১০০০ - ২০০০ টাকার মধ্যে ভালো পাওয়ার ব্যাংক

১০০০ – ২০০০ টাকার মধ্যে ভালো পাওয়ার ব্যাংক

ভাবুন তো, আপনি জরুরি কাজে বাইরে আছেন আর হঠাৎ ফোনের চার্জ একদম শেষ! চার্জার আছে, কিন্তু আশপাশে কোনো প্লাগ নেই। ঠিক তখনই আপনি বুঝবেন একটি পাওয়ার ব্যাংক আসলে কতটা দরকারি।

অনেকেই ভাবেন, “ভালো পাওয়ার ব্যাংক মানেই দামি।” কিন্তু তা মোটেও ঠিক নয়। ১০০০ থেকে ২০০০ টাকার মধ্যেই এখন ভালো মানের অনেক পাওয়ার ব্যাংক পাওয়া যায়। হ্যাঁ, এই বাজেটেও আপনি পেয়ে যেতে পারেন ব্র্যান্ডেড, সেফ এবং লং টার্ম চার্জিং ক্যাপাসিটি সমৃদ্ধ পাওয়ার ব্যাংক। শুধু জানার দরকার যে, কোন ফিচার এবং মডেল আপনার চাহিদার সঙ্গে মানানসই।

এই আর্টিকেলে আমরা বেছে নিয়েছি ১০০০-২০০০ টাকার মধ্যে পড়ে এমন সেরা কিছু পাওয়ার ব্যাংক।  এগুলোর যেমন লেটেস্ট ফিচার সমৃদ্ধ তেমনি পারফরম্যান্সেও বেশ কার্যকর।

১০০০ থেকে ২০০০ টাকার মধ্যে ভালো পাওয়ার ব্যাংক কেনার সময় যা দেখবেন

বাজেট কম থাকলে পণ্যের গুণমান ঠিক রাখা অনেক সময় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে কিছু বিষয়ের দিক খেয়াল রাখলে আপনি কম দামেও ভালো মানের পাওয়ার ব্যাংক কিনতে পারবেন। নিচে সহজ ভাষায় এধরণের কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হলোঃ

  • ১০,০০০mAh ব্যাটারি হলো এই বাজেটের মধ্যে সেরা। কিছু ব্র্যান্ড ১২,০০০mAh থেকে ২০,০০০mAh অফার করলেও রিয়েল ব্যাটারি ক্যাপাসিটি যাচাই করে নিন।
  • Power Bank যত দ্রুত চার্জ দিতে পারে, তত ভালো। অন্তত 2.1A বা 10.5W output খুঁজে দেখুন। কিছু মডেলে ফাস্ট চার্জিং 22.5W পর্যন্তও সাপোর্টও পেতে পারেন।
  • কমপক্ষে দুইটি আউটপুট পোর্ট থাকা ভালো (যেমন: USB-A + Type-C)। এতে একাধিক ডিভাইস একসাথে চার্জ দেওয়া সম্ভব। ইনপুট পোর্ট Type-C হওয়া ভালো। 
  • Overcharge, short-circuit, overheating protection থাকলে বুঝবেন এটি নিরাপদ। কম দাম হলেও এই ফিচারগুলো ইদানীং বেশিরভাগ পাওয়ার ব্যাংকেই থাকে।
  • মার্কেটে সুনামের সাথে চলমান রয়েছে এমন বিশ্বস্ত ব্র্যান্ড থেকে কিনুন। অন্তত ৩–৬ মাসের ওয়ারেন্টি থাকলে সেটা বাড়তি নিরাপত্তা দিবে।
  • স্লিম ও হালকা ডিজাইনের পাওয়ার ব্যাংক ট্রাভেল ও প্রতিদিন ব্যবহার করার জন্য বেশ সুবিধাজনক। পকেটে রাখা বা ব্যাগে নেওয়ার সময় ঝামেলা কম হয়।

যেকোনো ডিভাইসের জন্য বাজেট পাওয়ার ব্যাংক

১০০০–২০০০ টাকার মধ্যে এমন কিছু পাওয়ার ব্যাংক আছে, যা সাধারণ ফোন থেকে শুরু করে আইফোন, স্যামসাং গ্যালাক্সি কিংবা ট্যাবের মতো হাই পাওয়ার কনজিউম ডিভাইস পর্যন্ত প্রায় সবকিছুতে ফাস্ট ও সেফলি চার্জ করতে পারে। নিচে এমনই দুইটি মডেল তুলে ধরা হলোঃ 

Oraimo OPB‑7100Q Toast 22.5 Byte Power Bank 10000mAh

Oraimo-র এই Toast 22.5 Byte মডেলে একইভাবে ১০০০০mAh ব্যাটারি ও ২২.৫W আউটপুট পাওয়া যাবে। এতে রয়েছে তিনটি আউটপুট পোর্টঃ Type-C একটি ও দুইটি USB-A পোর্ট। এর মাধ্যমে আপনি একবারে তিনটি ডিভাইস চার্জ করতে পারবেন। ফাস্ট রিচার্জ সাপোর্ট (১৮W) থাকায় পাওয়ার ব্যাংকটি  নিজেও মাত্র ৩ ঘণ্টার মধ্যে সম্পূর্ণ চার্জ নিতে পারে। এটির LED ডিজিটাল ডিসপ্লেটি ব্যাটারি পার্সেন্টেজ দেখায়। পাওয়ার ব্যাংকটিতে থাকা V0 Fireproof Material ওভারহিটিং ইস্যুর সমাধান দেয়। একটি ল্যাব টেষ্টে পাওয়া যায়, এটি I phone 15 pro কে 1.8 বার এবং Samsung S23 কে 1.5 বার চার্জ করতে সক্ষম। 

Mini Specs:
Capacity: 10000 mAh 
Ports: 1×Type‑C (in/out), 2×USB‑A 
Compatibility: Android & Apple devices

Xiaomi 22.5W Metal Casing Two Way Fast Charging Power Bank – 10000mAh

Xiaomi-এর এই পাওয়ার ব্যাংকটি তাদের মেটাল সিরিজের একটি স্টাইলিশ ও শক্তপোক্ত ডিভাইস। এটি ১০,০০০mAh-এর  পাশাপাশি ২২.৫W Two Way ফাস্ট চার্জিং সাপোর্ট করে। একদিকে এটি USB-A ও Type-C আউটপুট দিয়ে দ্রুত চার্জ দিতে পারে, অন্যদিকে Type-C ইনপুট দিয়ে নিজেও অল্প সময়ের মধ্যে ফুল চার্জ হয়ে যায়। মেটাল বডি হওয়ার কারণে এটি শুধু দেখতে প্রিমিয়ামই না, বরং দীর্ঘমেয়াদে ব্যবহারের জন্যও উপযুক্ত।

এতে থাকছে অ্যাডভান্সড সার্কিট প্রটেকশন সিস্টেম যা ফোন ও পাওয়ার ব্যাংককে অতিরিক্ত গরম হওয়া বা ওভারলোডিংয়ের মতো সমস্যার হাত থেকে বাঁচায়। মাত্র ২০৫ গ্রাম ওজনের এই পাওয়ার ব্যাংকটি পকেট বা ব্যাগে বহন করতেও খুব সহজ। যারা ভালো ডিজাইন, ফাস্ট চার্জিং ও সেফটি ফিচার চান তাদের জন্য এটি একটি চমৎকার চয়েস।

Mini Specs:
Capacity: 10000 mAh
Ports: 2×USB-A, 1×Type-C
Compatibility: Android & Apple devices

আরও পরুনঃ- Best PowerBank for iPhone

ওয়্যারলেস বাজেট পাওয়ার ব্যাংক

ওয়্যারলেস চার্জিং ফিচার এখন পাওয়ার ব্যাংকেও রয়েছে। বাড়তি ঝামেলা এড়াতে যারা ক্যাবলবিহীন চার্জিং চান, তাদের জন্য ওয়্যারলেস পাওয়ার ব্যাংক হতে পারে চমৎকার সমাধান। এখানে দুইটি জনপ্রিয় এবং বাজেট-ফ্রেন্ডলি ওয়্যারলেস পাওয়ার ব্যাংক উল্লেখ করা হলোঃ

Joyroom JR-W020 20W Magnetic Wireless Charging Power Bank 10000mAh

Joyroom JR-W020 পাওয়ার ব্যাংকটি PD 20W ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। আপনি যদি iPhone 12/13/14/15 সিরিজের ইউজার হন, তবে MagSafe কম্প্যাটিবিলিটি থাকায় আপনার iPhone সরাসরি এর পেছনে থাকা ম্যাগনেটিক অংশে লাগালেই চার্জিং শুরু হয়ে যাবে। ওভারঅল এটির ডিজাইন খুবই স্লিম এবং প্রিমিয়াম। 

এছাড়া এতে থাকছে Type-C পোর্ট, যার মাধ্যমে দ্রুত পাওয়ার ব্যাংকটির নিজের চার্জিং এবং অন্য ডিভাইসে চার্জিং- দুটিই সম্ভব। ব্যবহৃত হয়েছে উচ্চমানের lithium polymer ব্যাটারি ও temperature control সিস্টেম, যা অতিরিক্ত গরম হওয়া, ওভারভোল্টেজ বা শর্ট সার্কিট থেকে ডিভাইসকে রক্ষা করবে।

Mini Specs:
Capacity: 10000 mAh
Ports: 1×Type-C (in/out), 1×USB-A (Out), Magnetic Wireless Pad
Compatibility: iPhone (MagSafe), Android Wireless Charging Supported Devices, Wired Phones

Xiaomi 10000mAh Wireless Power Bank 10W

Xiaomi-এর এই পাওয়ার ব্যাংকটি একটি নির্ভরযোগ্য ওয়্যারলেস চার্জিং সলিউশন, যার মধ্যে আপনি পাবেন ১০,০০০mAh লিথিয়াম পলিমার ব্যাটারি, ১০W ম্যাক্স ওয়্যারলেস আউটপুট এবং ২২.৫W USB ফাস্ট চার্জিং। এটি Qi-compatible, ফলে যেকোনো Qi-enabled ফোনেই এটি সাপোর্ট করবে।

Xiaomi 10000mAh Wireless Power Bank-এর ডিজাইন মিনিমালিস্ট এবং এক হাতে ব্যবহারের জন্য উপযোগী। এতে রয়েছে USB-A ও Type-C উভয় পোর্ট, যার মাধ্যমে একসাথে দুইটি ডিভাইস চার্জ দেওয়া সম্ভব। এতে রয়েছে 12-layer circuit protection সিস্টেম, যা আপনাকে দিবে সেফ ও স্টেবল চার্জিং এক্সপেরিয়েন্স।

Mini Specs:
Capacity: 10000 mAh
Ports: 1×USB-A, 1×Type-C, Wireless Pad
Compatibility: Android, iPhone, Qi Wireless Devices

বাজেট পাওয়ার ইউজারদের জন্য সেরা পাওয়ার ব্যাংক

যাদের দিনে একাধিকবার ফোন চার্জ দিতে হয়, কিংবা যারা দীর্ঘ সময় ঘরের বাইরে থাকেন, তাদের জন্য সাধারণ ১০,০০০mAh পাওয়ার ব্যাংক যথেষ্ট নয়। এই ধরনের হেভি ইউজারদের জন্য দরকার শক্তিশালী ব্যাটারিসম্পন্ন ২০,০০০mAh পাওয়ার ব্যাংক, যা দিয়ে ফোন, ইয়ারফোন, ট্যাবসহ সবকিছুই বারবার চার্জ করা যায়।

নিচে এমনই দুইটি হাই ক্যাপাসিটি পাওয়ার ব্যাংকের বিস্তারিত দেওয়া হলোঃ 

JOYROOM D-M219 Plus Huizhi Series High Capacity Power Bank 20000mAh

JOYROOM-এর D-M219 Plus একটি হাই ক্যাপাসিটির পাওয়ার ব্যাংক যা একবার চার্জে কয়েকবার মোবাইল চার্জ দিতে সক্ষম। এতে রয়েছে ২০,০০০mAh ক্যাপাসিটি এবং 22.5W ফাস্ট চার্জিং সাপোর্ট, যার মাধ্যমে আপনার ডিভাইসগুলো দ্রুত চার্জ হবে। এর অন্যতম আকর্ষণ হলো, এটির ডিজিটাল ডিসপ্লে, যা রিয়েল-টাইমে ব্যাটারির পার্সেন্টেজ দেখায়।

এই পাওয়ার ব্যাংকে তিনটি আউটপুট পোর্ট আছে এবং এর Type-C পোর্টটি ইনপুট/আউটপুট উভয় হিসেবে কাজ করে। এর বিল্ড কোয়ালিটি অনেক মজবুত। ওভারচার্জ ও শর্ট সার্কিট থেকে রোধ করতে সেফটি সিস্টেম রয়েছে। যারা দিনে বারবার একটি পাওয়ার ব্যাংক থেকে চার্জ করতে চান, তাদের জন্য এটি একদম উপযুক্ত।

Mini Specs:
Capacity: 20000 mAh
Ports: 2×USB-A, 1×Type-C
Compatibility: Android & Apple devices

Awei P13k 22.5W PD Fast Charging Powerbank-20000mAh

Awei P13K হলো আরেকটি ২০,০০০mAh ক্যাপাসিটির প্রিমিয়াম-ক্লাস বাজেট ফ্রেন্ডলি পাওয়ার ব্যাংক। এতে থাকছে 22.5W PD ফাস্ট চার্জিং ফিচার। এর মাধ্যমে আপনি iPhone, Samsung, Xiaomi কিংবা অন্যান্য লেটেস্ট স্মার্টফোনেও ফাস্ট চার্জিং পাবেন।

বিশেষ বিষয় হলো, এটি সহজে বহনযোগ্য এবং হ্যান্ডি ডিজাইনের হওয়ায় দীর্ঘসময় ব্যবহারে খুবই সুবিধাজনক। ব্যাটারি লেভেল চিহ্নিত করার জন্য আছে ইনডিকেটর লাইট। এর অত্যাধুনিক সেফটি ম্যানেজমেন্ট ফোনকে অতিরিক্ত গরম বা ওভারলোড হওয়া থেকে রক্ষা করে।

Mini Specs:
Capacity: 20000 mAh
Ports: 2×USB-A, 1×Type-C, Micro-USB input
Compatibility: Android & Apple devices

ভ্রমণপ্রেমিদের জন্য পোর্টেবল পাওয়ার ব্যাংক

ভ্রমণের সময় ব্যাগে ভারি পাওয়ার ব্যাংক রাখতে কে-ই বা চায়? ভ্রমণ অথবা যারা দিনের বেশিরভাগ সময় বাইরে কাটান, তাদের জন্য প্রয়োজন ছোট, হালকা এবং একাধিক ডিভাইস দ্রুত চার্জ দিতে সক্ষম এমন একটি পাওয়ার ব্যাংক। ২ হাজার টাকা বাজেটে Foneng ব্র্যান্ডের দুটি মডেল ঠিক এই চাহিদাকে কেন্দ্র করেই বাজারে এসেছে।

Foneng PX111 10000mAh 22.5W Dual Cable Mini Power Bank

Foneng PX111 একটি আল্ট্রা-পোর্টেবল মিনি পাওয়ার ব্যাংক যা মাত্র ১০,০০০mAh-এর ক্যাপাসিটি নিয়েও ২২.৫W পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে ইনবিল্ট টাইপ-C এবং লাইটনিং কেবল থাকায় আলাদা করে কেবল ক্যারি করার প্রয়োজন পড়ে না। মাত্র ১৭৭ গ্রাম ওজনের এই পাওয়ার ব্যাংকটি সহজেই পকেট বা ছোট ব্যাগে রেখে বহন করা যায়।

এর বিশেষত্ব হলো ইনটেলিজেন্ট চার্জিং সিস্টেম ও সেফটি সার্কিট। একইসাথে Android ও iPhone উভয়ের জন্য বিল্ট ইন ক্যাবল থাকায় এটি সত্যিকার অর্থেই ট্র্যাভেল ফ্রেন্ডলি। ডিজাইন ও ব্যবহারিকতার দিক দিয়ে যারা হালকা ও স্মার্ট কিছু খুঁজছেন, তাদের জন্য PX111 সেরা।

Mini Specs:
Capacity: 10000 mAh
Ports: Dual Built-in Cable (Type-C + Lightning), 1×Type-C, 1×USB-A
Compatibility: Android & Apple devices

Foneng PX115 10000mAh 22.5W Dual Cable Mini Power Bank

PX115 মডেলটি PX111-এর পরবর্তী ভার্সন হিসেবে আরও স্মার্ট কিছু ফিচার নিয়ে এসেছে। একইরকম ইনবিল্ট ডুয়াল কেবল থাকলেও, এটি আরও কমপ্যাক্ট এবং কিছুটা বেশি স্টাইলিশ ডিজাইনের। যারা প্রতিদিন বহনযোগ্য একটি পাওয়ার সলিউশন চান, তাদের জন্য PX115 নিঃসন্দেহে একটি বেস্ট চয়েজ।

এতে রয়েছে স্মার্ট চার্জিং টেকনোলজি, যার ফলে এটি ডিভাইসের ক্যাপাসিটি বুঝে চার্জ স্পিড সামঞ্জস্য করতে পারে। এছাড়া, এর ম্যাট ফিনিশড বডি ও হালকা গড়ন এটিকে দিনভর ব্যাগে রাখার জন্য একদম পারফেক্ট করে তুলেছে। ওভারলোড বা ওভারহিটিং নিয়ে কোনো চিন্তা না করেই আপনি এটি নির্ভরতার সঙ্গে ব্যবহার করতে পারবেন।

Mini Specs:
Capacity: 10000 mAh
Ports: Dual Built-in Cable (Type-C + Lightning), 1×Type-C, 1×USB-A
Compatibility: Android & Apple devices

কোন ফিচারগুলো আপনার দরকার আর কোন ব্র্যান্ড সত্যিকারের মান বজায় রাখে, এটা যদি আপনার জানা থাকে, তাহলে ১০০০ থেকে ২০০০ টাকার মধ্যে ভালো পাওয়ার ব্যাংক বেছে নেওয়া তেমন কষ্টকর কিছু না। এই আর্টিকেলে আমরা দেখেছি বিভিন্ন ইউজারদের জন্য উপযোগী পাওয়ার ব্যাংক যেমনঃ ট্রাভেল ফ্রেন্ডলি মিনি পাওয়ার ব্যাংক, ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড মডেল, কিংবা ২০০০০mAh হেভি ডিউটি পাওয়ার ব্যাংক।

সবশেষে বলাই যায়, আপনি যদি ভালোভাবে যাচাই করে কিনেন, তাহলে এই বাজেটেও আপনি পেয়ে যেতে পারেন নির্ভরযোগ্য ও দীর্ঘস্থায়ী একটি পাওয়ার সঙ্গী। আর আপনি যদি বিশ্বস্ততা চান, তাহলে Apple Gadgets হতে পারে আপনার অন্যতম সেরা গন্তব্য।

আপনার স্মার্ট ডিভাইসের জন্য নির্ভরযোগ্য, ব্র্যান্ডেড ও ফাস্ট চার্জিং সাপোর্টেড পাওয়ার ব্যাংক খুঁজে থাকলে আর দেরি না করে ভিজিট করুন Apple Gadgets ওয়েবসাইট।

সাধারণ কিছু প্রশ্ন (FAQ)

১. ১০,০০০mAh কতবার ফোন চার্জ দিবে?

১০,০০০mAh মানে হচ্ছে পাওয়ার ব্যাংকে মোট ১০,০০০ মিলি-অ্যাম্পিয়ার-আওয়ার পাওয়ার সঞ্চিত থাকতে পারে। তবে এই ক্যাপাসিটি পুরোটা আপনি ব্যবহার করতে পারবেন না কারণ এর কিছু অংশ চার্জ ট্রান্সফার ও হিটের মাধ্যমে নষ্ট হয়। সাধারণত এর ৭০–৮০% ব্যবহারযোগ্য থাকে। ধরুন, আপনার ফোনের ব্যাটারি ৪,০০০mAh, তাহলে একটি ১০,০০০mAh পাওয়ার ব্যাংক সাধারণত ১.৫–২ বার পর্যন্ত ফুল চার্জ দিতে সক্ষম।

২. ফাস্ট চার্জিং কি সব ফোনে কাজ করে?

না, ফাস্ট চার্জিং সব ফোনে কাজ করে না। আপনার ফোনের যদি ফাস্ট চার্জিং সাপোর্ট থাকে (যেমন: 18W, 22.5W, বা 33W), এবং আপনি সেই অনুযায়ী পাওয়ার ব্যাংক ব্যবহার করেন, তাহলে ফাস্ট চার্জিং কাজ করবে। তবে যদি পাওয়ার ব্যাংক ফাস্ট চার্জিং সাপোর্ট করে কিন্তু ফোন বা কেবল ফাস্ট চার্জিং সাপোর্ট না করে, তাহলে চার্জিং স্পিড সাধারণ গতিতেই হবে।

৩. অরিজিনাল পাওয়ার ব্যাংক চেনার উপায় কী?

মূল ব্র্যান্ডেড পাওয়ার ব্যাংকের গায়ে পরিষ্কারভাবে মডেল নাম্বার, ব্যাটারি ক্যাপাসিটি, ইনপুট/আউটপুট তথ্য থাকে। প্যাকেজিং থাকে প্রফেশনাল ও সিলযুক্ত। আপনি বিশ্বস্ত প্লাটফর্ম যেমন Apple Gadgets থেকে কিনেন, তাহলে অরিজিনাল প্রোডাক্ট পাবেন। নকল পাওয়ার ব্যাংকের ওজন সাধারণত খুব কম হয় এবং চার্জ দ্রুত শেষ হয়ে যায়।

৪. কতদিন পর পর পাওয়ার ব্যাংক রিচার্জ করতে হয়?

আপনি যদি পাওয়ার ব্যাংক ব্যবহার না-ও করেন, তবুও প্রতি ৩–৪ সপ্তাহ পর একবার চার্জ করা উচিত। কারণ দীর্ঘদিন চার্জ না থাকলে ব্যাটারির কার্যকারিতা কমে যেতে পারে। যারা মাঝে মাঝে ট্রাভেলে বের হন, তারা অবশ্যই নিয়মিত চার্জ করে রাখবেন।

৫. পাওয়ার ব্যাংকে একসাথে কতটি ডিভাইস চার্জ দেওয়া নিরাপদ?

বেশিরভাগ পাওয়ার ব্যাংকে ২–৩টি আউটপুট পোর্ট থাকে। আপনি চাইলে একসাথে একাধিক ডিভাইস চার্জ দিতে পারেন। তবে সেক্ষেত্রে প্রতিটি পোর্টের পাওয়ার আউটপুট লিমিট মাথায় রাখতে হবে। উদাহরণস্বরূপ, যদি একসাথে ৩টি ডিভাইস চার্জ দেন এবং প্রতিটিই বেশি পাওয়ার নেয়, তাহলে চার্জিং স্পিড ধীর হয়ে পাওয়ার ব্যাংক অতিরিক্ত গরম হতে পারে।

Similar Posts