২০,০০০ টাকার মধ্যে সেরা স্যামসাং মোবাইল ফোন

২০,০০০ টাকার মধ্যে সেরা স্যামসাং মোবাইল ফোন

বাজেট ২০,০০০ টাকা? এই বাজেটে কি ভালো স্যামসাং মোবাইল পাওয়া সম্ভব? অবশ্যই সম্ভব!
স্যামসাং তাদের বাজেট রেঞ্জে এমন কিছু স্মার্টফোন লঞ্চ করেছে, যাতে রয়েছে দুর্দান্ত পারফরমেন্স, স্টাইলিশ ডিজাইনের সাথে আধুনিক সব ফিচার এবং ভালো ব্যাটারি ব্যাকআপ। তাই আপনি যদি বাজাটের ভিতর ব্র্যান্ডভ্যালুসহ স্মার্টফোন খুঁজে থাকেন, তবে ২০,০০০ টাকার মধ্যে স্যামসাং-এর লেটেষ্ট কিছু মডেল হতে পারে আপনার জন্য পারফেক্ট চয়েজ।

অসাধারনসব ফিচার সমৃদ্ধ স্যামসাং-এর Galaxy F15 5G, Galaxy M15 5G, Galaxy A16 4G, এবং Galaxy M06 5G পাচ্ছেন ২০,০০০ টাকার মধ্যেই। এই মডেলগুলোর ফিচার নিয়ে বিস্তারিত আলোচনার পর আপনার জন্য থাকবে আরো কিছু জনপ্রিয় স্যামসাং ফোনের তালিকা। তাহলে চলুন, শুরু করা যাক।

২০ হাজার টাকায় ৬টি স্যামসাং ফোন তালিকা

১। Galaxy F15 5G

Galaxy F15 5G

আপনি যদি এমন একটি ফোন খুঁজে থাকেন যা বাজেটের মধ্যেই ৫জি সাপোর্ট ও দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ দিতে পারে, তাহলে Galaxy F15 5G আপনার জন্য। এই ফোনে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি, ৬.৬ ইঞ্চির Super AMOLED ডিসপ্লে, এবং Dimensity 6100+ প্রসেসর। এটির 6/128GB স্টোরেজ মডেলটি পাবেন ২০ হাজারের কমেই। 

চলুন এবার দেখে নেওয়া যাক Galaxy F15 5G-এর কিছু বিশেষ দিক। 

Galaxy F15 5G-এর Super AMOLED ডিসপ্লেটির রেজ্যুলেশন Full HD+ এবং রিফ্রেশ রেট ৯০ হার্জ। এই স্ক্রিনের কালার ও কনট্রাস্ট এককথায় দারুণ। তবে ফোনটির ডিজাইন দেখতে বেশ প্রিমিয়াম হলেও পিছনের প্লাস্টিক বডি কিছুটা সাদামাটা মনে হতে পারে।

ফোনটিতে ব্যবহৃত হয়েছে MediaTek Dimensity 6100+ চিপসেট, যা ৫জি কানেক্টিভিটির পাশাপাশি স্মুথ ইউজার এক্সপেরিয়েন্স দিবে। হেভি গেমিং ব্যতীত এটি রেগুলার ইউজ এবং মিড লেভেল মাল্টিটাস্কিং-এ যথেষ্ট ভালো কাজ করে।

Galaxy F15 5G-তে রয়েছে- 

  • ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা
  • ৫ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং 
  • ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স

দিনের আলোতে ছবি ভালো আসে, কিন্তু রাতের আলোতে শার্পনেস কিছুটা কমে যেতে পারে। এছাড়া সেলফির জন্য ১৩ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে, যেটি সাধারণ ইউজের জন্য ঠিকঠাক।

এই ফোনের মূল আকর্ষণই হল এর ৬০০০ এমএএইচ ব্যাটারি। সাধারণ ব্যবহারে একবার চার্জে প্রায় দুই দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যায়। এর সঙ্গে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট তো রয়েছেই। 

Galaxy F15 5G মূলত Android 14 বেসড Samsung-এর One UI Core 6.0 ভার্সনে রানিং পাওয়া যাবে। Samsung ঘোষণা করেছে এই ফোনে পরবর্তী চারটি ভার্সনে Android আপডেট ও ৫ বছরের সিকিউরিটি প্যাচ দেওয়া হবে, যা এই বাজেট সেগমেন্টে সত্যিই প্রশংসনীয়।

Galaxy F15 5G নিয়ে ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে এর ৬০০০ mAh ব্যাটারি এবং Super AMOLED ডিসপ্লে। অনেকেই বলেছেন, “এই দামে AMOLED এবং ৫জি এক দারুণ কম্বিনেশন।” যারা সোশ্যাল মিডিয়া চালান, ভিডিও দেখেন বা দিনে মাঝারি ব্যবহারে ফোন চালান, তারা এই ফোনে সন্তুষ্ট।

আরও পড়ুনঃ- Samsung Battery Backup Phone

২। Galaxy M15 5G

Galaxy M15 5G

রেগুলার ইউজের জন্য লং ব্যাটারি ব্যাকআপ এবং চোখ জুড়ানো AMOLED ডিসপ্লের জন্য Galaxy M15 5G হতে পারে আপনার জন্য সেরা একটি চয়েজ। এই ফোনটি মূলত Samsung-এর M সিরিজের বাজেট ফ্রেন্ডলি মডেল, যেখানে আপনি পাচ্ছেন ৫জি কানেক্টিভিটি, ৬০০০ এমএএইচ ব্যাটারি, এবং One UI এর সুপরিচিত সফটওয়্যার সাপোর্ট। এর 6/128GB ভেরিয়েন্টটি পাবেন ২০ হাজারের মধ্যেই। 

এখন চলুন, Galaxy M15 5G-এর মূল ফিচারগুলো একটু বিস্তারিতভাবে দেখে নিই।

Galaxy M15 5G-তে রয়েছে ৬.৫ ইঞ্চির Full HD+ Super AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্জ। এই দামের মধ্যে AMOLED ডিসপ্লে পাওয়া এখনো অনেক বড় অ্যাডভান্টেজ, আর Samsung এর প্যানেল হওয়ায় কালার কনট্রাস্ট এবং ব্রাইটনেস সত্যিই চমৎকার। ফোনের ডিজাইনটি সিম্পলি স্টাইলিশ, এবং পিছনের অংশটি কিছুটা ম্যাট ফিনিশ হওয়ায় হাতে গ্রিপ পাওয়া যায়।

Galaxy M15 5G এ ব্যবহৃত হয়েছে MediaTek Dimensity 6100+ চিপসেটে, যেটি সাধারণ ব্যবহারের জন্য যথেষ্ট ভালো পারফরম্যান্স দেয়। এটি দিয়ে লাইট গেমিং, সোশ্যাল মিডিয়া এবং মাল্টিটাস্কিং খুব স্মুথলি করা যায়।

এই ফোনের পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরাঃ

  • ৫০ মেগাপিক্সেল প্রাইমারি
  • ৫ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং
  • ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। 

দিনের আলোতে ছবি ভালো আসে, কালার স্যাচুরেশন মোটামুটি ঠিকঠাক। সামনে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে, যেটি ভিডিও কল কিংবা সেলফির জন্য ভালোই। 

Galaxy M15 5G-তে দেওয়া হয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি, যেটি সাধারণ ব্যবহারকারীদের জন্য অনায়াসে দুই দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। সাথে রয়েছে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

ফোনটি Android 14 ও One UI 6-এ রানিং রয়েছে, যা বেশ ক্লিন ও ইউজার ফ্রেন্ডলি। Samsung তাদের এই মডেলটিতেও পরবর্তী চারটি ভার্সনে Android আপডেট এবং ৫ বছরের সিকিউরিটি প্যাচ আপডেট দিবে।

Galaxy M15 5G নিয়েও অনেকটা পূর্বের মডেলটির ন্যায় একই ধরনের রিভিউ পাওয়া গেছে, তবে একটি বিষয় স্পষ্ট যে অনেক ইউজার এটিকে F15-এর slightly refined ভার্সন হিসেবে দেখেছেন। Super AMOLED ডিসপ্লে এবং বড় ব্যাটারি এটিরও মূল আকর্ষণ। অনেকেই বলছেন, “Display quality একেবারে eye-pleasing, especially in this price.” এর সফটওয়্যার এক্সপেরিয়েন্স নিয়ে অনেকেই সন্তুষ্ট, কারণ এটি One UI Core হলেও বেশ স্মুথ।

আরও পড়ুনঃ- ২০ হাজার টাকার মধ্যে ভালো স্মার্টফোন

৩। Samsung Galaxy A16 4G 

Galaxy A16 4G 

Samsung Galaxy A16 4G ২০২৪ সালের নভেম্বর মাসে লঞ্চ হওয়া  স্যামসাং-এর একটি বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন। এই ফোনেও রয়েছে Super AMOLED ডিসপ্লে ও 50 MP ট্রিপল রিয়ার ক্যামেরা 

Galaxy A16 4G ফোনটির ৬.৭ ইঞ্চির Super AMOLED ডিসপ্লের রেজ্যুলেশন Full HD+ এবং রিফ্রেশ রেট ৯০ হার্জ। ডিসপ্লেটি রঙে প্রাণবন্ত, স্মুথ স্ক্রলিং এবং ভিডিও দেখা‍য় অনেক বেশি উপভোগ্য। এতে ব্যবহার করা হয়েছে Gorilla Glass, যা সাধারণ স্ক্র্যাচ বা হালকা আঘাতে ডিসপ্লেটিকে রক্ষা করে।

এই ফোনে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G99 চিপসেট, যেটি ৬ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি হওয়ায় বেশ পাওয়ার এফিশিয়েন্ট। সাথে রয়েছে ৬ জিবি RAM এবং ১২৮ জিবি স্টোরেজ। সাধারণ কাজ যেমন ফেসবুক চালানো, ইউটিউব দেখা বা মেসেজিং অ্যাপস ব্যবহারে কোনও সমস্যা হয় না। তবে ভারী গেমিং বা মাল্টিটাস্কিংয়ের সময় মাঝে মাঝে ফোনটি স্লো হয়ে যেতে পারে।

ফোনটির পিছনের ক্যামেরা হিসেবে রয়েছে- 

  • ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা
  • ৫ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স
  • ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স

দিনের আলোতে ক্যামেরার পারফরম্যান্স বেশ ভালো, ছবি ডিটেইলসসহ আসে। সেলফির জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, যেটি ভালো আলো পেলে ঠিকঠাক ছবি তোলে।

Galaxy A16 4G ফোনটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা রেগুলার ইউজে অনায়াসে একদিন বা তারও বেশি সময় চলে যায়। সাথে রয়েছে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং, যার মাধ্যমে কম সময়েই ফোন চার্জ করে নেওয়া যাবে। 

ফোনটি পাবেন Android 14 এবং Samsung-এর নিজস্ব One UI 6.1 ইন্টারফেসে। Samsung জানিয়েছে, এই ফোনে ৬ বার OS আপগ্রেড এবং ৬ বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে, যা এই বাজেট সেগমেন্টে খুব কম ফোনেই পাওয়া যায়।

অনেক ইউজার আবার ব্যাটারি ব্যাকআপ, ডিসপ্লে এবং ক্যামেরা নিয়ে সন্তুষ্ট। এছাড়াও কিছু ইউজার ফোনের ডিজাইন ও IP54 রেটিং (Water Resistant & Dust Proofing) নিয়েও প্রশংসা করেছেন। 

৪। Galaxy M06 5G

Galaxy M06 5G

চলতি বছরের মার্চ মাসে লঞ্চ হওয়া Samsung Galaxy M06 5G, ১৫-২০ হাজার টাকার মধ্যে Samsung-এর অন্যতম সেরা বাজেট 5G স্মার্টফোন। যারা মিড লেভেল ইউজার, তাদের জন্য এটি হতে পারে একটি ওর্থি চয়েস।

Galaxy M06 5G ফোনে থাকছে ৬.৭ ইঞ্চির Full HD+ PLS LCD ডিসপ্লে। যদিও এটি AMOLED নয়, তবে ডিসপ্লেতে টোটাল ৮০০ nits ব্রাইটনেস থাকায় এটি বেশ ব্রাইট। ৯০ হার্জ রিফ্রেশ রেটের এই ফোনটির ডিজাইন M সিরিজের আগের ফোনগুলোর মতোই সিম্পল। 

এই ফোনে Samsung ব্যবহার করেছে MediaTek Dimensity 6300 সিরিজের ৫জি চিপসেট, যেটি রেগুলার ইউজ এবং লাইট গেমিংয়ের জন্য যথেষ্ট। RAM ও Storage কনফিগারেশন হিসেবে থাকছেঃ 

  • 4 GB RAM/ 128 GB ROM
  • 6 GB RAM/ 128 GB ROM

Galaxy M06 5G-তে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। 

  • ৫০ মেগাপিক্সেল প্রাইমারি এবং
  • ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। 

সেলফির জন্য থাকছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরা সেটআপটি দিনে ভালো ছবি তুলতে পারবে, তবে কম আলোয় পারফরম্যান্স হয়তো কিছুটা সীমিত থাকবে।

Samsung M সিরিজের ফোন মানেই লং ব্যাটারি লাইফ। এই ফোনেও থাকছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং সাথে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। Galaxy M06 5G ফোনটি চলছে Android 15 ও One UI Core 7.0 ভার্সনে। Samsung-এর এই ফোনেও পাবেন চারটি মেজর এনড্রয়েড আপডেট।

অনেক ব্যবহারকারী জানিয়েছেন, ফোনটি সাধারণ ব্যবহারে যেমন ইউটিউব দেখা, ফোন কল, মেসেজিং ইত্যাদিতে ভালো পার্ফর্ম্যান্স দেয়। যেটি নিয়ে বেশিরভাগ ইউজার সন্তুষ্ট, সেটি হলো এর ব্যাটারি পারফরম্যান্স। ৫০০০mAh ব্যাটারির কারণে একবার চার্জে পুরো দিন অনায়াসে ব্যবহার করা যায়, যা এই দামের ফোনে একটি ভালো দিক।

৫। Galaxy M35 5G 

Galaxy M35 5G 

Samsung-এর M সিরিজ বরাবরই ব্যাটারি ও পারফরম্যান্স প্রেমীদের জন্য একটি নির্ভরযোগ্য লাইনআপ। আর Galaxy M35 5G সেই ধারাবাহিকতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। ২০,০০০ টাকার সামান্য কিছু ওপরে গেলেই আপনি পাচ্ছেন এমন একটি ফোন, যেখানে মিলছে ফ্ল্যাগশিপ ঘরানার অনেক ফিচার।

প্রথমেই যেটা চোখে পড়ে, সেটি হচ্ছে এর ৬.৬ ইঞ্চির Super  AMOLED+ ডিসপ্লে, যা Full HD+ রেজ্যুলেশন এবং ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ক্রলিং, গেমিং কিংবা ভিডিও দেখা, সব ক্ষেত্রেই এর স্ক্রিন এক কথায় অসাধারণ। 

পারফরম্যান্সের কথা বললে M35 5G এ থাকছে Exynos 1380 চিপসেট, যা Samsung নিজেই তৈরি করেছে। এই চিপসেটটি মধ্যম বাজেটের মধ্যে একটি বেস্ট অপশন। এটি দিয়ে আপনি PUBG, COD Mobile বা Free Fire Max এর মতো গেমও খেলতে পারবেন সাথে স্মুথলি মাল্টিটাস্কিংও সম্ভব।

এবার যদি কথা আসে ক্যামেরার, তাহলে এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল OIS (Optical Image Stabilization) যুক্ত প্রাইমারি সেন্সর, যার মানে আপনি কম আলোতেও তুলনামূলক স্পষ্ট ছবি তুলতে পারবেন। সাথে আছে ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স সেলফির জন্য এটিতে থাকা ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও যথেষ্ট ভালো।

স্টোরেজ হিসেবে থাকছে- 

  • 6/128GB
  • 8/128GB
  • 8/256GB

এর মধ্যে প্রথম দুইটি স্টোরেজ ভেরিয়েন্ট পাচ্ছেন ২০ হাজার টাকা বাজেটের সামান্য উপরেই। 

তবে যে বিষয়টি Galaxy M35 5G-কে আলাদা করে তোলে, সেটি হলো এর ৬০০০ এমএএইচ ব্যাটারি। Samsung দাবি করে একবার চার্জে দুই দিনের ব্যাকআপ পাওয়া যাবে। এছাড়া রয়েছে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

সবশেষে, যেটা অনেকেই গুরুত্ব দেন তা হলো সফটওয়্যার সাপোর্ট। এই ফোনটিতে পাচ্ছে Android 14 এর সঙ্গে One UI 6.1 এর ইন্টারফেস এবং Samsung নিশ্চিত করেছে চারটি ভার্সনে OS আপডেট ও ৫ বছরের সিকিউরিটি প্যাচ সাপোর্ট পাওয়া যাবে।

যারা একটু বেশী বাজেট খরচ করতে রাজি এবং একটি Future-Proof, Day-to-Day ইউজার-ফ্রেন্ডলি, স্মুথ Samsung ফোন খুঁজছেন- Galaxy M35 5G তাদের জন্য নিঃসন্দেহে একটি দারুণ ইনভেস্টমেন্ট হতে পারে।

৬। Galaxy M16 5G & Galaxy F16 5G

Samsung এবার বাজারে এনেছে M সিরিজ ও F সিরিজের নতুন আপডেট – Galaxy M16 5G ও Galaxy F16 5G। দুটি ফোনেই থাকছে ৬.৭ ইঞ্চির Full HD+ Super AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্জ । এই স্ক্রিনে আপনি পাবেন রিচ কালার, স্মুথ স্ক্রলিং, এবং চোখের জন্য ক্লিয়ার ভিউয়িং এক্সপেরিয়েন্স।

পারফরম্যান্সের দিক থেকেও দুইটি ফোনে ব্যবহৃত হয়েছে Mediatek Dimensity 6300 সিরিজের চিপসেট। এটিতে সাধারণ ব্রাউজিং, গেমিং, মাল্টিটাস্কিং সব কিছুতেই স্মুথ এক্সপেরিয়েন্স পাওয়ার যাবে। 

দুটি মডেলেই থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপঃ

  • ৫০ মেগাপিক্সেল প্রাইমারি
  • ৫ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং
  • ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স।

সেলফি ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেলের, যা দিয়ে 1080 রেজুলেশনে ভিডিও করা যাবে। 

ফোন দুইটির 4/128GB ভেরিয়েন্ট পাবেন ২০ হাজার টাকার মধ্যেই। তবে বাজেট কিছুটি বাড়িয়েই পেতে পারেন 6/128GB এবং 8/128GB-এর দূর্দান্ত স্টোরেজ। 

ব্যাটারি পারফরম্যান্স নিয়ে Samsung বরাবরই উদার। M16 ও F16 উভয়েই থাকছে ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। M সিরিজ সাধারণত ব্যাটারিতে একটু বেশি জোর দেয়, তাই যারা বেশি ব্যাকআপ চান, তাদের জন্য M16 হতে পারে বেটার অপশন।

সবচেয়ে বড় কথা, Samsung এই মডেলগুলিতেও দিচ্ছে আগামী চারটি ভার্সনের Android আপডেট ও ৫ বছরের সিকিউরিটি প্যাচ। ভবিষ্যতের জন্য এই আপডেট ফোনটিকে আরও রিলায়েবল করে তুলবে।

উপসংহার

Samsung এখন এমন এক সময় দাঁড়িয়ে, যেখানে তারা বাজেট ফোনেও ডিসপ্লে, ব্যাটারি ও সফটওয়্যারে অনেক কিছু দিচ্ছে। তবে সব ফোন সবার জন্য নয়। আপনার চাহিদা ও ব্যবহারের ধরন অনুযায়ী ফোন বেছে নিন।  

আর আপনি যদি Apple Gadgets থেকে ফোন কেনেন, তাহলে শুধু অরিজিনাল প্রোডাক্ট-ই নয়, পাচ্ছেন

– এক্সক্লুসিভ ডিসকাউন্ট
– ১০০% অথেনটিক ওয়ারেন্টি
– EMI ও এক্সচেঞ্জ সুবিধা

শখের স্মার্টফোন কিনতে এখন দামের সঙ্গে কম্প্রোমাইজ নয়। বেছে নিন আপনার প্রয়োজন অনুযায়ী সেরা Samsung মডেল, আর বাকি দায়িত্ব আমাদের। আজই ভিজিট করুন Apple Gadgets অফিসিয়াল ওয়েবসাইট।

Similar Posts