৫,০০০ টাকার মোবাইল ঘড়ি
ব্যস্ত জীবনে আপনার ডেইলি এক্টিভিটিস মনিটর করা কিংবা হাঁটাচলার সময় ফোন বের না করেই কল এবং নোটিফিকশন চেক করা এসকল কারণে স্মার্টওয়াচের চাহিদা দিন দিন বাড়ছে। বাজারে নানান প্রাইস রেঞ্জে এতো এতো ওয়াচ মডেল রয়েছে যে, বাজেট ফ্রেন্ডলি একটি ওয়াচ কিনতে গেলে প্রায়ই দ্বিধায় পরতে হয়। এই কারনে আমরা আজকে নিয়ে এসেছি 5000 টাকার মোবাইল ঘড়ির একটা লিস্ট। সালের মাঝামাঝি সময় পেরিয়ে ৫০০০ টাকার প্রাইস পয়েন্টের স্মার্টওয়াচে কি কি ফিচার পাচ্ছেন তার সবই থাকছে আজকের এই ব্লগে। আপনার শখের মোবাইল ঘড়ি কেনার আগে, লিস্টটা একবার দেখে আসুন।
পাঁচ হাজার টাকার মধ্যে সেরা ৬টি মোবাইল ঘড়ি
১। Oraimo Watch ER OSW-42
স্টাইলিশ ডিজাইন আর স্মার্ট ফিচার একসাথে চাইলে Oraimo-র এই স্মার্টওয়াচটি একবার দেখতে পারেন। রাউন্ড শেপ ডিজাইনের AMOLED ডিসপ্লেটি এই ওয়াচে দিয়েছে প্রিমিয়াম লুক। এই ঘড়ির স্ক্রিনের ভিজ্যুয়াল কোয়ালিটি আর টাচ রেসপন্স বেশ স্মুথ হওয়ায় একটা বেটার ইউজার এক্সপেরিয়েন্স পাবেন।
এই স্মার্টওয়াচ-এ রয়েছে ওয়্যারলেস কলিং সিস্টেম। ফিটনেসপ্রেমীদের জন্য আছে 100+ স্পোর্টস মোড। এছাড়াও থাকছে হার্ট রেট, স্লিপ ট্র্যাকিং, ও হেলথ মনিটর ফিচারসহ দূর্দান্তসব লাইফস্টাইল আর হেলদ ফিচার। ওয়াচটিতে IP68 ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স থাকায় ঘড়িটি বাইরে যেকোনো অ্যাডভেঞ্চার কিংবা ট্যুরে সম্পূর্ন সেইফ থাকবে।
অপটিমাইজড ব্যাটারী, স্ট্রং ওয়্যারলেস কানেকশন আপনাকে সবসময় কানেক্টেড রাখবে এবং ১৫০+ ওয়াচ ফেস আপনাকে দিবে নিজের মতো করে ডিসপ্লে সাজানোর স্বাধীনতা।
Mini Specification:
| ফিচার | বিস্তারিত |
| Display | 1.43-inch AMOLED |
| Battery | 300mAh |
| Resistance | IP68 |
| Wireless Call | Yes |
আরও পরুনঃ- বাজার সেরা ভালো মোবাইল ঘড়ি
২। Amazfit Pop 3R
ফিটনেস আর হেলথ ট্র্যাকিংয়ের জন্য Amazfit সবসময়ই এগিয়ে। Amazfit এর এই মডিলটির ফিটনেস আর হেলথ ট্র্যাকিং ফিচারগুলোও একদম এক্যুরেট। এতে রয়েছে 24 আওয়ার হার্ট রেট মনিটরিং, SpO2, স্ট্রেস ট্র্যাকিংসহ 100+ স্পোর্টস মোড। এই ফিচারগুলো আপনার প্রতিটি ওয়ার্কআউট ও দৈনন্দিন এক্টিভিটি সঠিকভাবে রেকর্ড করবে।
এই ঘড়িটিতেও থাকছে Bluetooth Calling ফিচার। এছাড়া AI Voice Assistant থাকায় বেশ ভালো একটা ইউজার এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। ব্যাটারি লাইফও বেশ ভালো। একবার ফুল চার্জে ১২ দিন পর্যন্ত ব্যবহার করা যায়, ফলে ঘন ঘন চার্জ দেওয়ার ঝামেলা নেই। আর আছে 100+ ওয়াচ ফেস, যেগুলো দিয়ে আপনি নিজের পছন্দমতো লুক কাস্টমাইজ করতে পারবেন। IP68 ওয়াটার রেসিস্ট্যান্স থাকায় বৃষ্টি, ঘাম কিংবা ধুলাবালি নিয়েও চিন্তার কিছুই নেই। অফিসিয়াল ওয়ারেন্টিসহ ওয়াচটির নিতে চাইলে দাম ৫ হাজারের কিছুটা বেশি পড়বে।
Mini Specification:
| ফিচার | বিস্তারিত |
| Display | 45.5 x 45.5 x 10.8 mm AMOLED |
| Battery | 300mAh |
| Resistance | IP68 |
| Wireless Call | Yes |
| Weight | 107g |
আরও পরুনঃ- বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ
৩। Noise Force Plus
আপনারা অনেকেই আছেন যারা বাজেটের মধ্যে স্পোর্টি লুকের সাথে টাফ আর ডিউরেবল একটি স্মার্টওয়াচ চান। তাদের জন্যই ডিজাইন করা হয়েছে এই Noise Force Plus স্মার্টওয়াচটি। লুক আর ফিচারের অনন্য কম্বিনেশন দেখতে পাবেন এই ঘড়িতে।
প্রথমে ডিসপ্লের কথায় আসলে, এর 1.46 ইঞ্চির AMOLED ডিসপ্লেটির রেজুলেশন 466*466px এবং যথেষ্ট ব্রাইট। এ কারনে ভিজিবিলিটি পাওয়া যাবে একদম ক্রিস্টাল ক্লিয়ার, এমনকি আউটডোরেও। সাথে পাচ্ছেন প্রি বিল্ড ১০০+ ওয়াচ ফেস। এই ওয়াচটিতেও থাকছে সবার কাঙ্ক্ষিত Bluetooth Calling ফিচার।
হেলথ ফিচারের মধ্যে থাকছে হার্ট রেট, SpO2, স্লিপ ও স্ট্রেস ট্র্যাকিং, এমনকি ফিমেল সাইকেল ট্র্যাকিংয়ের মতো ইউজফুল ফিচারও যুক্ত করা হয়েছে। ফিটনেসপ্রেমীদের জন্য রয়েছে ১৩০+ স্পোর্টস মোড, যা আপনাকে মোটামুটিঅ্যাকুরেট ডাটা দিতে সক্ষম।
ডিউরেবিলিটির দিক থেকেও বেশ শক্তপোক্ত। জিঙ্ক অ্যালয় + পলিকার্বনেট বিল্ড আর IP67 ওয়াটার রেজিস্ট্যান্স থাকায় ঘড়িটি সহজেই হ্যান্ডেল করবে ধুলো, পানি বা ঘামের ইস্যুগুলো। এর ব্যাটারি পারফরম্যান্সও ভালো। সাধারণ ইউজে ৭ দিন পর্যন্ত ব্যাকআপ, আর Bluetooth Calling অন থাকলে ২ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে।
Mini Specification:
| ফিচার | বিস্তারিত |
| Display | 1.46-inch AMOLED (466×466px) |
| Battery | 300mAh |
| Resistance | IP67 |
| Wireless Call | Yes |
৪। Kieslect Balancer
প্রিমিয়াম লুকের সাথে স্মার্ট ফিচার চাইলে Kieslect Balancer Smart Watch হতে পারে দারুণ একটা চয়েস। মেটাল বডি আর লেদার স্ট্র্যাপের কম্বিনেশন এই ওয়াচটিকে দিয়েছে একেবারেই ক্লাসি একটা লুক, যা ফর্মাল কিংবা ক্যাজুয়াল দুটোতেই মানিয়ে যাবে সহজে।
শার্প ভিজ্যুয়াল এর জন্য থাকছে 1.43-ইঞ্চির AMOLED ডিসপ্লে। হেলথ ফিচারের দিক থেকে ওয়াচটি বেশ অ্যাডভান্সড। হার্ট রেট, SpO2, প্রেশার মনিটরিং থেকে শুরু করে ২৪ ঘণ্টার হেলথ ম্যানেজমেন্ট সবই পাচ্ছেন এতে। ফিটনেসপ্রেমীদের জন্য আছে ১০০+ স্পোর্টস মোড, যা আপনার ওয়ার্কআউটকে করবে আরও ট্র্যাকেবল।
এর কানেক্টিভিটি ফিচারও যথেষ্ট স্মার্ট। AI Voice Assistant এর মাধ্যমে সহজেই কমান্ড দেওয়া যায়, আর NFC Access Card Functionality থাকায় সিকিউরিটি ডোরে এক্সেস কার্ড হিসেবে কাজ করবে। মেসেজ নোটিফিকেশন, মিউজিক কন্ট্রোল আর ওয়েদার আপডেটের মতো দরকারি ফিচারগুলো একে করেছে আরও ইউজফুল।
ওয়াচটিতে ২ ATM ওয়াটারপ্রুফ রেটিং থাকায় বৃষ্টিতে বা ঘামের কারণে ভিজলে চিন্তার কিছু নেই। আর ব্যাটারি পারফরম্যান্সও যথেষ্ট ভালো। ডেইলি ইউজে লম্বা সময় ব্যবহার করা যাবে।
Mini Specification:
| ফিচার | বিস্তারিত |
| Display | 1.43-inch AMOLED |
| Battery | 300mAh |
| Resistance | 2 ATM Waterproof |
| Wireless Call | No |
৫। Redmi Watch 5 Lite
একইসাথে বড় ডিসপ্লে, লং ব্যাটারি আর স্টেবল কলিং সাপোর্ট চাইলে রেডমির এই ওয়াচটি দেখতে পারেন। এর 1.96-ইঞ্চির AMOLED ডিসপ্লেটিতে পাবেন ৬০০ নিটস ব্রাইটনেস, যা দিয়ে রোদেও স্ক্রিন দেখা যাবে স্পষ্ট।
এছাড়া ওয়াচটির সবচেয়ে বড় প্লাস হলো এর 470mAh ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে সাধারণ ইউজে পাবেন প্রায় ১৮ দিনের ব্যাকআপ। হেভী ইউজ করলেও সহজেই চলে যাবে ১২ দিন পর্যন্ত। আবার ৫ ATM ওয়াটারপ্রুফ রেটিং থাকায় সাঁতার কাটা কিংবা বৃষ্টির সময়ও ঘড়ি হাত থেকে খুলতে হবে না।
থাকছে Bluetooth Calling ফিচার যাতে পাবেন ৮০ সেমি ডিরেকশনাল মাইক্রোফোন ও নয়েজ ক্যানসেলেশন কলিং এক্সপেরিয়েন্স। এই ওয়াচটিতে স্যাটেলাইট পজিশনিং (GNSS, Galileo, GLONASS, BDS, QZSS) থাকার কারণে স্মার্টফোনে কানেক্ট ছাড়াই দৌড়ানো বা আউটডোর ট্রেনিং ট্র্যাক করা সম্ভব।
ফিটনেসপ্রেমীদের জন্য ওয়াচটিতে আছে মাল্টি স্পোর্টস মোড, রানিং কোর্স ও পার্সোনাল ট্রেইনার। এছাড়া ২০০+ ওয়াচ ফেস দিয়ে প্রতিদিন নতুন লুকও দেওয়া যাবে আপনার হাতে।
Mini Specification:
| ফিচার | বিস্তারিত |
| Display | 1.96-inch AMOLED |
| Battery | 470mAh |
| Resistance | 5 ATM Resistant |
| Wireless Call | Yes |
৬। Zeblaze Stratos 2
এই স্মার্টওয়াচটি স্টাইলিশ লুকের সাথে অ্যাডভেঞ্চার কিংবা ট্যুরের জন্য একদম পারফেক্ট। এতে থাকছে 1.3-ইঞ্চির Always-on AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেটি 360×360 পিক্সেলের হওয়ায় শার্প ভিউ ও পারফেক্ট কালার অ্যাকুরেসি দিবে। এছাড়াও ঘড়িটি মাত্র ৫২ গ্রাম ওজনের হওয়ায় লম্বা সময় পরলেও কোনো অস্বস্তি হবে না।
ওয়াচটির মধ্যে রয়েছে 25+ স্পোর্টস মোড এবং 5 ATM ওয়াটার রেজিস্ট্যান্স। হার্ট রেট, SpO₂, স্লিপ ট্র্যাকিংসহ প্রয়োজনীয় সব হেলথ মনিটর ফিচার এতে বিল্ট-ইন রয়েছে। ব্যাটারি পারফরমেন্সের দিক থেকে ঘড়িটি আরও এগিয়ে, কারণ এর ব্যাটারি রেগুলার ইউজে পাবেন প্রায় ১৫ দিন, আর ব্যাটারি সেভার মোডে পাবেন ২৫ দিনের ব্যাকআপ। জিপিএস ব্যবহার করলেও ৪০ ঘণ্টা পর্যন্ত চলবে। তাছাড়া বিল্ট-ইন GPS + GLONASS + GALILEO + BEIDOU সাপোর্ট থাকায় আউটডোর ট্র্যাকিং হবে একেবারে অ্যাকুরেট।
নোটিফিকেশন, মেসেজ, ওয়েদার আপডেট, সাউন্ড কন্ট্রোল, সবই আপনার হাতের কবজিতে। ঘড়িটিতে ১০০+ কাস্টমাইজেবল ওয়াচ ফেস থাকায় এটি আপনার প্রতিদিনের স্টাইলকে দিবে নতুন নতুন লুক।
Mini Specification:
| ফিচার | বিস্তারিত |
| Display | 1.3-inch AMOLED |
| Resistance | 5 ATM Resistant (50M) |
| Wireless Call | No |
| Weight | 52g |
| Warranty | 6 Months |
স্মার্টওয়াচ কিনতে গেলে যে বিষয়গুলো দেখা জরুরি
বাজারে এত ব্র্যান্ড আর মডেল দেখে অনেকেই বিভ্রান্ত হয়ে যান। তাই স্মার্টওয়াচ কেনার আগে কিছু বিষয় মাথায় রাখা জরুরি।
- ব্যাটারি লাইফ কত ঘণ্টা/দিন তা দেখুন।
- ডিসপ্লে সাইজ ও রেজোলিউশন ক্লিয়ার কিনা চেক করুন।
- ফিটনেস ও হেলথ ট্র্যাকিং ফিচারগুলো আপনার দরকার অনুযায়ী আছে কিনা দেখুন।
- আপনার ফোনের সাথে কম্প্যাটিবল কিনা চেক করুন।
- ওয়াটারপ্রুফ বা ডাস্টপ্রুফ ফিচার আছে কিনা খেয়াল করুন।
- কল, মেসেজ, নোটিফিকেশন সাপোর্ট ঠিকভাবে করে কিনা যাচাই করুন।
- স্ট্র্যাপ ও ডিজাইন রেগুলার ইউজের জন্য কম্ফোর্টেবল কিনা দেখুন।
- প্রাইস ও ব্র্যান্ড রিলায়েবিলিটি মিলিয়ে নিন।
অরিজিনাল স্মার্টওয়াচ কিনতে এখন আর চিন্তার কিছু নেই! Apple Gadgets-এ পাচ্ছেন আপনার বাজেট অনুযায়ী যেকোনো প্রাইস পয়েন্টে স্মার্টওয়াচের বিশাল কালেকশন। তার উপর রয়েছে দারুণ ডিসকাউন্ট অফার। আজই খুঁজে নিন আপনার পছন্দের মোবাইল ঘড়ি। এখনই ভিজিট করুন Apple Gadgets অথবা সরাসরি চলে আসুন আমাদের শোরুম, বসুন্ধরা সিটি শিপিং সেন্টার কিংবা যমুনা ফিউচার পার্কে আর সেরা ডিলে নিয়ে নিন অরিজিনাল ওয়াচ!
তো এই ছিলো আমাদের আজকের 5000 টাকার মোবাইল ঘড়ির লিস্ট। বাজারে বিভিন্ন প্রাইস রেঞ্জে অসংখ্য অপশন থাকলেও আসল ও মানসম্মত ঘড়ি যাচাই করে কিনুন। কারন একটি স্মার্টওয়াচ আপনার কলিং এক্সপেরিয়েন্স, হেলথ, ফিটনেসসহ দৈনন্দিন কাজগুলোকে আরও সহজ ও স্মার্টভাবে ম্যানেজ করবে। তাই আপনার বাজেট যাই হোক না কেন, Apple Gadget এ আপনি পেয়ে যাবেন অরিজিনাল সব লেটেস্ট স্মার্টওয়াচ, তাও আবার আকর্ষণীয় দামে। তাই এখনই সঠিক সিদ্ধান্ত নিন আর আপনার ডেইলি লাইফে যুক্ত করুন স্মার্টনেসের এক নতুন মাত্রা।

Borhan Uddin Alif is a writer with 3 years of experience, focusing on technology, marketing, and storytelling, and enjoys exploring various niches and topics.
