কম দামে ভালো হেডফোন

কম দামে ভালো হেডফোন

ভালো হেডফোন মানেই কি দামি হতে হবে? একদম না। এখন এমন অনেক হেডফোন পাওয়া যায়, যেগুলো দামে সাশ্রয়ী হলেও কোয়ালিটিতে দারুণ। কিন্তু এতো এতো মডেলের হেডফোনের ভিড়ে কম দামে ভালো ব্লুটুথ হেডফোন আর কম দামে ভালো গেমিং হেডফোন খুঁজে পাওয়া বেশ কঠিন। তাই আমরা আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আর কাস্টমার রিভিউ অনুযায়ী  আপনাদের জন্য নিয়ে এসেছি বাছাই করা কিছু সেরা হেডফোন কালেকশন। প্রতিটি হেডফোনের আছে ইউনিক কিছু ফিচার তাও সম্পূর্ণ রিজেনেবল প্রাইস পয়েন্টে। হেডফোন কেনার কথা ভাবলে, সম্পূর্ন লিষ্টটা একবার দেখে আসতে পারেন।

কীভাবে বুঝবেন কোনটা ভালো হেডফোন?

হেডফোনের লিস্টে যাওয়ার আগে একবার বুঝে নিন যে, কিভাবে একটি ভালোমানের হেডফোন চিনে নিতে হয়। আসলে বাজারে নানান ব্রান্ডের বিভিন্ন প্রাইসের হেডফোন রয়েছে। তবে কিছু বিষয় খেয়াল রাখলে সহজেই ধরতে পারবেন কোন হেডফোনটি আপনার জন্য সঠিক ভ্যালু ফর মানি দিচ্ছে।

প্রথমত, সাউন্ড কোয়ালিটির হিসেব করলে বেইস, ট্রেবল আর ব্যালান্স কেমন সেটা শুনে দেখবেন। শুধু লাউড হলেই হয় না, ক্লিয়ার ও ডিটেইলড সাউন্ডও থাকতে হবে।

দ্বিতীয়ত, কমফোর্ট। হেডফোনটা কানে দিয়ে ১৫-২০ মিনিট পরও যদি অস্বস্তি না লাগে তাহলে বুঝবেন এটার বিল্ড ডিজাইন কমফোর্টেবল। 

এরপর আসে নয়েজ ক্যানসেলেশন ফিচার। এটা থাকলে পাবেন বাড়তি সুবিধা। এই ফিচারটি বাইরের আওয়াজ কমিয়ে দিয়ে সাউন্ডে ফোকাস করতে সাহায্য করে।

এছাড়া যদি আপনি কম দামে ভালো ব্লুটুথ হেডফোন বা কম দামে ভালো গেমিং হেডফোন খুঁজে থাকেন তাহলে অবশ্যই ব্যাটারি লাইফ, মাইক কোয়ালিটি এই ব্যাপারগুলো দেখে নিবেন।

সেরা পাঁচটি কম দামে ভালো হেডফোন

চলুন তাহলে জেনে নেওয়া যাক, এই মুহূর্তে বাজারে থাকা সেরা পাঁচটি হেডফোন কোনগুলো!

১। Hoco W55 Wireless Bluetooth Headphone

Hoco W55 Wireless Bluetooth Headphone

লিস্টের শুরুতেই রাখছি  Hoco-র W55 মডেলের ব্লুটুথ হেডফোনটি। কম বাজেটে এমন স্টাইলিশ আর প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ডসহ হেডফোন হয়তো মার্কেটে কমই পাওয়া যাবে। এই হেডফোনের সবচেয়ে ভালো দিক হলো এর ব্যাটারি পারফরম্যান্স। ফুল চার্জে একটানা ৪৫ ঘণ্টা পর্যন্ত চলে যায়। তাই লাইট ইউজে সপ্তাহখানেক এক চার্জেই চালানো যাবে। 

Mini Specification

Features Details 
Bluetooth 5.4
Battery capacity400mAh
PlaytimeUp To 45 Hours
ConnectivityBluetooth, TF Card, AUX
Weight208g

২। Motorola Wireless Headphone Escape 220

Motorola Wireless Headphone Escape 220

যারা দীর্ঘসময় হেডফোন পরে থাকেন তাদের জন্য একটা কম্ফোর্টেবল হেডফোন দরকার। Motorola Escape 220 ঠিক সেই জায়গাটায় বাজিমাত করেছে। এই হেডফোনের সবচেয়ে বড় প্লাসপয়েন্ট হলো এর 40mm ড্রাইভার। এতে সাউন্ড পাবেন বেশ ক্লিয়ার এবং ব্যালান্সড। এছাড়াও বেইস, ট্রেবল সবই ভালোভাবে শোনা যায়।

এর প্যাডেড কুশন আর অ্যাডজাস্টেবল হেডব্যান্ড দীর্ঘসময় ব্যবহারের জন্য একদম পারফেক্ট। যারা ভিডিও দেখে বা কাজের সময় দীর্ঘক্ষণ হেডফোন কানে রাখেন, তারা জানেন কানের কমফোর্ট কতটা জরুরি। এর ব্যাটারি লাইফ নিয়েও সন্তুষ্ট হওয়া যায়। প্রায় ২৩ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম পাওয়া যাবে, মানে একটানা সারাদিন চালালেও চার্জ শেষ হচ্ছে না। 

Mini Specification

Features Details 
Bluetooth5.0
Battery capacity300mAh
PlaytimeUp To 23 Hours
ConnectivityBluetooth 
Weight208g

৩। Oraimo OHP-317

Oraimo OHP-317

এটা এমন একটা কম দামে ভালো ব্লুটুথ হেডফোন, যার সাউন্ড কোয়ালিটি, ডিজাইন আর ইউজার এক্সপেরিয়েন্স সব কিছুই চোখে পড়ার মতো। 

এতে রয়েছে ENC (Environmental Noise Cancellation)। অর্থাৎ আশেপাশের নয়েজ ফিল্টার করে আপনাকে দিবে কেবল ক্লিয়ার সাউন্ড। এছাড়াও এই হেডফোনের নরম কুশন আর লাইট ওয়েট ডিজাইন একে লং টাইম ইউজের জন্য বানিয়েছে একদম কফোর্টেবল। পাশাপাশি Foldable ডিজাইন হওয়ায় ট্রাভেলের সময় ব্যাগে রাখতেও জায়গা কম লাগে।

এই হেডফোনের আরও আছে Dual-device কানেক্টিভিটি। মানে আপনি একসাথে মোবাইল আর ল্যাপটপে কানেক্ট থাকতে পারবেন। আলাদা করে ডিসকানেক্ট করে আবার কানেক্ট করার কোনো ঝামেলা নেই। 

Mini Specification

Features Details 
Bluetooth5.3
PlaytimeUp To 65 Hours
ConnectivityBluetooth, AUX
Fast ChargingYes

৪। JBL TUNE 500

JBL TUNE 500

যারা কম দামে ভালো হেডফোন খুঁজছেন এবং সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো আপোষ করতে চান না,  JBL TUNE 500 হতে পারে তাদের জন্য অন্যতম সেরা একটা অপশন। এটা একটা Wired হেডফোন। এই হেডফোনে JBL-এর বিখ্যাত Pure Bass Technology ব্যবহার করা হয়েছে, যার কারণে প্রতিটি বিটে বেজ অনেক স্পষ্ট শোনা যাবে

হেডফোনটি দীর্ঘ সময় কানে রাখলেও অস্বস্তি হয় না। সফট কুশন আর ফ্ল্যাট-ফোল্ড ডিজাইন থাকার কারণে এটি সহজে ব্যাগে ঢুকিয়ে কোথাও নিয়ে যাওয়া যায়। এছাড়াও বিল্ট-ইন মাইক্রোফোন থাকায় আপনি অনায়াসেই হ্যান্ডসফ্রি কল করতে পারবেন। 

Mini Specification

Features Details 
BluetoothNo
MicrophoneYes
ConnectivityWired
Weight148g

৫। boAT Rockerz 450 Pro Wireless Headphone

boAT Rockerz 450 Pro Wireless Headphone

এই হেডফোনটি যেন কোয়ালিটি সাউন্ড আর লং ব্যাটারি লাইফের এর দূর্দান্ত কম্বো। ৭০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক পাওয়া যায় এটায়, মানে এক সপ্তাহ অনায়াসে চলবে! আর যদি ব্যাটারি শেষও হয়ে যায়, AUX কেবলের মাধ্যমে ওয়্যারড মোডেও ব্যবহার করা যাবে। এছাড়া ফাস্ট চার্জিং সাপোর্ট তো থাকছেই। 

এর কমপ্যাক্ট ডিজাইন ও ৪০mm ড্রাইভারের সাউন্ড কোয়ালিটি আপনাকে দিবে এক অসাধারণ ইউজার এক্সপেরিয়েন্স। স্টাইল, ব্যাটারি আর সাউন্ড সব দিক দিয়ে এই হেডফোনটি পূর্বের গুলোর থেকে বেশ এগিয়ে। যাকে এক কথায় অলরাউন্ডার বলা  চলে। 

Mini Specification

Features Details 
Bluetooth5.0
ConnectivityWired
Battery capacity750 mAh
Playtimeup to 70 hours

কম দামে ভালো গেমিং হেডফোন

ভালো সাউন্ড ছাড়া গেমিং এক্সপেরিয়েন্স যেন অসম্পূর্ণ। কিন্তু বাজেট কম হলে কি ভালো গেমিং হেডফোন পাওয়া সম্ভব? উত্তর হচ্ছে – অবশ্যই সম্ভব! আজকাল কিছু কিছু ব্র্যান্ড বাজেট ফ্রেন্ডলি রেঞ্জে দিচ্ছে পাওয়ারফুলবেস, ক্লিয়ার অডিও, আর মাইক্রোফোন সাপোর্ট। নিচে এমরা এমনই কয়েকটি মডেল নিয়ে আলোচনা করলাম। 

১। Edifier Hecate G30 II

Edifier Hecate G30 II

এই হেডফোনটি দিচ্ছে অত্যন্ত সাশ্রয়ী বাজেটে দারুনন্সব ফিচার। প্রথমেই চোখে পড়বে এর স্টাইলিশ ডিজাইন ও ছয়টি RGB লাইটিং ইফেক্ট। আর শুধু লুকসেই নয়, পারফরম্যান্সেও G30 II অসাধারন। এর ৪০মিমি ড্রাইভার গেমের প্রতিটি শব্দকে ডিটেইলে তুলে ধরে। হোক সেটা শত্রুর পায়ের আওয়াজ কিংবা গ্রেনেডের পিন খোলার শব্দ, সবই আপনার কানে ক্লিয়ার শুনবেন।

আরও ভালো এক্সপেরিয়েন্সের জন্য এতে রয়েছে 7.1 সারাউন্ড সাউন্ড সাপোর্ট। এটি আপনাকে দিবে একদম ইমারসিভ গেমিং এক্সপেরিয়েন্স। এছাড়াও হেডফোনটির PU সফট ইয়ারকাপ দীর্ঘ সময় ব্যবহারে যথেষ্ঠ কপমফোর্ট ফিল করাবে। রয়েছে ৩৬০° অল-রাউন্ড রিসেপশন টেকনোলজি। এটা আশপাশের শব্দকে বেশ কমিয়ে আনবে।

Mini Specification

Features Details 
BluetoothNo
MicrophoneYes
ConnectivityWired
Warranty 1 year

২। Edifier Hecate G2BT

Edifier Hecate G2BT

গেমারদের জন্য বিশেষভাবে ডিজাইন করা এই হেডফোনটিতে থাকছে, 40mm ড্রাইভার, 40ms লো লেটেন্সি এবং ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি। যারা কম দামে ভালো ব্লুটুথ গেমিং হেডফোন চান তারা একবার Edifier-এর এই মডেলটি দেখতে পারেন। পূর্বেরটার মতো সকল এডভ্যান্সড ফিচারের পাশাপাশি এতে থাকছে লং ব্যাটারি ব্যাকআপ।  

এই হেডফোনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এর PixArt চিপসেট, যা দিবে আলট্রা-লো লেটেন্সিতে দূর্দান্ত গেমিং এক্সপেরিয়েন্স। মানে আপনি গেম খেলার সময় শত্রুর অবস্থান ঠিকমতো বুঝে, রিয়েল-টাইম রেসপন্স করতে পারবেন। এছাড়াও Bluetooth 5.2 ভার্সন থাকায় কানেক্টিভিটি যথেষ্ট স্টেবল থাকে। এছাড়াও হেডফোনটির ডুয়াল মাইক্রোফোন ও নয়েজ-ক্যান্সেলেশন মতো ফিচারগুলো অনলাইন গেমিং বা ভয়েস চ্যাটের জন্য আলাদা এক্সপেরিয়েন্স দিবে।  

Mini Specification

Features Details 
Bluetooth5.2
PlaytimeAbout 24 hours(light on) | About 36 hours(light off)
MicrophoneYes (Dual)
Warranty 1 Year

৩। JBL Quantum 100M2

JBL Quantum 100M2

 যাদের বাজেট টাইডলি লক না এবং কিছুটা বেশি খরচ করে হলেও ভালো মান ও ব্র্যান্ড সম্মত গেমিং হেডফোন চান তাদের জন্য JBL-এর এই হেডফনটি। এটির ৪০মিমি ডায়নামিক ড্রাইভার গেমে শত্রুর পায়ের শব্দ কিংবা আশপাশের ছোট ছোট আওয়াজগুলো সহজেই শনাক্ত করতে পারে। এছাড়াও এর স্পেশাল টিউনিং ও সাউন্ডস্টেজ আপনাকে দেবে রিয়েলটাইম স্পেশাল অ্যাওয়ারনেস।

এর সঙ্গে থাকা ডিট্যাচেবল বুম মাইক্রোফোনটি পাবেন ভয়েস ক্লিয়ারিটি। এই হেডফোনটি মোবাইল, পিসি বা কনসোল সব ধরনের ডিভাইসের সঙ্গেই কম্পিটেবল।

এর ১.২ মিটারের ক্যাবল আপনাকে দেবে পর্যাপ্ত মুভমেন্ট স্পেস। ভয়েস রেকর্ড করার সময়ও এর  ব্যাকগ্রাউন্ড নয়েজ ক্যান্সেলেসন ফিচার আপনার স্পিচটি ক্লিয়ার ভাবে ইনপুট নিবে। সব মিলিয়ে JBL-এর এই হেডফোনটি একটি গেমিং পারফরমেন্স বুস্টার।

Mini Specification

Features Details 
BluetoothNo
MicrophoneYes (Detachable)
ConnectivityWired

কম দামে আরো কিছু সাজেশন

এবার একটু নেকব্যান্ড নিয়ে কথা বলা যাক। আসলে কম দামে ভালো হেডফোনের কথা আসলে কিছু নেকব্যান্ডকে সাজেষ্ট করতেই হয়। 

১। JBL TUNE 205BT

JBL TUNE 205BT

এই হেডফোনটিতে ব্যবহার করা হয়েছে JBL-এর বিখ্যাত Pure Bass টেকনোলজি। মানে সাউন্ড ক্লিয়ারিটি নেয়ে থাকছে না কোনো সন্দেহ। রয়েছে Noise isolation-এর মতো ফিচারও।  এছাড়া ডিজাইনেও এই হেডফোনটি আলাদা। অ্যালুমিনিয়াম-ফিনিশ প্লাস্টিক বডি একে একদিকে যেমন টেকসই করেছে, অন্যদিকে এটিকে দিয়েছে প্রিমিয়াম লুক। আর যারা ফোনে কথা বলেন বা ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতে পছন্দ করেন, তাদের জন্যও রয়েছে ইন-বিল্ট মাইক্রোফোন ও কলিং কন্ট্রোল ফিচার। 

Mini Specification

Features Details 
Bluetooth4.0
Battery capacity120 mAh
Playtimeup to 6 hours

২। boAt Rockerz 280 ANC

boAt Rockerz 280 ANC

Active Noise Cancellation (ANC) সাপোর্টেড এই হেডফোনটি এক কথায় অলরাউন্ডার। বলা যায় এটি বাজেটের মধ্যে ভালো মানের গেমিং বা সাউন্ডের জন্য একদম পারফেক্ট। 

শুরুতেই চোখে পড়ে এর ডিজাইন। নেকব্যান্ডটি বেশ হালকা এবং কম্ফোর্টেবল। দীর্ঘ সময় ব্যবহারেও অস্বস্তি তৈরি করে না। এর ১৩মিমি ডুয়াল ড্রাইভারগুলো ডীপ বেস আর ক্লিয়ার সাউন্ড ডেলিভারি করতে পারে। আপডেটেড ব্লুটুথ ভার্সনে হওয়ায় কানেকশও বেশ স্টেবল থাকে। এছাড়াও এতে থাকছে Dual pairing ফিচার, যা দিয়ে একসাথে দুটি ডিভাইস কানেক্ট করে সহজেই স্যুইচ করা যায়।

IPX4 রেটিং থাকায় হালকা পানির ছিটা বা ঘাম থেকেও হেডফোনটি সুরক্ষিত থাকবে।। তাই জিমে অথবা বাইরে ব্যবহার করলেও দুশ্চিন্তার কিছু নেই। এছাড়া

অ এর ইন-লাইন কন্ট্রোল, ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট আর ম্যাগনেটিক ইয়ারবাড- সব মিলিয়ে প্রতিটি ফিচার যেন আপনার রেগুলার ইউজকে করবে আরও সহজ।

Mini Specification

Features Details 
Bluetooth5.2
Battery capacity220 mAh
Playtimeup to 24 hours
Fast ChargingYes

৩। OnePlus Bullets Wireless Z3

OnePlus Bullets Wireless Z3

যারা চায় স্টাইলিশ, লাইটওয়েট ও পাওয়ারফুল একটি ওয়্যারলেস ইয়ারফোন- তাদের জন্য OnePlus Bullets Z3 একদম পারফেক্ট। কোনো অস্বস্তি ছাড়াই মাত্র ২৬ গ্রাম ওজনের এই হেডফোনটি গলায় ঝুলিয়ে ঘণ্টার পর ঘণ্টা ঘোরাফেরা করা যায়। পাশাপাশি এতে IP55 রেটিং থাকায় ঘাম বা হালকা পানিতে কোনো সমস্যা হয় না। তাই জিম হোক কিংবা হালকা বৃষ্টিতে দৌড়, আপনি থাকুন নিশ্চিন্ত।

সাউন্ড কোয়ালিটির দিক থেকেও এটি পিছিয়ে নেই। এর ১২.৪ মিমি ড্রাইভারে ডিপ বেস পাওয়া যাবে। গেমিং বা ইউটিউব ভিডিও দেখার সময়ও আপনি পাবেন ভার্সেটাইল সাউন্ড এক্সপেরিয়েন্স। এছাড়াও এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন (ENC) থাকায় ফোন কল বা অনলাইন মিটিং-এ  আপনার কথা থাকবে স্পষ্ট এবং পরিষ্কার। আর অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য এর Google Fast Pair ফিচার আপনাকে দিবে স্মার্ট ইউজার এক্সপেরিয়েন্স।

Mini Specification

Features Details 
Bluetooth5.4
Battery capacity220 mAh
Playtimeup to 30 hours
Fast ChargingYes
Warranty3/6 months

এগুলোসহ প্রায় সকল লেটেস্ট মডেলের হেডফোন Apple Gadgets-এ পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে। সেরা দামে, অফিশিয়াল ওয়ারেন্টি ও ১০০% অরিজিনাল পণ্যের নিশ্চয়তা সহ আমরা দিচ্ছি আপনার প্রয়োজন অনুযায়ী পারফেক্ট হেডফোন। অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন www.applegadgetsbd.com  অথবা সরাসরি চলে আসুন আমাদের শোরুমে।

আসলে সবাই চায় দামের দিক থেকে সাশ্রয়ী কিন্তু কোয়ালিটিতে একদম কমপ্রোমাইজহীন একটা হেডফোন। উপরে আমরা এমনই কিছু সেরা মডেল তুলে ধরেছি যেগুলো শুধু দামে সাশ্রয়ী নয়, বরং সাউন্ড কোয়ালিটি, ব্যাটারি লাইফ, বিল্ড কোয়ালিটি এমনকি গেমিং এক্সপেরিয়েন্সেও অনেক সময় দামি ব্র্যান্ডেড প্রোডাক্টকে টেক্কা দেয়। মূলত কোন হেডফোনটি আপনার জন্য পারফেক্ট হবে, সেটা নির্ভর করবে আপনার চাহিদা আর ব্যবহারের ধরন অনুযায়ী। সঠিক সিদ্ধান্ত নিতে আমাদের রিভিউগুলো দেখুন, আর চোখ রাখুন Apple Gadgets-এ সেরা হেডফোন ডিলের জন্য।

FAQs (সাধারণ প্রশ্নত্তর)

কম দামে ভালো ব্লুটুথ হেডফোন কীভাবে চিনবো?

একটি ভালো ব্লুটুথ হেডফোন বেছে নিতে হলে আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যেমনঃ আপডেট ব্লুটুথ ভার্সন, ব্যাটারি ব্যাকআপ, ড্রাইভার সাইজ, ANC বা Noise Cancellation সাপোর্ট। এই ফিচারগুলোর সব বা কয়েকটি পেয়ে গেলে বুঝবেন আপনি কম দামে ভালো ব্লুটুথ হেডফোন পাচ্ছেন।

হেডফোনে বেশি বড় ড্রাইভার মানেই কি ভালো সাউন্ড?

সাধারণভাবে, বড় ড্রাইভার মানে বেশি পাওয়ারফুল ও বেইসি সাউন্ড। তবে সাউন্ডের কোয়ালিটি নির্ভর করে টিউনিং এবং অন্যান্য ফিচারের ওপর। 

কম দামে ব্লুটুথ হেডফোনে কতক্ষণ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়?

এখনকার সময়ে কম দামের হেডফোনগুলোতেও সাধারণত ১৫ থেকে ৩৬ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। কিছু মডেলে আবার ফাস্ট চার্জিংও থাকে, যেমন OnePlus Bullets Wireless Z3-তে ১০ মিনিট চার্জে ২৭ ঘণ্টা প্লেব্যাক পাওয়া যায়।

হেডফোন কি লং টাইম ইউজে কানে ব্যথা হয়?

যদি হেডফোনে PU সফট কুশন বা ইয়ার কাপ থাকে, তবে দীর্ঘক্ষণ ব্যবহারে সাধারণত ব্যাথা হয় না। তবে একটানা ঘন্টার পর ঘন্টা ব্যবহারে কিছু অস্বস্তি আসতেই পারে।

আমি বাজেট হেডফোন কিনতে চাই – কোনটা নেবো?

আপনি যদি কম দামে ভালো ব্লুটুথ হেডফোন খুঁজে থাকেন, তাহলে Hoco W55, Oraimo OHP-317 বা JBL TUNE 205BT দেখতে পারেন। আর গেমিং এর জন্য JBL Quantum 100M2 বা Edifier Hecate G30 II ভালো হবে।

Similar Posts