স্মার্টফোন চার্জ না হওয়ার কারণ

স্মার্টফোন চার্জ না হওয়ার কারণ

আমাদের দৈনন্দিন জীবনে স্মার্টফোন এতটাই জড়িত হয়ে পড়েছে যে, ফোন চার্জ না হওয়া মানেই যেন এক বিরাট সমস্যা। আপনিও কখনো না কখনো ফোন চার্জ না হওয়ার সমস্যায় পড়ে থাকেন, কিন্তু কেনই বা এমন হয়? আসুন জেনে নিই ফোনে চার্জ না হওয়ার পিছনে কী কারণগুলো থাকতে পারে।

১. চার্জার এবং ক্যাবলের সমস্যা:

ক্ষতিগ্রস্ত অংশ: চার্জারের তার বা ক্যাবলের যেখানে মোড় বা ভাঁজ বেশি হয়, সেখানে তার ভেতরের তারগুলি ছিঁড়ে যেতে পারে। এতে চার্জ সঠিকভাবে ফোনে পৌঁছাতে পারে না। যার ফলে চার্জ নেয় না, এমতাবস্থায় কেবল চেঞ্জ করে দেখুন। 

অসামঞ্জস্যপূর্ণ ভোল্টেজ: কিছু চার্জারের ভোল্টেজ আপনার ফোনের সাথে মিল নাও মানতে পারে। এতেও চার্জিংয়ের সমস্যা হতে পারে। চার্জিং এর সময় আন অথোরাইজ চার্জার ক্রয় থেকে বিরত থাকুন।

২. চার্জিং পোর্টের সমস্যা:

অক্সিডেশন: চার্জিং পোর্টে ধুলো, ময়লা জমে অথবা পানি ঢুকে গেলে অক্সিডেশন হতে পারে। এতে চার্জিং পিনগুলি সঠিকভাবে সংযোগ স্থাপন করতে পারে না। যার ফলে ঠিক মত চার্জ নেয়না, অনেক সময় পানি ডুকে থাকলে ওয়ার্নিং দেয়া হয়ে থাকে এবং চার্জিং পোর্ট ক্লিন করার জন্য বলা হয়। 

বেন্ড বা ড্যামেজ: যদি চার্জিং পোর্টে কোনো আঘাত লেগে থাকে বা তা বেঁকে যায়, তাহলেও চার্জিং হবে না। চার্জার পোর্ট অনেক পুরাতন হলে যদি ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে চার্জ হয় না। এমন সমস্যা হলে ফোনের চার্জিং পোর্ট পরিবর্তন করতে হবে। 

লিন্ট বা ছোট কণা: কখনো কখনো ছোট ছোট লিন্ট বা অন্যান্য কণা চার্জিং পোর্টে আটকে যেতে পারে এবং চার্জিং বাধাগ্রস্ত করতে পারে।

৩. ফোনের সফটওয়্যার সমস্যা:

অপারেটিং সিস্টেমের গ্লিচ: কোনো সফটওয়্যার আপডেটের পর বা অন্য কোনো কারণে ফোনের অপারেটিং সিস্টেমে গ্লিচ হতে পারে। যার ফলে ওয়ার্নিং দিয়ে থাকে এবং চার্জিং বেশ স্লো হয়ে থাকে। 

ব্যাকগ্রাউন্ড অ্যাপ: কিছু অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকলে চার্জিং প্রক্রিয়ায় সমস্যা হতে পারে।

সফটওয়্যার বাগ: ফোনের সফটওয়্যারে কোনো বাগ থাকলেও চার্জিং সমস্যা হতে পারে।

৪. ব্যাটারির সমস্যা:

ব্যাটারি পুরাতন হলে: সময়ের সাথে সাথে সব ব্যাটারির আয়ু শেষ হয়ে যায়। এতে ফোন চার্জ ধরে না। যার ফলে চার্জ হুট করে কমে যায় এবং ফোনে চার্জ থাকেনা।

ব্যাটারি ফুলে গেলে: অতিরিক্ত চার্জ করা বা অন্য কোনো কারণে ব্যাটারি ফুলে যেতে পারে। এতে চার্জিং পোর্টে চাপ পড়ে এবং চার্জিং বাধাগ্রস্তহয়। অন্যদিকে ব্যাটারি ফুলে গেলে এটি ফোনের জন্য বেশ বিপজ্জনক। 

ভেতরের ক্ষতি: ব্যাটারির ভেতরের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলেও চার্জিং সমস্যা হতে পারে। হাত থেকে পড়ে গেলে বা কোনো ফিজিক্যাল ড্যামেজের কারণে এমন হতে পারে। 

৫. অন্যান্য কারণ:

ফোন ওভার হিট হওয়া: যদি ফোন খুব বেশি গরম হয়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে চার্জিং বন্ধ হয়ে যেতে পারে। ফোন ওভারহিট হলে ফোন ঠান্ডা না হওয়া পর্যন্ত অনেক সময় ফোন অন হয় না। 

পরিবেশ: অতিরিক্ত ঠান্ডা বা গরম পরিবেশে ফোন চার্জ হতে সময় লাগতে পারে বা চার্জ নাও হতে পারে। সেক্ষেত্রে ব্যাটারি ড্রেইন ও হতে পারে। 

হার্ডওয়্যারের অন্য কোনো সমস্যা: মাদারবোর্ড, চিপসেট ইত্যাদি হার্ডওয়্যারের কোনো সমস্যার কারণেও চার্জিং সমস্যা হতে পারে।

উপরোক্ত সমস্যার গুলির সমাধানঃ

  • চার্জার এবং ক্যাবল পরিবর্তন করুন: অন্য একটি চার্জার এবং ক্যাবল ব্যবহার করে দেখুন।
  • চার্জিং পোর্ট পরিষ্কার করুন: একটি ছোট ব্রাশ বা কম্প্রেসড এয়ার ব্যবহার করে চার্জিং পোর্ট পরিষ্কার করুন এবং পুনরায় চেষ্টা করুন।
  • ফোন রিস্টার্ট করুন: ফোন রিস্টার্ট করলে অনেক সময় সফটওয়্যার সমস্যা সমাধান হয়ে যায়।
  • ফোন আপডেট করুন: যদি কোনো সফটওয়্যার আপডেট পাওয়া যায়, তা ইনস্টল করুন। সম্ভব হলে ফোনটি ব্যাকাপ নিয়ে রিসেট করুন। 
  • সেফ মোডে চালু করুন: সেফ মোডে চালু করে দেখুন সমস্যাটি কোনো অ্যাপের কারণে হচ্ছে কিনা।
  • ব্যাটারি পরিবর্তন করুন: যদি উপরের কোনো সমাধান কাজ না করে, তাহলে সম্ভবত ব্যাটারি বদলানোর প্রয়োজন হতে পারে।
  • মোবাইল রিপেয়ার করুন: যদি নিজে সমস্যা সমাধান করতে না পারেন, তাহলে কোনো অভিজ্ঞ মোবাইল রিপেয়ার শপে যোগাযোগ করুন।

আশা করি এই বিস্তারিত আলোচনার মাধ্যমে আপনি ফোনে চার্জ না হওয়ার সমস্যার সঠিক কারণ খুঁজে বের করতে পারবেন এবং সমাধান করতে পারবেন। ব্লগটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। 

Similar Posts