাই যে এটি অনেকদিন টেকসই হোক। তবে শুধু দামি ব্যাগ কিনলেই হবে না। ব্যাগের সঠিক যত্ন না নিলে ব্যাগ দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তাই ব্যাগকে নতুনের মতো সুন্দর ও মজবুত রাখতে কিছু সহজ টিপস দেয়া হলো।
- ব্যাগ নিয়মিত শুকনা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করুন
- ভিজে গেলে সাথে সাথে শুকিয়ে নিন
- ভারী জিনিস বেশি না রাখুন
- সরাসরি রোদে দীর্ঘ সময় রাখবেন না
- ব্যবহার না করলে ব্যাগ কভার বা ডাস্ট ব্যাগে রাখুন
- জিপ ও চেইন নিয়মিত চেক করে তেল বা মোম দিয়ে মসৃণ রাখুন
- তীব্র রাসায়নিক বা ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করবেন না
- ব্যবহারের পর ভেতরের জিনিসপত্র ঝেড়ে খালি করে বাতাসে শুকাতে দিন
একটি ভালো ব্যাগ জিনিস বহনের পাশাপাশি আপনার স্টাইল ও ব্যক্তিত্বের প্রতিফলন ঘটায়। তাই একটি ব্যাগ কেনার সময় কোয়ালিটি, ডিজাইন ও ব্যবহারযোগ্যতার দিকে নজর দেওয়া যেমন জরুরি, তেমনি নিয়মিত যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। সঠিক যত্নে একটি মানসম্মত ব্যাগ বহু বছর ধরে আপনার বিশ্বস্ত সঙ্গী হয়ে থাকতে পারে। তাই ব্যাগ নির্বাচন থেকে শুরু করে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ সবকিছুতেই সচেতন হোন। আর তাহলেই আপনার ব্যাগ দীর্ঘদিন নতুনের মতো টিকে থাকবে।
FAQs
ট্রাভেল ব্যাগ কেনার সময় কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ?
ট্রাভেল ব্যাগ কেনার সময় ব্যাগের মেটেরিয়াল, ওয়াটার রেজিস্ট্যান্স, চেইন ও লক সিস্টেম, এবং পর্যাপ্ত স্পেস থাকা বেশি জরুরি।
ট্রাভেল ব্যাগ কি ল্যাপটপ বা গ্যাজেট রাখার জন্য নিরাপদ?
অনেক ব্র্যান্ড যেমন Bange, Ozuko বা Mark Ryden ব্যাগে আলাদা ল্যাপটপ স্লিভ ও শকপ্রুফ কম্পার্টমেন্ট দেয়। এক্ষেত্রে ল্যাপটপ বা গ্যাজেট রাখা নিরাপদ।
ওয়াটারপ্রুফ ট্রাভেল ব্যাগ কেন প্রয়োজন?
ভ্রমণের সময় হঠাৎ বৃষ্টি বা পানির ছিটে থেকে জামাকাপড় ও গ্যাজেট বাঁচাতে ওয়াটারপ্রুফ ব্যাগ খুবই উপকারী।
কোন সাইজের ব্যাগ ভ্রমণের জন্য উপযুক্ত?
২০–৩০ লিটার ব্যাগ ছোট খাটো ট্রাভেলের জন্য ভালো, আর ৩৫–৪৫ লিটার ব্যাগ দূরের ট্রাভেলের জন্য সুবিধাজনক।
ভালো মানের ট্রাভেল ব্যাগের দাম কেমন হয়?
সাধারণত ২,০০০ টাকা থেকে শুরু করে ৮,০০০+ টাকার মধ্যে ভালো ব্র্যান্ডেড ট্রাভেল ব্যাগ পাওয়া যায়। তবে দাম নির্ভর করে ব্র্যান্ড, মেটেরিয়াল ও ফিচারের উপর।
কোন ব্র্যান্ডগুলো বাংলাদেশে ছেলেদের ট্রাভেল ব্যাগের জন্য জনপ্রিয়?
Bange, Ozuko, Mark Ryden, Arctic Hunter ইত্যাদি ব্র্যান্ড বর্তমানে বাংলাদেশে জনপ্রিয় এবং ট্রেন্ডি।

Borhan Uddin Alif is a writer with 3 years of experience, focusing on technology, marketing, and storytelling, and enjoys exploring various niches and topics.
