কিস্তিতে মোবাইল ফোন কেনার উপায়!
বর্তমানে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অংশ। কিন্তু পছন্দের মোবাইল ফোন কেনার সময় অনেকেই বাজেটের সীমাবদ্ধতার মুখোমুখি হন। বিশেষ করে, যদি ফোনটি হয় অ্যাপল বা স্যামসাং-এর মতো প্রিমিয়াম ব্র্যান্ডের। ঠিক এ কারণেই Apple Gadgets নিয়ে এসেছে সহজ ও সুবিধাজনক EMI (Equated Monthly Installment) সুবিধা, যার মাধ্যমে আপনি মাসিক কিস্তিতে যেকোনো ব্রান্ডের মোবাইল ফোন কিনতে পারবেন।
এই সুবিধার মাধ্যমে আপনি বড় অঙ্কের টাকা একবারে পরিশোধ না করেও স্বল্প মাসিক কিস্তিতে আপনার পছন্দের স্মার্টফোন কিনতে পারবেন। এই ব্লগ পোষ্টে আমরা জানবো Apple Gadgets থেকে কিস্তিতে মোবাইল কেনার নিয়ম, প্রয়োজনীয় শর্ত এবং সুবিধাগুলো। তাই, যদি আপনিও কিস্তিতে মোবাইল কেনার কথা ভেবে থাকেন, তবে বিস্তারিত জানতে পুরো লেখাটি পড়ুন।
কিস্তিতে মোবাইল কেনার সুবিধা
বাজেটের সীমাবদ্ধতার কারণে অনেকেই একবারে পুরো টাকা দিয়ে মোবাইল কেনার সুযোগ পান না। ঠিক এই জায়গাতেই কিস্তিতে মোবাইল কেনার সুবিধা কাজে আসে। EMI (Equated Monthly Installment) পদ্ধতির মাধ্যমে ক্রেতারা ধাপে ধাপে টাকা পরিশোধ করে সহজেই তাদের পছন্দের ফোন কিনতে পারেন।
একবারে বড় অঙ্কের টাকা পরিশোধের চাপ কম
অনেকেই নতুন ফোন কেনার জন্য মাসের পর মাস সঞ্চয় করেন বা একবারে পুরো টাকা পরিশোধ করতে হিমশিম খান। EMI সুবিধা এই সমস্যার সমাধান করে। কিস্তিতে মোবাইল কেনার মাধ্যমে বড় অঙ্কের অর্থ একসঙ্গে পরিশোধের প্রয়োজন হয় না, বরং নির্দিষ্ট মাসিক কিস্তির মাধ্যমে ক্রেতারা সহজেই তাদের ফোনের মূল্য পরিশোধ করতে পারেন।
বাজেটের সীমাবদ্ধতার মধ্যেও নতুন ফোন কেনার সুযোগ
অনেক সময় বাজেটের কারণে পছন্দের স্মার্টফোন কেনা সম্ভব হয় না। বিশেষ করে, Apple-এর মতো প্রিমিয়াম ব্র্যান্ডের ডিভাইস কেনার ক্ষেত্রে অনেকেই দ্বিধায় থাকেন। EMI সুবিধার মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে কিস্তি পরিশোধ করে ফোন কেনার সুযোগ পাওয়া যায়।
নির্দিষ্ট ব্যাংক ও বিক্রেতার মাধ্যমে কিস্তির সুবিধা
বাংলাদেশের বেশ কিছু ব্যাংক এবং মোবাইল রিটেইল স্টোর EMI সুবিধা প্রদান করে। Apple Gadgets-এর মতো নির্ভরযোগ্য বিক্রেতারা ক্রেডিট কার্ডধারীদের জন্য সহজ কিস্তির মাধ্যমে যেকোনো ব্রান্ডের মোবাইল কেনার সুযোগ দেয়। এখানে EMI সুবিধা বিভিন্ন সময়সীমায় (৩, ৬, ৯, ১২, ১৮, ২৪ এবং ৩৬ মাস) পর্যন্ত পাওয়া যায়, যা ক্রেতারা তাদের সুবিধা অনুযায়ী বেছে নিতে পারেন।
ঝামেলাবিহীন কিস্তির সুবিধা
অনেক ক্ষেত্রে কিস্তিতে পণ্য কেনার সময় ক্রেতাকে বিভিন্ন ঝামেলা পোহাতে হয় । তবে Apple Gadgets ক্রেতাদের কিস্তি পরিশোধের ক্ষেত্রে স্বচ্ছ ও ঝামেলাবিহীন পন্থা অবলম্বন করে থাকে। ফলে ক্রেতারা স্বচ্ছ ও নির্ভরযোগ্য চুক্তি অনুযায়ী কিস্তিতে ফোন কিনতে পারেন।
অনলাইন ও অফলাইনে EMI সুবিধা
বর্তমানে EMI সুবিধা অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে পাওয়া যায়। অনেকেই শোরুমে গিয়ে কিস্তিতে ফোন কেনার কথা ভাবেন, আবার কেউ অনলাইনে অর্ডার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। Apple Gadgets উভয় ধরনের সুবিধা প্রদান করে, যাতে ক্রেতারা তাদের সুবিধামতো EMI অপশন বেছে নিতে পারেন।
কিস্তিতে মোবাইল কেনার সুবিধা শুধু আর্থিকভাবে সহায়ক নয়, বরং এটি ক্রেতাদের জন্য একটি সহজ এবং স্মার্ট কেনাকাটার সমাধান। Apple Gadget-এর সাথে EMI পদ্ধতির মাধ্যমে পছন্দের স্মার্টফোন কেনা এখন আগের চেয়ে অনেক সহজ এবং সাশ্রয়ী।
কিস্তিতে মোবাইল অর্ডার
Apple Gadgets থেকে EMI (Equated Monthly Installment) সুবিধার মাধ্যমে ক্রেতারা তাদের পছন্দের ব্যান্ডের যেকোনো মডেলের ডিভাইস নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে মাসিক কিস্তিতে কিনতে পারেন। যারা একবারে পুরো মূল্য পরিশোধ করতে চান না বা বাজেটের সীমাবদ্ধতার কারণে কাঙ্ক্ষিত মডেলের ফোন কিনতে পারছেন না, তাদের জন্য এই পদ্ধতিটি সেরা।
অনলাইনে কিস্তিতে মোবাইল অর্ডার করার নিয়ম
Apple Gadgets-এর ওয়েবসাইট থেকে EMI সুবিধায় মোবাইল কেনার জন্য কয়েকটি পর্যায় অনুসরণ করতে হয়। প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করে পছন্দের ডিভাইস নির্বাচন করতে হবে। প্রতিটি পণ্যের পেমেন্ট অপশনে EMI-এর সুবিধা উল্লেখ থাকে, যা নির্বাচন করার মাধ্যমে কিস্তির সুবিধা গ্রহণ করা যাবে।
এরপর EMI অপশন সক্রিয় করতে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। Apple Gadgets বর্তমানে দেশের ৩১ টি ব্যাংকের ক্রেডিট কার্ডধারীদের জন্য EMI সুবিধা প্রদান করে থাকে। EMI পেমেন্ট নিশ্চিত করার পর, নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য গ্রাহকের ঠিকানায় পৌঁছে দেওয়া হয়।
অফলাইন কিস্তির মাধ্যমে অর্ডার করার নিয়ম
যারা সরাসরি শোরুম থেকে কিস্তিতে মোবাইল কিনতে চান, তারা Apple Gadgets-এর যে কোনো শোরুমে গিয়ে EMI সুবিধার জন্য আবেদন করতে পারেন। শোরুমে ক্রেতাকে প্রথমে তার পছন্দের ফোনটি বেছে নিতে হবে এবং এরপর কিস্তির সুবিধা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে EMI প্রক্রিয়া শুরু করতে হবে।
শোরুম থেকে EMI সুবিধা পেতে হলে, গ্রাহকের অবশ্যই নির্ধারিত ব্যাংকের ক্রেডিট কার্ড থাকতে হবে। ব্যাংকভেদে কিস্তির মেয়াদ ৩ থেকে ৩৬ মাস পর্যন্ত হতে পারে, যা গ্রাহকের পছন্দ অনুযায়ী নির্ধারণ করা যাবে। প্রয়োজনীয় কয়েকটি ধাপে EMI প্রসেসিং সম্পন্ন হলে ফোনটি গ্রাহকের হাতে তুলে দেওয়া হয়।
কিস্তির সময়কাল এবং ব্যাংক সুবিধা
Apple Gadgets দেশের শীর্ষস্থানীয় এবং অনুমোদিত ৩১টি ব্যাংকের সাথে EMI সুবিধা প্রদান করে। গ্রাহকরা ৩, ৬, ৯, ১২, ১৮, ২৪ অথবা ৩৬ মাসের EMI সুবিধা নিতে পারেন। আপনি আপনার সামর্থ্যের কথা চিন্তা করে একটা সময় বেছে নিয়ে কিস্তি সুবিধা নিতে পারবেন।
কিস্তিতে মোবাইল কোথায় পাবো?
Apple Gadgets গ্রাহকদের জন্য নির্ভরযোগ্য EMI সুবিধা প্রদান করে, যা অন্যান্য অনেক বিক্রেতার তুলনায় সহজ এবং সুবিধাজনক।
এছাড়া, Apple Gadgets থেকে কিস্তিতে মোবাইল কেনার সুবিধাগুলোর মধ্যে রয়েছে –
- সহজ EMI প্রসেসিং এবং দ্রুত অনুমোদন।
- নির্ধারিত ৩১ টি ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত কিস্তির সুবিধা।
- অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই EMI সুবিধা।
যারা প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোন ডিভাইস কিনতে চান কিন্তু একবারে পুরো মূল্য পরিশোধ করতে পারছেন না, তাদের জন্য Apple Gadgets-এর EMI সুবিধা একটি দুর্দান্ত সমাধান।
কিস্তিতে মোবাইল কেনার শর্তাবলী
EMI সুবিধা পেতে হলে ব্যাংক, বিক্রেতা এবং ক্রেতার মধ্যে নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করতে হয়। সঠিকভাবে এই শর্তগুলো জানা না থাকলে পরে জটিলতায় পড়ার আশঙ্কা থাকে।
১. নির্দিষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ড থাকা বাধ্যতামূলক
বাংলাদেশে EMI সুবিধা সাধারণত ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রদান করা হয়। অর্থাৎ, যেসব গ্রাহকের ক্রেডিট কার্ড নেই, তারা এই সুবিধা নিতে পারবেন না। এবং সবচেয়ে ইম্পরট্যান্ট ব্যাপার হলো আপনার কাছে অনুমোদিত ব্যাংকের ক্রেডিট কার্ড থাকতে হবে। আলাদা আলাদা বিক্রেতা প্রতিষ্ঠান আলাদা আলাদা ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রহণ করে থাকে। Apple Gadgets থেকে কিস্তিতে মোবাইল কেনার জন্য ৩১টি শীর্ষস্থানীয় ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রহণযোগ্য।
২. নির্দিষ্ট মেয়াদ বেছে নেওয়া এবং লিমিট থাকা
EMI সুবিধা বিভিন্ন সময়সীমার জন্য পাওয়া যায়, যেমন ৩, ৬, ৯, ১২, ১৮, ২৪ বা ৩৬ মাস। গ্রাহক তার সামর্থ্য অনুযায়ী কিস্তির সময়কাল নির্ধারণ করতে পারেন। তবে EMI-এর সময়সীমা অনুযায়ী মাসিক কিস্তির পরিমাণ নির্ধারিত হয়, তাই সময়সীমার বিষয়টি ভালোভাবে যাচাই করা জরুরি। এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার কার্ডের পর্যাপ্ত লিমিট থাকা। আপনার কাছে থাকা কার্ডটির লিমিট না থাকলে আপনি সেই কার্ড দিয়ে কিস্তি সুবিধা নিতে পারবেন না।
৩. নির্ধারিত সময়ের মধ্যে কিস্তি পরিশোধ করতে হবে
EMI সুবিধা গ্রহণের পর নির্দিষ্ট সময়সীমার মধ্যে মাসিক কিস্তি পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হলে অতিরিক্ত জরিমানার মুখে পড়তে হতে পারে। কিছু ব্যাংক লেট ফি বা অতিরিক্ত চার্জ আরোপ করে, যা ক্রয়ের সময় জেনে নেওয়া উচিত।
৪. অতিরিক্ত সার্ভিস চার্জ প্রযোজ্য হতে পারে
কিছু ক্ষেত্রে EMI সুবিধার জন্য অতিরিক্ত চার্জ দিতে হতে পারে, যেটা সাধারণত সার্ভিস চার্জ হিসেবে নেয়া হয়। তবে Apple Gadgets-তে ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন EMI পেমেন্ট করলে সাধারণত কোনো অতিরিক্ত সার্ভিস চার্জ গুনতে হয় না । এটি ক্রেতাদের জন্য একটি বিশেষ সুবিধা।
৫. কিস্তিতে কেনা মোবাইল ফেরতযোগ্য নয়
EMI-এর মাধ্যমে কেনা মোবাইল ফোন সাধারণত ফেরতযোগ্য বা এক্সচেঞ্জযোগ্য নয়। অর্থাৎ, একবার কিস্তিতে ফোন কেনার পর সেটি ফেরত দেওয়া সম্ভব হয় না। তাই ফোন কেনার আগে ভালোভাবে যাচাই করা উচিত।
৬. বিশেষ অফার ও ডিসকাউন্ট EMI-এর জন্য প্রযোজ্য নাও হতে পারে
অনেক সময় বিভিন্ন মোবাইল ফোনে বিশেষ ছাড় বা ক্যাশব্যাক অফার দেওয়া হয়। তবে কিছু ক্ষেত্রে EMI সুবিধা নেওয়ার ফলে সেই অফার প্রযোজ্য নাও হতে পারে। তাই EMI নেওয়ার আগে বিক্রেতার কাছ থেকে এ বিষয়ে নিশ্চিত হওয়া উচিত।
কিস্তিতে মোবাইল কেনার সময় করণীয় ও সতর্কতা
EMI সুবিধা গ্রহণের আগে সঠিক পরিকল্পনা এবং সতর্কতা অবলম্বন করলে এটি হবে একটি স্মার্ট সিদ্ধান্ত। নিচে কিস্তিতে মোবাইল কেনার সময় করণীয় ও সতর্কতার বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
কিস্তির শর্তাবলী ভালোভাবে বুঝে নিনঃ EMI সুবিধা নেওয়ার আগে ব্যাংক এবং বিক্রেতার শর্তাবলী ভালোভাবে বুঝতে হবে। মাসিক কিস্তির পরিমাণ, লুকানো চার্জ, জরিমানা বা লেট ফি, এবং ফেরতের নীতিমালা সম্পর্কে নিশ্চিত হয়ে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত।
মাসিক কিস্তির পরিমাণ হিসাব করুনঃ EMI সুবিধা গ্রহণের আগে নিজের মাসিক আয় ও ব্যয়ের হিসাব করে দেখতে হবে যে নির্ধারিত কিস্তি পরিশোধ করা সম্ভব হবে কি না। উচ্চমূল্যের ফোন কিনতে গিয়ে যদি মাসিক কিস্তি বেশি হয়ে যায়, তাহলে তা আর্থিকভাবে চাপ সৃষ্টি করতে পারে।
নির্ভরযোগ্য বিক্রেতা থেকে মোবাইল কিনুনঃ সব বিক্রেতা সহজ EMI সুবিধা প্রদান করে না বরং অনেক ক্ষেত্রে অতিরিক্ত সুদ বা লুকানো চার্জ আরোপ করতে পারে। Apple Gadgets-এর মতো নির্ভরযোগ্য ও স্বীকৃত বিক্রেতার কাছ থেকে EMI-তে মোবাইল কেনা হলে, কোনো হিডেন চার্জ ছাড়াই সুবিধা পাওয়া যায়।
EMI সুবিধার জন্য প্রয়োজনীয় কী কী কাগজপত্র লাগে? কিস্তিতে মোবাইল কেনার জন্য সাধারণত বেসিক কাগজপত্র, ক্রেডিট কার্ডের নির্দিষ্ট লিমিট এবং ব্যাংকের অনুমোদন প্রয়োজন হয়। খুব বেশি কাগজপত্রের প্রয়োজন নেই তবে মাঝে মধ্যে জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হতে পারে।
কিস্তিতে মোবাইল কেনা আজকের যুগে স্মার্ট কেনাকাটার একটি জনপ্রিয় পদ্ধতি। যারা একবারে বড় অঙ্কের টাকা খরচ করতে চান না, তাদের জন্য EMI সুবিধা একটি চমৎকার সমাধান। তবে EMI সুবিধা গ্রহণের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানা এবং সঠিকভাবে পরিকল্পনা করা প্রয়োজন।
সুতরাং, যদি আপনি কিস্তিতে মোবাইল কেনার কথা ভেবে থাকেন, তবে আগে এর সকল শর্তাবলী ভালোভাবে জেনে, নিজের সামর্থ্য অনুযায়ী EMI প্ল্যান বাছাই করুন এবং একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম থেকে কেনাকাটা করুন।
Apple Gadgets-এর EMI পলিসি, অনুমোদিত ব্যাংক এবং কিস্তির পরিমান সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের EMI and Payment Policy পেইজ। এছাড়া আপনার যেকোনো জিজ্ঞাসা/ বিভ্রান্তি/ অভিযোগ/ পরামর্শ-র জন্য যোগাযোগ করতে পারেন : 09678148148 এই নাম্বারে।

Adnan Rashed Khan is the Director of Apple Gadgets, known for his passion for creative technology solutions. He shares technical tips and tricks to enhance user experiences and streamline processes. Adnan’s innovative approach and commitment to excellence make him a leading figure in the tech industry.