কম দামে ভালো ট্রিমার

কম দামে ভালো ট্রিমার

ট্রিমারের মার্কেট জানা অজানা নানান ব্র্যান্ডের নানান পণ্য দিয়ে ভরা। এতো এতো মডেলের ভিড়ে নিজের প্রয়োজন ও পছন্দমত একটি বাজেট ফ্রেন্ডলি ট্রিমার খুঁজে পাওয়া বেশ মুশকিল-ই বলা চলে যদিনা আপনার এগুলো নিয়ে আইডিয়া থেকে থাকে। এই ব্লগে আমরা আমাদের দীর্ঘদিনের সেলস এক্সপেরিয়েন্স থেকে ভালো মানের কিছু ট্রিমারের কালেকশন নিয়ে আলোচনা করবো। তাই রিজেনেবল প্রাইসে পারফেক্ট ফিচারসমৃদ্ধ ট্রিমার খুঁজে পেতে সম্পূর্ণ লিস্টটি দেখুন।

১। Kemei KM-3909 Hair Clippers Trimmer

লিস্টের শুরুতেই রাখছি জনপ্রিয় Kemei ব্রান্ডের ট্রিমার। এই ব্রান্ডটি বাজেটের মধ্যে অসাধারণসব ফিচারসমৃদ্ধ পাওয়ারফুল ট্রিমার হিসেবে পরিচিত। এই মডেলটি প্লাস্টিক আর স্টেইনলেস স্টিল বডির কম্বিনেশনে তৈরি করা হয়েছে।

এই ট্রিমারটিতে থাকছে স্টেইনলেস স্টিল ব্লেডের ৪টি লেন্থ অ্যাডজাস্টমেন্ট সেটিংস। এ দিয়ে চুল-দাড়ি নির্দিষ্ট শেইপে রাখতে পারবেন। এছাড়াও কর্ডলেস পাওয়ার সিস্টেম থাকায় যেকোনো জায়গায় প্লাগইন ছাড়াই ব্যবহার করা যাবে। 

এর ব্যাটারিটিও বেশ ভালো সাপোর্ট দিবে। ৮ ঘণ্টা চার্জে একটানা ৪৫ মিনিট পর্যন্ত রান-টাইম পাওয়া যায়। মানে একবার চার্জ করলেই পুরো ট্রিমিং শেষ করা যাবে। ট্রিমারটির হেড ডিট্যাচেবল ও ওয়াশেবল, তাই ট্রিম করার পর পরিষ্কার করতেও কোনো ঝামেলা হবে না।

আরেকটি বাড়তি সুবিধা হলো এর ওয়াটার রেজিস্ট্যান্স ফিচার। হালকা পানির স্প্ল্যাশ বা ওয়াশ করার সময়ে নিশ্চিন্তে থাকতে পারেন। এছাড়া ট্রিমারটির স্কিন-ফ্রেন্ডলি ব্লেড আপনাকে চুলকানি বা অ্যালার্জির সমস্যা থেকেও নিশ্চিন্ত রাখবে।

Kemei KM-3909 Hair Clippers Trimmer

Material – Plastic + Stainless Steel.

Playtime – Up to 45 min.

Water ResistantLife – Yes.

Shop Now

২। VGR V-937 Professional Rechargeable Hair Trimmer

প্লাস্টিক ও স্টেইনলেস স্টিল বডির ট্রিমার যদি লাইটওয়েট হয় তাহলে একটু বেশিই সুবিধা পাওয়া যায়। VGR V-937 মডেলের এই ট্রিমারটি লাইটওয়েট হওয়ায় ব্যবহার করতেও বেশ কমফোর্টেবল ফিল করবেন। 

এর  স্টেইনলেস স্টিল ব্লেড বিয়ার্ড-মুস্টাচ বা হেয়ার ট্রিমিংয়ে দিবে বেশ শার্প আর প্রিসাইজ কাটিং। এই ট্রিমারটির অন্যতম সুবিধা হলো এর ২০০০mAh ব্যাটারি ক্যাপাসিটি। এই ব্যাটারি একবার চার্জ দিলে ৫০০ মিনিট পর্যন্ত রানটাইম পাওয়া যাবে। মানে একবার ফুল চার্জ দিলে, প্রায় সপ্তাহের পর সপ্তাহ ট্রিমারটি ব্যবহার করা যাবে। আসলে ঘন ঘন চার্জ দেওয়ার ঝামেলার কারনে অনেকেই ব্যাটারিতে চলা ট্রিমার নিতে চায় না। এই সমস্যাটিই সমাধান করেছে VGR এর এই মডেলের ট্রিমারটি। 

পাশাপাশি এটিতে LED ডিসপ্লে থাকায় সহজেই ব্যাটারির চার্জ লেভেল চেক করতে পারবেন। USB Type-C চার্জিং সাপোর্ট থাকায়, আপনার মোবাইল চার্জারের কেবল দিয়েই চার্জ দেওয়া সম্ভব।

স্টাইলিং ট্রিমিং এর জন্য এই ট্রিমারে রয়েছে 0.5mm থেকে 4.5mm পর্যন্ত কাটিং রেঞ্জ এডজাস্টমেন্ট এবং চারটি কম্ব সেটিংস। এর মাধ্যমে আপনি চাইলে সহজেই চুল-দাড়ির শেইপ মেইনটেইন করতে পারবেন।

VGR V-937 Professional Rechargeable Hair Trimmer

Material – Plastic + Stainless Steel.

Battery capacity – 2000Mah.

Playtime – 4 hours.

Water Resistant – No.

Shop Now

৩। DIZO Trimmer Neo

দাড়ি, হেয়ার কিংবা নাক-ইয়ার ট্রিমিং- সবকিছুর জন্য একসাথে সমাধান দিতে এসেছে DIZO Trimmer Neo। স্টেইনলেস স্টিল ব্লেড আর কমপ্যাক্ট ডিজাইনের কারণে এটি একদিকে টেকসই, অন্যদিকে ওজন মাত্র 163.5 গ্রাম হওয়ায় খুব ভালো ইউজার এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

এই ট্রিমারের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো এর 40 লেন্থ সেটিং অ্যাডজাস্টমেন্ট। মানে আপনি চাইলে একদম 0.5mm প্রিসিশন ট্রিমিং থেকে শুরু করে 20mm পর্যন্ত বিভিন্ন লুক তৈরি করতে পারবেন। এর সাথে থাকছে 0.5mm-10mm ও 10mm-20mm এর দুটি কম্ব। এদিয়ে যেকোনো স্টাইল আপনি নিজের মতো করে সেট করতে পারবেন।

ব্যাটারির দিক থেকেও এটি সত্যিই ইমপ্রেসিভ। মাত্র একবার চার্জে পাওয়া যাবে প্রায় ৩ মাস পর্যন্ত ইউজ, আর ফুল চার্জে দেবে ২৪০ মিনিট রানটাইম। এছাড়া কুইক চার্জ সাপোর্ট থাকায় হঠাৎ প্রয়োজন হলে দ্রুত চার্জ দিয়ে ব্যবহার করা সম্ভব। Type-C পোর্ট থাকায় মোবাইল চার্জারের কেবল দিয়েই সহজে চার্জ দেওয়া যাবে।

আরেকটি বড় সুবিধা হলো এর IPX5 ওয়াটার রেজিস্ট্যান্স। মানে ব্যবহারের পর পানি দিয়ে ধুয়ে ফেললেই হয়ে যাবে পরিষ্কার। নাক বা কানের জন্য আলাদা ট্রিমার হেডটিও সহজে পরিবর্তনযোগ্য।

DIZO Trimmer Neo

Material – Plastic.

Playtime – 240 Minutes.

Water Resistant – IPX5.

Shop Now

৪। Xiaomi ENCHEN Boost 2 Hair Trimmer

দৈনন্দিন গ্রুমিং আরও সহজ ও স্মার্ট করতে Xiaomi ENCHEN Boost 2 Hair Trimmer হতে পারে আপনার পারফেক্ট সঙ্গী। হালকা ওজনের মাত্র 142 গ্রাম হওয়ায় এই ট্রিমারটি হাতে নিতে বেশ কমফোর্ট ফিল হবে। দীর্ঘ সেশন ইউজেও পাবেন একই কমফোর্টনেস।

এই ট্রিমারে আছে 7টি লেন্থ সেটিংস (3mm – 21mm), যা একটি স্লাইডার-টাইপ পজিশনিং কম্ব দিয়ে কন্ট্রোল করা যায়। ফলে হেয়ারকাট বা দাড়ি ট্রিমিং, যেটাই করুন না কেন, আপনার স্টাইল সবসময় থাকবে শার্প আর পারফেক্ট। 

ট্রিমারটিতে ন্যানোসেরামিক ব্লেড থাকায় এটি কাটিংয়ের সময় অত্যন্ত স্মুথ ফিল দিবে। পাশাপাশি 55dB এর কম নয়েজ লেভেল থাকার কারণে ব্যবহারকালে বিরক্তিকর শব্দ প্রায় শুনতেই পাবেন না। এছাড়াও এতে রয়েছে টু-স্পিড কন্ট্রোল সিস্টেম, যা বিভিন্ন ধরনের হেয়ার ট্রিমিং আরও সহজ করবে।

আর ব্যাটারির দিক থেকে এটি সত্যিই পাওয়ারফুল। মাত্র 90 মিনিট চার্জেই পেয়ে যাবেন দীর্ঘ 3 মাস পর্যন্ত ইউজএবল ব্যাটারি ব্যাকআপ। এর স্মার্ট ফাস্ট চার্জ টেকনোলজি মাত্র 50 মিনিটে ব্যাটারিকে প্রায় ফুল চার্জ করে ফেলতে পারে। ট্রিমারটির সাথে প্যাকেজে পাচ্ছেন Boost Hair Clipper, USB কেবল, ক্লিনিং ব্রাশ ও অয়েল।

Xiaomi ENCHEN Boost 2 Hair Trimmer

Material – Plastic.

Playtime – 90-day battery life (Average Trimming Time).

Water Resistant – No.

Shop Now

৫। Kemei KM-809A Rechargeable Electric Trimmer

লিষ্টের শেষ পর্যায়ে এসে আবারো রাখতে হচ্ছে Kemei ব্রান্ডটি। এবারের মডেলটি সব কাজের জন্য একসাথে ব্যবহারযোগ্য একটি হেভি-ডিউটি ট্রিমার। স্টেইনলেস স্টিল ব্লেড আর পাওয়ারফুল 12W মোটর থাকায় এই ট্রিমারটি ফাস্ট, শার্প এবং একদম স্মুথ ট্রিমিং এক্সপেরিয়েন্স দেবে।

ইন্টেলিজেন্ট নয়েজ রিডাকশন ডিজাইন হওয়ায় ব্যবহারের সময় বেশ কমফোর্টেবল ফিল পাবেন। ফলে দাড়ি-চুল ট্রিমিং করার সময় বিরক্তিকর শব্দ শুনতে হবে না। এছাড়া এর LCD ডিসপ্লে আপনাকে সবসময় ব্যাটারি লেভেল সম্পর্কে আপডেট দিবে। তাই ব্যাটারির চার্জ পার্সেন্টেজ দেখেই ট্রিমিং শুরু করতে পারবেন। আর ব্যাটারির দিক থেকে বলতে গেলে এটিও যথেষ্ট শক্তিশালী। মাত্র ৪ ঘণ্টা চার্জেই পাওয়া যাবে প্রায় ২৪০ মিনিট পর্যন্ত প্লে-টাইম।

আরো আছে ৪টি লিমিট কম্ব, যার সাহায্যে বিভিন্ন হেয়ার লেন্থ সেট করে ব্যবহার করা যাবে। মানে চাইলে একদম শর্ট স্টাইল, আবার চাইলে লম্বা দাড়ি বা হেয়ার শেপও সহজেই মেইনটেইন করতে পারবেন। Kemei KM-809A আসলে একটি  একটি মাল্টি-ইউজ গ্যাজেট কারন এটি দিয়ে পেট গ্রুমিংও করা যাবে।

Kemei KM-809A Rechargeable Electric Trimmer

Material – Stainless Steel.

Playtime – 240 Minutes.

Water Resistant – No.

Battery capacity – 1000mAh.

Shop Now

ট্রিমার কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখবেন

একটি ভালো ট্রিমার কেনার সময় এই বিষয়গুলো মাথায় রাখলে আপনি বাজেটের মধ্যেই ভালো মানের ট্রিমার পেতে পারবেন।

  • স্টেইনলেস স্টিল বা সেল্ফ-শার্পেনিং ব্লেড দেখে কিনুন।
  • একবার চার্জে অন্তত ৬০ মিনিট ব্যবহার করা যায় কিনা দেখুন।
  • USB চার্জিং সুবিধা থাকলে যেকোনো জায়গায় চার্জ দেওয়া সহজ হবে।
  • বিভিন্ন লেন্থের জন্য অ্যাডজাস্টেবল কম্ব থাকলে সুবিধা পাবেন।
  • নরমাল ও লো-নয়েজ মোটর হলে ইউজার এক্সপেরিয়েন্স ভালো পাবেন।
  • লাইট ওয়েট এবং ভালো গ্রিপ আছে এমন মডেল নিন।
  • ওয়াশেবল হেড, LED ইন্ডিকেটর বা কুইক চার্জ থাকলে আরও ভালো হয়।

উপসংহার

বাজেটের মধ্যে একটি ভালো মানের ট্রিমার বা হেয়ার ক্লিপার বেছে নিতে উপরের ট্রিমারগুলো পর্যালোচনা করতে পারেন। এই ট্রিমারগুলি দিয়ে সহজেই ঘরে বসেই পাবেন সেলুনের মতো গ্রুমিং এক্সপেরিয়েন্স। তাই একটি ট্রিমার কেনার সময় প্রয়োজন অনুযায়ী সকল ফিচারসমূহ দেখে নিন।

আপনি চাইলে এখনই আপনার ট্রিমারটি Apple Gadgetsথেকে অর্ডার করতে পারেন। আমরা দিচ্ছি  100% অরিজিনাল প্রোডাক্ট, সিকিউরড ওয়ারেন্টি পলেসি ও ফাস্ট ডেলিভারি। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট অথবা নিজের পছন্দের ট্রিমারটি নিতে চলে আসুন  যান সরাসরি আমাদের আউটলেটে।

FAQs

কম দামে ভালো ব্র্যান্ডের ট্রিমার কোনটা?

Kemei, DIZO আর Xiaomi এর বেশ কিছু ট্রিমার কম দামে ভালো পারফরম্যান্স দেয়।

ট্রিমার একবার চার্জে কতক্ষণ ব্যবহার করা যায়?

মডেলের উপর নির্ভর করে- VGR V-937 প্রায় 500 মিনিট, DIZO Trimmer Neo 240 মিনিট, আর Xiaomi ENCHEN Boost স্বাভাবিক ইউজে ৯০ দিন ব্যবহার করা যায়।

ট্রিমার কি ভিজে বা ধুয়ে পরিষ্কার করা যায়?

হ্যাঁ, বেশিরভাগ মডেলে ওয়াশেবল হেড ও detachable parts থাকে, যেমন DIZO Trimmer Neo।

কোন ট্রিমারগুলো USB চার্জিং সাপোর্ট করে?

VGR V-937, DIZO Trimmer Neo, Xiaomi ENCHEN Boost সহ বেশিরভাগ নতুন ট্রিমারেই USB Type-C বা সাধারণ USB চার্জিং সাপোর্ট থাকে।

বাজেট ট্রিমার কিনতে গেলে কোন বিষয়গুলো খেয়াল রাখা জরুরি?

বাজেট ট্রিমার কিনতে গেলে ট্রিমারের ব্লেডের কোয়ালিটি, ব্যাটারি ব্যাকআপ, চার্জিং সিস্টেম, ট্রিমিং লেন্থ সেটিংস, ও গ্রিপের ডিজাইন দেখে কেনা ভালো। 

Similar Posts